মুলতানি পারভীন শাহজাহান তালুকদার বিদ্যালয় ও কলেজ
অবয়ব
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
মুলতানি পারভীন শাহজাহান তালুকদার বিদ্যালয় ও কলেজ | |
---|---|
অবস্থান | |
বগুড়া–৫৮৪১ | |
তথ্য | |
ধরন | বেসরকারী |
নীতিবাক্য | শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। |
প্রতিষ্ঠাকাল | ১৯৮৬ |
প্রতিষ্ঠাতা | মরহুম শাহজাহান তালুকদার (সাবেক সংদস সদস্য) |
অবস্থা | সক্রিয় |
বন্ধ | 4.00 pm |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,রাজশাহী |
সেশন | জানুয়ারি-ডিসেম্বর |
ইআইআইএন | 119352 |
বিদ্যালয়ের প্রধান | প্রধান শিক্ষক |
প্রধান শিক্ষক | আফসার আলি শেখ |
কর্মকর্তা | ৫ |
শিক্ষকমণ্ডলী | ১৯ |
কর্মচারী | ৩ |
শ্রেণি | ষষ্ঠ - দ্বাদশ |
শিক্ষার্থী সংখ্যা | ১২০০ |
শিক্ষা ব্যবস্থা | বাংলা |
ভাষা | বাংলা |
সময়সূচির ধরন | সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা |
সময়সূচি | দিবা |
বিদ্যালয়ের কার্যসময় | ৭ ঘণ্টা |
শ্রেণিকক্ষ | ১৫ টি |
ক্যাম্পাস | স্থায়ী |
শিক্ষায়তন | ১.৫ একর (৬৫ শতাংশ) |
ক্যাম্পাসের ধরন | আয়তাকার |
রং | রং: হালকা নীল এবং সাদা-আকাশি |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন |
ওয়েবসাইট | mpsthighschool |
মুলতানি পারভীন শাহজাহান তালুকদার বিদ্যালয় ও কলেজ বগুড়া জেলার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এবং উপজেলার মধ্যে একটি অত্যন্ত সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ার ব্যবস্থা রয়েছে। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য মরহুম জনাব শাহজাহান তালুকদার। প্রধান শিক্ষক মোঃ আফসার আলি শেখ।
ইতিহাস
[সম্পাদনা]১৯৮৬ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন মাননীয় সংসদ সদস্য মরহুম শাহজাহান তালুকদার এই বিদ্যালয় টি প্রতিষ্ঠা করেন। তিনি তাঁর নিজের নামে এবং তার সহধর্মিণীর নামানুসারে বিদ্যালয়টির নামকরণ করেন।
শিক্ষার্থী
[সম্পাদনা]এই বিদ্যালয়ে বর্তমানে প্রায় ১২০০ ছাত্র-ছাত্রী অধ্যায়ন করছে। ১৯৯০ থেকে বর্তমান পর্যন্ত প্রায় ২০ হাজারের মতো শিক্ষার্থী তাদের মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেছে।