বিষয়বস্তুতে চলুন

মুলতানি পারভীন শাহজাহান তালুকদার বিদ্যালয় ও কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুলতানি পারভীন শাহজাহান তালুকদার বিদ্যালয় ও কলেজ
অবস্থান

বগুড়া–৫৮৪১

তথ্য
ধরনবেসরকারী
নীতিবাক্যশিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও।
প্রতিষ্ঠাকাল১৯৮৬
প্রতিষ্ঠাতামরহুম শাহজাহান তালুকদার (সাবেক সংদস সদস্য)
অবস্থাসক্রিয়
বন্ধ4.00 pm
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,রাজশাহী
সেশনজানুয়ারি-ডিসেম্বর
ইআইআইএন119352
বিদ্যালয়ের প্রধানপ্রধান শিক্ষক
প্রধান শিক্ষকআফসার আলি শেখ
কর্মকর্তা
শিক্ষকমণ্ডলী১৯
কর্মচারী
শ্রেণিষষ্ঠ - দ্বাদশ
শিক্ষার্থী সংখ্যা১২০০
শিক্ষা ব্যবস্থাবাংলা
ভাষাবাংলা
সময়সূচির ধরনসকাল ৯ টা থেকে বিকাল ৪ টা
সময়সূচিদিবা
বিদ্যালয়ের কার্যসময়৭ ঘণ্টা
শ্রেণিকক্ষ১৫ টি
ক্যাম্পাসস্থায়ী
শিক্ষায়তন১.৫ একর (৬৫ শতাংশ)
ক্যাম্পাসের ধরনআয়তাকার
রং    রং: হালকা নীল এবং সাদা-আকাশি
ক্রীড়াফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন
ওয়েবসাইটmpsthighschool.edu.bd

মুলতানি পারভীন শাহজাহান তালুকদার বিদ্যালয় ও কলেজ বগুড়া জেলার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এবং উপজেলার মধ্যে একটি অত্যন্ত সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ার ব্যবস্থা রয়েছে। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য মরহুম জনাব শাহজাহান তালুকদার। প্রধান শিক্ষক মোঃ আফসার আলি শেখ।

ইতিহাস

[সম্পাদনা]

১৯৮৬ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন মাননীয় সংসদ সদস্য মরহুম শাহজাহান তালুকদার এই বিদ্যালয় টি প্রতিষ্ঠা করেন। তিনি তাঁর নিজের নামে এবং তার সহধর্মিণীর নামানুসারে বিদ্যালয়টির নামকরণ করেন।

শিক্ষার্থী

[সম্পাদনা]

এই বিদ্যালয়ে বর্তমানে প্রায় ১২০০ ছাত্র-ছাত্রী অধ্যায়ন করছে। ১৯৯০ থেকে বর্তমান পর্যন্ত প্রায় ২০ হাজারের মতো শিক্ষার্থী তাদের মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]