সারিয়াকান্দি বাংলাদেশের বগুড়া জেলার অন্তর্গত একটি উপজেলা । এটি বগুড়া জেলার সবচেয়ে বড় উপজেলা।
সারিয়াকান্দি উপজেলার পৃথিবীর মানচিত্রের অবস্থান ২৪ ৪৪ হতে ২৫ ০৪ উত্তর অক্ষাংশ এবং ৮৯ ৩১ হতে ৮৯ ৪৫ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে। উত্তরে সোনাতলা উপজেলা , দক্ষিণে ধুনট উপজেলা , পূর্বে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা , পশ্চিমে গাবতলী উপজেলা ।
ভাষাতাত্ত্বিক অঞ্চল অনুসারে বগুড়া জেলা বরেন্দ্র উপ-ভাষা অঞ্চলে হলেও সারিয়াকান্দি উপ-ভাষার দুটি প্রধান উপ-ভাষা পরিলক্ষিত হয়। যা বরেন্দ্রী ভাষা থেকে অনেকাংশে পৃথক। সারিয়াকান্দি সদর, উত্তর এবং পশ্চিম সারিয়াকান্দির উপ-ভাষা সামান্য ব্যতয় নিয়ে প্রায় অভিন্ন অন্য দিকে সারিয়াকান্দির দক্ষিণাঞ্চলে প্রচলিত উপ-ভাষায় ধ্বনি তাত্ত্বিক ও রূপতাত্ত্বিক পার্থক্য সুস্পষ্টভাবে প্রতিয়মান। আবার যমুনার চরাঞ্চলে বসবাসরত জনগোষ্ঠির ভাষার উচ্চারণের পার্থক্য থাকলেও তা বহুলাংশে বাংলা শিষ্ট ভাষার সাথে সংগতিপূর্ণ। সারিয়াকান্দিয় উপ-ভাষা হিসাবে যে আঞ্চলিক ভাষাটির কথা বলা হচ্ছে তা বরেন্দ্রী ও কামরূপী সংমিশ্রিতরূপের সীমা পরবর্তী ভাষা। এই ভাষার সাথে বগুড়ার পার্শ্ববর্তী অঞ্চল, চাপাঁইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁর ভাষার যেমন কিছু কিছু মিল আছে তেমনি অমিল ও আছে। এ পার্থক্যগুলোতেই সারিয়াকান্দি ভাষার নিজস্ব বৈশিষ্ট্য ধরা পড়ে।[ ২]
[ ৩]
জেলা
বগুড়া।
উপজেলা
সারিয়াকান্দি
সীমানা
উত্তরে সোনাতলা উপজেলা, পূর্বে মাদারগঞ্জ উপজেলা, দক্ষিণে ধুনট উপজেলা এবং পশ্চিমে গাবতলী উপজেলা।
জেলা সদর হতে দূরত্ব
২৩ কি:মি:
আয়তন
৪৩২.৫৫ বর্গ কিলোমিটার
জনসংখ্যা
২৪০০৮৩ জন (প্রায়)
পুরুষ
১২২৮৮৪ জন (প্রায়)
মহিলা
১১৭১৯৯ জন (প্রায়)
লোক সংখ্যার ঘনত্ব
১০৪.৮৫ (প্রতি বর্গ কিলোমিটারে)
মোট ভোটার সংখ্যা
১৪৫৪৮৮ জন
পুরুষভোটার সংখ্যা
৬৯৩৮৩ জন
মহিলা ভোটার সংখ্যা
৭৬১০৫ জন
বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার
০.৪৫%
মোট পরিবার(খানা)
৫৫৭১৯ টি
নির্বাচনী এলাকা
৩৬ বগুড়া - ১ (সারিয়াকান্দি)
গ্রাম
২১৬ টি
মৌজা
১২২ টি
ইউনিয়ন
১২ টি
পৌরসভা
০১ টি
এতিমখানা সরকারী
০ টি
এতিমখানা বে-সরকারী
৪ টি
মসজিদ
৪৯১ টি
মন্দির
১৪ টি
নদ-নদী
২ টি (বাঙ্গালী ও যমুনা)
হাট-বাজার
১৩ টি
ব্যাংক শাখা
৬ টি
পোস্ট অফিস/সাব পোঃ অফিস
১৪ টি
টেলিফোন এক্সচেঞ্জ
০১ টি
ক্ষুদ্র কুটির শিল্প
১৬২০ টি
বৃহৎ শিল্প
০ টি
ক্রম নং
নাম
সংখ্যা
০১
জমির পরিমাণ
৪০৮৪৮ হেক্টর
০২
নীট ফসলী জমি
২২৫৫০ হেক্টর
০৩
ফসলী জমি
৫০০৮০ হেক্টর
০৪
এক ফসলী জমি
২১৭০ হেক্টর
০৫
দুই ফসলী জমি
১৩৬০ হেক্টর
০৬
তিন ফসলী জমি
৬৩৫০ হেক্টর
০৭
গভীর নলকূপ
২৮টি
০৮
অ-গভীর নলকূপ
৮২৩২টি
০৯
শক্তি চালিত পাম্প
৮০টি
১০
নলকূপ
৪,২৭৬টি
ক্রম নং
নাম
সংখ্যা
০১
সরকারী প্রাথমিক বিদ্যালয়
৮৩টি
০২
বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়
৭৮টি
০৩
জুনিয়র উচ্চ বিদ্যালয়
০৪টি
০৪
উচ্চ বিদ্যালয় (সহশিক্ষা)
২২টি
০৫
উচ্চ বিদ্যালয় (বালিকা)
০৩টি
০৬
দাখিল মাদ্রাসা
১০টি
০৬
আলিম মাদ্রাসা
০১টি
০৭
ফাজিল মাদ্রাসা
০৩টি
০৮
কামিল মাদ্রাসা
নেই
০৯
কলেজ (সহশিক্ষা)
০৪টি
১০
কলেজ (বালিকা)
০১টি
ক্রম নং
নাম
সংখ্যা
০১
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
০১টি
০২
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
১২ টি
ক্রম নং
নাম
পরিমাণ
০১
মৌজা
১২২টি
০২
ইউনিয়ন ভূমি অফিস
০৫টি
০৩
পৌর ভূমি অফিস
০১টি
০৪
মোট খাস জমি
৪০৪৮.৮২ একর
০৫
কৃষি
৯৯৯.৪৪ একর
০৬
অকৃষি
৩০৪৯.৩৮ একর
০৭
বন্দোবস্তযোগ্য কৃষি
৬১৫.৯৯ একর
০৭
হাট-বাজার
১৩টি
ক্রম নং
নাম
পরিমাণ
০১
পাকা রাস্তা
৩১.১৯ কিঃমিঃ
০২
অর্ধ পাকা রাস্তা
৩০.০০ কিঃমিঃ
০৩
কাঁচা রাস্তা
২৩৬.৬৬ কিঃমিঃ
০৪
ব্রীজ/কালভার্ট
১০টি
০৫
নদী
০২টি
ক্রম নং
নাম
পরিমাণ
০১
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
১২টি
০২
পরিবার পরিকল্পনা ক্লিনিক
০৪টি
০৩
এম.সি.এইচ. ইউনিট
০১টি
০৪
সক্ষম দম্পতির সংখ্যা
৮৪,৮৩৩ জন
ক্রম নং
নাম
পরিমাণ
০১
পুকুর
১২৮৫টি
০২
মৎস্য বীজ উৎপাদন খামার সরকারী
নেই
০৩
মৎস্য বীজ উৎপাদন খামার বে-সরকারী
নেই
০৪
বাৎসরিক মৎস্য চাহিদা
৪১০৫.৭৩ মেঃ টন
০৫
বাৎসরিক মৎস্য উৎপাদন
৩১৭০.২৮ মেঃ টন
ক্রম নং
নাম
সংখ্যা
০১
পশু চিকিৎসা কেন্দ্র
০১ টি
০২
পশু ডাক্তার
০১ জন
০৩
কৃত্রিম প্রজনন কেন্দ্র
০১টি
০৪
পয়েন্ট
১৪টি
০৫
উন্নত মুরগীর খামার
৩১৫টি
০৬
গবাদির পশুর খামার
৮৮৫০টি
০৭
ব্রয়লার মুরগীর খামার
৩০০টি
এ উপজেলার উত্তরে সোনাতলা উপজেলা , পূর্বে মাদারগঞ্জ উপজেলা , দক্ষিণে ধুনট উপজেলা এবং পশ্চিমে গাবতলী উপজেলা ।[ ১]
এই উপজেলার ইউনিয়ন সমূহ হচ্ছে: