চারঘাট উপজেলা
চারঘাট | |
---|---|
উপজেলা | |
বাংলাদেশে চারঘাট উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°১৬′৫৯″ উত্তর ৮৮°৪৬′২৯″ পূর্ব / ২৪.২৮৩০৬° উত্তর ৮৮.৭৭৪৭২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | রাজশাহী জেলা |
সরকার | |
• সংসদ সদস্য | শাহরিয়ার আলম (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ১৬৪.৫২ বর্গকিমি (৬৩.৫২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ১,৮৩,৯২১ |
• জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৪% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৬২৭০ |
প্রশাসনিক বিভাগের কোড | ৫০ ৮১ ২৫ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
চারঘাট বাংলাদেশের রাজশাহী জেলার অন্তর্গত একটি উপজেলা।
অবস্থান ও আয়তন[সম্পাদনা]
এই উপজেলার উত্তরে পবা উপজেলা ও পুঠিয়া উপজেলা ও দক্ষিণে বাঘা উপজেলা, পূর্বে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা ও বাঘা উপজেলা, পশ্চিমে পবা উপজেলা ও ভারতর পশ্চিমবঙ্গ। এর পাশে দিয়ে পদ্মা নদী প্রবাহিত হয়েছে।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
চারঘাট উপজেলা মোট ৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত। যথা-
ইতিহাস[সম্পাদনা]
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
চারঘাট উপজেলায় প্রায় ১,৮৩,৯২১ জন লোক বাস করে।
শিক্ষা[সম্পাদনা]
চারঘাট উপজেলায় শিক্ষিত হার অনেক বেশি। এখানে প্রায় ৬৪% লোক শিক্ষিত।
অর্থনীতি[সম্পাদনা]
এখানকার বেশিরভাগ লোকই চাষাবাদ এবং কৃষিনির্ভর ব্যবসার সাথে জড়িত। তবে কিছু কিছু এলাকার লোক ব্যাবসায়ী জেলে ও তাঁতী । উল্লেখযোগ্য বাণিজ্য হচ্ছে আম ব্যবসা। এখানে সরকারী ভাবে নন্দাখামার এলাকায় গোপালপুর চিনিকলের জন্য কাঁচামাল হিসেবে আখ চাষ করা হয়। এছাড়া অনেকে বিভিন্ন চাকরি করেন। বর্তমানে চারঘাট উপজেলার কৃষকরা প্রায় বারো মাস বিভিন্ন ধরনের চাষাবাদ করে থাকেন। এখানকার মানুষেরা আখ চাষাবাদের পাশাপাশি বেশিরভাগ ধান চাষাবাদ করে থাকেন। চারঘাট উপজেলা পান এর খড়ের জন্য বেশি বিখ্যাত। কারণ এই উপজেলায় সর্ব প্রথম পানের খড়ের উৎপাদন শুরু হয়।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- ঝিকরা গ্রামের হাজার বছরের প্রাচীন তেঁতুল বৃক্ষ
- পদ্মা নদী
- বড়াল নদী
- রাজশাহী ক্যাডেট কলেজ পার্ক ও পিকনিক স্পট
- টাইমপাস পার্ক
- বাংলাদেশ পুলিশ একাডেমী
- চারঘাট বয়স্ক বিনোদন কেন্দ্র
- মিয়াপুর হাফেজিয়া রহমানিয়া মাদ্রাসা
- চারঘাট উপজেলা মডেল মসজিদ
- শহীদ শিবলী স্বরনী
- বাংলাদেশ গ্রাম থিয়েটার ,পদ্মা বড়াল থিয়েটার
- বালু মহল
উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
- প্রভাষ লাহিড়ী – প্রাক্তন মন্ত্রী ও গণপরিষদ সদস্য
- এ,বি,এম নওরোজ - ব্রিগেডিয়ার জেনারেল
- নাজমুল হক সরকার – প্রাক্তন সংসদ সদস্য
- ডা. আলাউদ্দিন – প্রাক্তন মন্ত্রী ও সংসদ সদস্য
- নুরুন্নবী চাঁদ – প্রাক্তন মন্ত্রী ও সংসদ সদস্য
- মোহাম্মদ আজিজুর রহমান – প্রাক্তন মন্ত্রী ও সংসদ সদস্য
- মোহাম্মদ রায়হানুল হক – প্রাক্তন মন্ত্রী ও সংসদ সদস্য
- শাহরিয়ার আলম – রাজনীতিবিদ ও প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়
তথ্যূত্র[সম্পাদনা]
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "চারঘাট উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১০ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৪।
বহিঃসংযোগ[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |