কালিয়া উপজেলা
কালিয়া | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে কালিয়া উপজেলা | |
স্থানাঙ্ক: ২৩°২′১২″ উত্তর ৮৯°৩৭′৮″ পূর্ব / ২৩.০৩৬৬৭° উত্তর ৮৯.৬১৮৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | নড়াইল জেলা |
আয়তন | |
• মোট | ৩১৭.৬৪ বর্গকিমি (১২২.৬৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ২,০৮,০২৪ |
• জনঘনত্ব | ৬৫০/বর্গকিমি (১,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪১.০৪% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৭৫২০ |
প্রশাসনিক বিভাগের কোড | ৪০ ৬৫ ২৮ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
কালিয়া উপজেলা বাংলাদেশের খুলনা বিভাগের নড়াইল জেলার একটি প্রশাসনিক এলাকা। কালিয়া থানা ১৮৬৬ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সালে থানা থেকে উপজেলায় রূপান্তরিত করা হয়।
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]এ উপজেলার উত্তরে লোহাগড়া উপজেলা, দক্ষিণে খুলনা জেলার দিঘলিয়া উপজেলা ও তেরখাদা উপজেলা, পূর্বে গোপালগঞ্জ সদর উপজেলা ও বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা, পশ্চিমে নড়াইল সদর উপজেলা, যশোর জেলার অভয়নগর উপজেলা ও খুলনা জেলার ফুলতলা উপজেলা।
বছর | জনসংখ্যা (০০০) | ±% |
---|---|---|
১৯৮১ | ১৮৪ | — |
১৯৯১ | ১৯৭ | +৭.১% |
২০০১ | ২০৮ | +৫.৬% |
২০১১ | ২২০ | +৫.৮% |
উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো[২] |
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, কালিয়া উপজেলায় ৪৮,৫৭৯ জন লোকের বসতি এবং ২২০,২০২ জন জনসংখ্যা রয়েছে, যার মধ্যে থেকে ১৬.৩% শহরাঞ্চলে বসবাসে করে থাকে।[৩] জনসংখ্যার ১০.৮% রয়েছে ৫ বছরের নিচে।[৪] সাক্ষরতার হার (৭ বছর বা তার অধিক) ছিল ৫৫.৩% এবং জাতীয় গড় অনুযায়ী শিক্ষার হার ৫১.৮%।[৩] [৫]
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]এই উপজেলার ইউনিয়ন সমূহ -
- বাবরা হাচলা ইউনিয়ন
- পুরুলিয়া ইউনিয়ন
- হামিদপুর ইউনিয়ন
- মাউলী ইউনিয়ন
- সালামাবাদ ইউনিয়ন
- খাশিয়াল ইউনিয়ন
- জয়নগর ইউনিয়ন, কালিয়া
- কলাবাড়ীয়া ইউনিয়ন
- বাঐসোনা ইউনিয়ন
- পহরডাঙ্গা ইউনিয়ন
- পেড়লী ইউনিয়ন
- চাঁচুড়ী ইউনিয়ন
- বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়ন এবং
- পাঁচগ্রাম ইউনিয়ন।
ইতিহাস
[সম্পাদনা]প্রায় তিনশত বছর পূর্বে এ জনপদের উপর দিয়ে প্রবাহিত কালীগঙ্গা বা কালীগাঙ্গ নদীর নামের প্রথমাংশ কালি এবং গঙ্গা শব্দের আ বর্ণের সমন্বয়ে কালিয়া নামকরণ হয়েছে। কালীগঙ্গা নদীর ভরাট তীরে এ জনপদ গড়ে ওঠায় এর বর্তমান নাম কালিয়া গ্রাম এবং কালিয়ার নাম অনুসারে এ উপজেলার নামকরণ হয়েছে কালিয়া উপজেলা। এ উপজেলার উত্তরে নড়াইল জেলার লোহাগড়া উপজেলা, দক্ষিণে খুলনা জেলার দিঘলিয়া ও তেরখাদা উপজেলা, পূর্বে গোপালগঞ্জ জেলা ও বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলা এবং পশ্চিমে নড়াইল সদর উপজেলা ও যশোর জেলার অভয়নগর এবং খুলনা জেলার ফুলতলা উপজেলা অবস্থিত।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]অর্থনীতি
[সম্পাদনা]এ অঞ্চলের অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভর। তবে কৃষি ছাড়া এখানকার মানুষের পেশা হিসেবে ব্যবসা, শ্রমিক আছে। এছাড়া এ অঞ্চলে অনেক প্রবাসী রয়েছে।
নদ-নদী
[সম্পাদনা]কালিয়া উপজেলায় অনেকগুলো নদী রয়েছে। নদীগুলো হচ্ছে আঠারোবাঁকি নদী, নবগঙ্গা নদী, মধুমতি নদী, চিত্রা নদী ও কাটাখালী নদী,[৬][৭]
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- শেখ আবদুস সালাম - বাংলাদেশের সর্বকনিষ্ঠ শহীদ বুদ্ধিজীবী।
- সুরকার ও সঙ্গীতজ্ঞ কমল দাশগুপ্ত
- খাজা মিয়া - সরকারি কর্মকর্তা
- মোঃ কবিরুল হক (সংসদ সদস্য)
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে কালিয়া উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৮ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারী ২০১৫।
- ↑ "District Statistics 2011: Narail" (পিডিএফ)। Bangladesh Bureau of Statistics। নভেম্বর ১৩, ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২৫, ২০১৪।
- ↑ ক খ "Population and Housing Census 2011: Bangladesh at a Glance" (পিডিএফ)। Bangladesh Bureau of Statistics। জুলাই ২৮, ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২১, ২০১৪।
- ↑ "Population Census 2011: Narail Table C-04" (পিডিএফ)। Bangladesh Bureau of Statistics। জুলাই ২৯, ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১১, ২০১৪।
- ↑ "Population Census 2011: Narail Table C-06" (পিডিএফ)। Bangladesh Bureau of Statistics। জুলাই ২৯, ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১১, ২০১৪।
- ↑ ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৩৯০, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯।
- ↑ মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ৬১২। আইএসবিএন 984-70120-0436-4।
বহিঃসংযোগ
[সম্পাদনা]খুলনা বিভাগের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |