অভয়নগর উপজেলা
অভয়নগর | |
---|---|
উপজেলা | |
বাংলাদেশে অভয়নগর উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১′ উত্তর ৮৯°২৬′ পূর্ব / ২৩.০১৭° উত্তর ৮৯.৪৩৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | যশোর জেলা |
আয়তন | |
• মোট | ২৪৭.১৯ বর্গকিমি (৯৫.৪৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ২,৬২,৪৩৪ |
• জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৬.৪৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৪০ ৪১ ০৪ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অভয়নগর উপজেলা বাংলাদেশের যশোর জেলার অন্তর্গত একটি উপজেলা।
অবস্থান[সম্পাদনা]
এই উপজেলার উত্তরে যশোর সদর উপজেলা এবং নড়াইল সদর উপজেলা, দক্ষিণে খানজাহান আলী থানা, ডুমুরিয়া উপজেলা, দিঘলিয়া উপজেলা ও ফুলতলা উপজেলা, পূর্বে নড়াইল সদর উপজেলা ও কালিয়া উপজেলা, পশ্চিমে যশোর সদর উপজেলা ও মনিরামপুর উপজেলা।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
অভয়নগর উপজেলা একটি পৌরসভা এবং ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত।
পৌরনভার নাম- নওয়াপাড়া পৌরসভা। যেটা ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত।
এই উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে -
- পায়রা ইউনিয়ন
- চলিশিয়া ইউনিয়ন
- প্রেমবাগ ইউনিয়ন
- বাঘুটিয়া ইউনিয়ন
- শুভরাড়া ইউনিয়ন
- শ্রীধরপুর ইউনিয়ন
- সিদ্ধিপাশা ইউনিয়ন
- সুন্দলী ইউনিয়ন
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
শিক্ষা[সম্পাদনা]
- জামিয়া আরাবিয়া মুহিউল ইসলাম
- ভবদহ মহাবিদ্যালয় ।
- নওয়াপাড়া কলেজ।
- মহাকাল পাইলট কলেজিয়েট স্কুল।
- নওয়াপাড়া মডেল কলেজ।
- নওয়াপাড়া মডেল হাইস্কুল।
- শংকরপাশা হাইস্কুল।
- পায়রা ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা।
- কোটা সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা।
- গাজীপুর রউফিয়া কামিল মাদ্রাসা।
- আহম্মদ আলী সরদার মাধ্যমিক বিদ্যালয়।
- নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়
অর্থনীতি[সম্পাদনা]
যশোর জেলার অন্যাতম একটি নদী বন্দর এই উপজেলাতে অবস্থিত। যার মাধ্যমে প্রতিদিন শত শত কোটি টাকার পণ্য আমদানি ও রফতানি হয়। বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে এই নদী বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমদানীকৃত পণ্যের মধ্যে সার,সিমেন্ট,পাথর,কয়লা,গম,ভূট্রা অন্যতম।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]
- কিরণচন্দ্র মুখোপাধ্যায় (১৮৯৩ - ১২ ডিসেম্বর, ১৯৫৪) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।
বিবিধ[সম্পাদনা]
চিকিৎসা কেন্দ্র[সম্পাদনা]
১.অভয়নগর উপজেলা সরকারি হাসপাতাল।
২.এল.বি হাসপাতাল।
৩.ফাতেমা ক্লিনিক।
৪.সার্জিকাল ক্লিনিক।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে অভয়নগর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |