অভয়নগর উপজেলা
অভয়নগর | |
---|---|
উপজেলা | |
বাংলাদেশে অভয়নগর উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১′ উত্তর ৮৯°২৬′ পূর্ব / ২৩.০১৭° উত্তর ৮৯.৪৩৩° পূর্বস্থানাঙ্ক: ২৩°১′ উত্তর ৮৯°২৬′ পূর্ব / ২৩.০১৭° উত্তর ৮৯.৪৩৩° পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | যশোর জেলা |
আয়তন | |
• মোট | ২৪৭.১৯ বর্গকিমি (৯৫.৪৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ২,৬২,৪৩৪ |
• জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৬.৪৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৪০ ৪১ ০৪ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অভয়নগর উপজেলা বাংলাদেশের যশোর জেলার অন্তর্গত একটি উপজেলা।
অবস্থান[সম্পাদনা]
এই উপজেলার উত্তরে যশোর সদর উপজেলা এবং নড়াইল সদর উপজেলা, দক্ষিণে খানজাহান আলী থানা, ডুমুরিয়া উপজেলা, দিঘলিয়া উপজেলা ও ফুলতলা উপজেলা, পূর্বে নড়াইল সদর উপজেলা ও কালিয়া উপজেলা, পশ্চিমে যশোর সদর উপজেলা ও মনিরামপুর উপজেলা।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
অভয়নগর উপজেলা একটি পৌরসভা এবং ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত।
পৌরনভার নাম- নওয়াপাড়া পৌরসভা। যেটা ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত।
এই উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে -
- পায়রা ইউনিয়ন
- চলিশিয়া ইউনিয়ন
- প্রেমবাগ ইউনিয়ন
- বাঘুটিয়া ইউনিয়ন
- শুভরাড়া ইউনিয়ন
- শ্রীধরপুর ইউনিয়ন
- সিদ্ধিপাশা ইউনিয়ন
- সুন্দলী ইউনিয়ন
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
শিক্ষা[সম্পাদনা]
১. ভবদহ মহাবিদ্যালয় ।
২. নওয়াপাড়া কলেজ।
৩. মহাকাল পাইলট কলেজিয়েট স্কুল।
৪. নওয়াপাড়া মডেল কলেজ।
৫. নওয়াপাড়া মডেল হাইস্কুল।
৬. শংকরপাশা হাইস্কুল।
৭. পায়রা ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা।
৮. কোটা সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা।
৯. গাজীপুর রউফিয়া কামিল মাদ্রাসা।
১০. নওয়াপাড়া পীরবাড়ী (কওমী) মাদ্রাসা। ১১. আহম্মদ আলী সরদার মাধ্যমিক বিদ্যালয়।
অর্থনীতি[সম্পাদনা]
যশোর জেলার অন্যাতম একটি নদী বন্দর এই উপজেলাতে অবস্থিত। যার মাধ্যমে প্রতিদিন শত শত কোটি টাকার পন্য আমদানি ও রফতানি হয়। বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে এই নদী বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমদানীকৃত পণ্যের মধ্যে সার,সিমেন্ট,পাথর,কয়লা,গম,ভূট্রা অন্যতম।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]
- কিরণচন্দ্র মুখোপাধ্যায় (১৮৯৩ - ১২ ডিসেম্বর, ১৯৫৪) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।
বিবিধ[সম্পাদনা]
চিকিৎসা কেন্দ্র[সম্পাদনা]
১.অভয়নগর উপজেলা সরকারি হাসপাতাল।
২.এল.বি হাসপাতাল।
৩.ফাতেমা ক্লিনিক।
৪.সার্জিকাল ক্লিনিক।
তথ্যসুত্র[সম্পাদনা]
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে অভয়নগর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারী ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |