কেশবপুর উপজেলা
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
কেশবপুর | |
---|---|
উপজেলা | |
বাংলাদেশে কেশবপুর উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫৪′২৭″ উত্তর ৮৯°৩৩′৪৬″ পূর্ব / ২২.৯০৭৫০° উত্তর ৮৯.৫৬২৭৮° পূর্বস্থানাঙ্ক: ২২°৫৪′২৭″ উত্তর ৮৯°৩৩′৪৬″ পূর্ব / ২২.৯০৭৫০° উত্তর ৮৯.৫৬২৭৮° পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | যশোর জেলা |
আয়তন | |
• মোট | ২৫৮.৫৩ বর্গকিমি (৯৯.৮২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১)[১] | |
• মোট | ২,৫৩,২৯১ |
• জনঘনত্ব | ৯৮০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৪০ ৪১ ৩৮ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
কেশবপুর উপজেলা বাংলাদেশের যশোর জেলার অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা।
অবস্থান ও আয়তন[সম্পাদনা]
এটি খুলনা বিভাগের অধীন যশোর জেলার অন্তর্গত। এর আয়তন ২৫৮.৫৩ বর্গকিলোমিটার। যশোর শহর থেকে এর দুরত্ব ৩২ কিলোমিটার। এর উত্তের মনিরামপুর উপজেলা, পূর্বে অভয়নগর উপজেলা, দক্ষিণে ডুমুরিয়া উপজেলা এবং পশ্চিমে কলারোয়া উপজেলা।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
এই উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে-
- ত্রিমোহিনী ইউনিয়ন
- সাগরদাড়ী ইউনিয়ন
- মজিদপুর ইউনিয়ন
- বিদ্যানন্দকাটি ইউনিয়ন
- মঙ্গলকোট ইউনিয়ন
- কেশবপুর ইউনিয়ন
- পাজিয়া ইউনিয়ন
- সুফলাকাটি ইউনিয়ন
- গৌরিঘোনা ইউনিয়ন
- সাতবাড়িয়া ইউনিয়ন এবং
- হাসানপুর ইউনিয়ন
১টি পৌরসভা হচ্ছে:
শিক্ষা[সম্পাদনা]
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
কৃতী ব্যক্তিত্ব[সম্পাদনা]
- মাইকেল মধুসূদন দত্ত, কবি।
- ধীরাজ ভট্টাচার্য - অভিনেতা।
- এ এস এইচ কে সাদেক, সাবেক শিক্ষামন্ত্রী।
- ইসমাত আরা সাদেক, সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
কেশবপুর উপজেলায় কালোমুখো হনুমান দেখা যায় যা অন্য কোথাও দেখা যায় না। এই উপজেলার কয়েকটি গ্রামে এদেরকে বেশি দেখা যায় তার মধ্যে ব্রহ্মকাটি, মধ্যকুল ও রামচন্দ্রপুরে বেশি থাকে।
সাগরদাড়িতে মাইকেল মধুসূদন দত্তের মধুপল্লী, মীর্জা নগর নবাব বাড়ি (হাম্মামখানা), পাঁজিয়ায় মহানায়ক ধীরাজ ভট্টাচার্য ও মনোজ বসুর বাড়ি, গৌরীঘোনা ইউনিয়নে ভর্তের দেউল (ভরত রাজার দেউল)।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "এক নজরে কেশবপুর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারী ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]