বাঘারপাড়া উপজেলা
এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। (জুন ২০২২) |
বাঘারপাড়া | |
---|---|
উপজেলা | |
বাংলাদেশে বাঘারপাড়া উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১২′৫৪″ উত্তর ৮৯°২১′২″ পূর্ব / ২৩.২১৫০০° উত্তর ৮৯.৩৫০৫৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | যশোর জেলা |
আয়তন | |
• মোট | ২৭২ বর্গকিমি (১০৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ২,১৬,৮৯৭ |
• জনঘনত্ব | ৮০০/বর্গকিমি (২,১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৭৪৭০ |
প্রশাসনিক বিভাগের কোড | ৪০ ৪১ ০৯ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
বাঘারপাড়া বাংলাদেশের যশোর জেলার অন্তর্গত একটি উপজেলা।
অবস্থান ও আয়তন[সম্পাদনা]
উত্তরে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা ও মাগুরা জেলার শালিখা উপজেলা, দক্ষিণে নড়াইল সদর উপজেলা ও যশোর সদর উপজেলা, পূর্বে মাগুরা জেলার শালিখা উপজেলা ও নড়াইল সদর উপজেলা, পশ্চিমে যশোর সদর উপজেলা।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
এই উপজেলার ৯টি ইউনিয়ন হচ্ছে -
- জহুরপুর ইউনিয়ন
- বন্দবিলা ইউনিয়ন
- রায়পুর ইউনিয়ন
- নারিকেলবাড়িয়া ইউনিয়ন
- ধলগ্রাম ইউনিয়ন
- দোহাকুলা ইউনিয়ন
- দরাজহাট ইউনিয়ন
- বাসুয়াড়ী ইউনিয়ন এবং
- জামদিয়া ইউনিয়ন
নামকরণ[সম্পাদনা]
একটি মতবাদ হলোঃ প্রাচীনকালে এই অঞ্চল জঙ্গলে পরিপূর্ণ ছিলো, অত্যাধিক ঘন জঙ্গল থাকায় এই অঞ্চলে বাঘের আনাগোনা ছিলো। বাঘের চলাফেরা ছিলো বলে নাম হয় বাঘের পাড়া, সেটিই বর্তমানে বাঘারপাড়া হিসেবে পরিচিত।
ইতিহাস[সম্পাদনা]
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
শিক্ষা[সম্পাদনা]
এখানে অসংখ্য স্কুল, কলেজ ও মাদ্রাসা রয়েছে। তারমধ্যে অন্যতম সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়। সিলুমপুর মাধ্যমিক বিদ্যালয়। সিলুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজমপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা। আজমপুর দারুস সুন্নাহ হাফেজিয়া ও নূরানী মাদ্রাসা। দৌলৎপুর সরকারি প্রথমিক বিদ্যালয়। নারিকেল বাড়িয়া ডিগ্রি কলেজ। নারিকেল বাড়ীয়া হাই স্কুল, শহীদ সিরাজুদ্দিন হোসেন কলেজ,খাজুরা, জহুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। জহুরপুর রামগোপাল বহুমুখী বিদ্যা প্রতিষ্ঠান। খবিউর রহমান কলেজ জহুরপুর। বাঘারপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও বাঘারপাড়া ডিগ্রি কলেজ। চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয়। বাঘারপাড়া সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসা। রায়পুর স্কুল এন্ড কলেজ। রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। কয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়,শিয়ালপাড়া। কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়। বাঘারপাড়া মহিলা কলেজ। জাপান মৈত্রী কৃষি কলেজ জামদিয়া।চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়। খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং খানপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
অর্থনীতি[সম্পাদনা]
প্রধান কৃষি হলো ধান পাট সবজি ইক্ষু গম রবি শস্যা ইত্যাদি। জ্বলেরসার বিল হলো প্রধান বিল যেখানে বিভিন্ন প্রকার মাছ পাওয়া যায়, বিভিন্ন ধরনের পাখি পাওয়া যায়। টুটারমাথা হলো জ্বলেরসারের প্রবেশদার।
নদ-নদী[সম্পাদনা]
- চিত্রা নদী
- ভৈরব নদী
- কাজলা নদী
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- কালুডাঙ্গা মন্দির
- কয়ের বটতলা
- আজমপুর-সিলুমপুর বটতলা-বড়পুকুর
আরও দেখুন[সম্পাদনা]
বাঘারপাড়া উপজেলা, অভয়নগর উপজেলা এবং সদর উপজেলার রূপদিয়া ইউনিয়ন নিয়ে বাংলাদেশ সংসদীয় আসন-৮৮ (যশোর-৪) গঠিত। এই আসনের বর্তমান মাননীয় সংসদ সদস্য বাবু রণজিৎ কুমার রায়।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (১৩ জুন ২০২২)। "এক নজরে বাঘারপাড়া"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২২।
বহিঃসংযোগ[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
![]() |
খুলনা বিভাগের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |