তেরখাদা উপজেলা
তেরখাদা | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে তেরখাদা উপজেলা | |
স্থানাঙ্ক: ২২°৫৬′৩৫″ উত্তর ৮৯°৩৯′৫৬″ পূর্ব / ২২.৯৪৩০৬° উত্তর ৮৯.৬৬৫৫৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | খুলনা জেলা |
সরকার | |
• সংসদ সদস্য | আবদুস সালাম মুর্শেদী (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ১৮৬.৫৪ বর্গকিমি (৭২.০২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ১,১৮,৮৫৪ |
• জনঘনত্ব | ৬৪০/বর্গকিমি (১,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৪০ ৪৭ ৯৪ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
তেরখাদা বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গত একটি উপজেলা।
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]তেরখাদা ভৌগোলিক ভাবে ২২.৯৪১৭° উত্তর অক্ষাংশ ও ৮৯.৬৬৯৪° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। তেরখাদা উপজেলার মোট আয়তন ১৮৯.৪৮ বর্গকিলোমিটার। এই উপজেলার উত্তরে নড়াইল জেলার কালিয়া উপজেলা, দক্ষিণে রূপসা উপজেলা, পুর্বে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা, পশ্চিমে দিঘলিয়া উপজেলা।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]তেরখাদা উপজেলায় ৬ টি ইউনিয়ন রয়েছে। মৌজা ৩২ টি। মোট গ্রামের সংখ্যা ৯৯ টি। তেরখাদা উপজেলার অন্তর্গত ৬ টি ইউনিয়ন হলঃ
ইতিহাস
[সম্পাদনা]তেরখাদা থানা (বর্তমানে উপজেলা), প্রতিষ্ঠিত হয়েছিল ১৯১৮ সালে। ১৯৭১ সালের ১৫ই মে তারিখে রাজাকার গাউস মোল্লা'র প্রত্যক্ষ ইন্ধনে পাক হানাদার বাহিনী তেরখাদা আক্রমণ করে। হানাদার বাহিনী সাহাপাড়া এবং সাচিয়াদহসহ আরও কয়েকটি গ্রামে অগ্নিসংযোগ করে। অনেকে হতাহত হন। তেরখাদা উপজেলায় বেশ কয়েকটি সম্মুখযুদ্ধ সংঘটিত হয়।
তেরখাদা নামকরনের ইতিহাস সম্পর্কে স্থানীয় জনগণ বিশ্বাস করেন, বহু পুর্বে নড়াইলের জমিদার বরদা প্রসাদ রায় এখানে ১৩ খাদা (১ খাদা= ১০০ বিঘা) জমি কেনেন রাত্রিযাপনের জন্য। তিনি খুলনা থেকে এ পথে ফিরছিলেন। সেই সময়ে এই স্থান তার অত্যন্ত ভাল লেগে যায়। সেই তের খাদা জমির নামানুসারে আজ অব্দি এই ভূখণ্ড তেরখাদা নামে পরিচিত।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারী অনুযায়ী তেরখাদা উপজেলার লোকসংখ্যা ১,১৬,৭০৯ জন। এর মধ্যে পুরুষ ৫৮,৩৬৩ জন এবং নারী ৫৮,৩৪৬ জন। পুরুষ এবং নারীর অনুপাত ৫০.০২:৪৯.৯৮।[২]
মুক্তিযুদ্ধের ঘটনাবলি
[সম্পাদনা]১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তেরখাদা উপজেলা ৯নং সেক্টরের অধীন ছিল। ১৫ মে কুখ্যাত রাজাকার গাউস মোল্যা'র প্রত্যক্ষ ইন্ধনে পাকবাহিনী সাহাপাড়া ও সাচিয়াদহ গ্রামে ব্যাপক নির্যাতন, অগ্নিসংযোগ ও লুটপাট করে। এ উপজেলার মুক্তিযোদ্ধারা পাতলা ক্যাম্প থেকে সমগ্র উত্তর খুলনা এলাকায় জুড়ে যুদ্ধ পরিচালনা করে এবং পাকবাহিনী যুদ্ধের ৯ মাসে তাদের মূলঘাটি পাতলা ক্যাম্প কখনো দখল করতে পারেনি।
শিক্ষা
[সম্পাদনা]এই উপজেলার শিক্ষার হার শতকরা ৬৫ জন (আদমশুমারী ২০২২ অনুযায়ী)। শিক্ষার হার পুরুষ ৪৯.৯% এবং নারী ৪৭%। তেরখাদা উপজেলায়
- প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৯৫ টি
- মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ১৬ টি
- কলেজ ৪ টি
- মাদ্রাসা ১৪ টি।
নদ-নদী
[সম্পাদনা]তেরখাদা উপজেলায় রয়েছে ২টি নদী।
নদী ২টির নাম হল :
অর্থনীতি
[সম্পাদনা]এখানকার অধিকাংশ মানুষ কৃষিজীবী। প্রধান কৃষি পণ্য ধান, পাট, আখ, গম ও তিল। অতীতে ভুতিয়ার বিলে পানি নিষ্কাশনে সমস্যা থাকায় কৃষিকাজ ব্যাহত হতো। পরবর্তীতে তেরখাদা উপজেলা দিয়ে প্রবাহিত নদী খনন করার কারণে উৎপাদন বৃদ্ধি পায়।
এক নজরে তেরখাদা উপজেলা
[সম্পাদনা]জেলা খুলনা
উপজেলা তেরখাদা সীমানা জেলা সদর হতে দূরত্ব ২৪ কি:মি: আয়তন ১৮৬.৫৪বর্গ কিলোমিটার জনসংখ্যা ১,১৮,৮৫৪ জন (প্রায়)
পুরুষ ৬২,১২১ জন (প্রায়) মহিলা ৫৬,৭৩৩ জন (প্রায়)
লোক সংখ্যার ঘনত্ব ৬৩৭ (প্রতি বর্গ কিলোমিটারে)
মোট পরিবার(খানা) ২৬,৩০৪টি
নির্বাচনী এলাকা ১০৪ খুলনা(তরেখাদা)
গ্রাম ১০০ টি
মৌজা ৩৩ টি
ইউনিয়ন ০৬ টি
মসজিদ ৪৭১ টি মন্দির ২৭ টি নদ-নদী ২ টি (গোমতী ও বুড়ি) হাট-বাজার ০৮টি ব্যাংক শাখা ১০ টি পোস্ট অফিস/সাব পোঃ অফিস ৩৬ টি টেলিফোন এক্সচেঞ্জ ০১ টি ক্ষুদ্র কুটির শিল্প ৭৮১ টি বৃহৎ শিল্প ০৩ টি
কৃষি সংক্রান্ত মোট জমির পরিমাণ ২৩,৮৩৪ হেক্টর নীট ফসলী জমি ১৬,৫০০ হেক্টর মোট ফসলী জমি ৩৯,১০৩ হেক্টর এক ফসলী জমি ৩,০১৫ হেক্টর দুই ফসলী জমি ৪,৩৬৭ হেক্টর তিন ফসলী জমি ৯,১১৮ হেক্টর গভীর নলকূপ ১২৩ টি অ-গভীর নলকূপ ২,৪২৩ টি শক্তি চালিত পাম্প ৪৮৮ টি বস্নক সংখ্যা ৫৪ টি বাৎসরিক খাদ্য চাহিদা ৭৮,২৬৭ মেঃ টন নলকূপের সংখ্যা ৪,২৭৬ টি
শিক্ষা সংক্রান্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫৩ টি বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪৬ টি মাধ্যমিক বিদ্যালয় ১৬টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ০২ টি উচ্চ বিদ্যালয়(সহশিক্ষা ০৩ টি উচ্চ বিদ্যালয়(বালিকা) ০১ টি দাখিল মাদ্রাসা ০৬ টি আলিম মাদ্রাসা ০১টি ফাজিল মাদ্রাসা -- টি কামিল মাদ্রাসা ০২ টি কলেজ(সহপাঠ) -- টি
শিক্ষার হার ৬৫%
স্বাস্থ্য সংক্রান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ০১ টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ১৬ টি বেডের সংখ্যা ৫০ টি ডাক্তারের মঞ্জুরীকৃত পদ সংখ্যা ৩৭ টি কর্মরত ডাক্তারের সংখ্যা ইউএইচসি ১৭, ইউনিয়ন পর্যায়ে ১৬, ইউএইচএফপিও ১টি মোট= ৩৪ টি সিনিয়র নার্স সংখ্যা ১৫ জন। কর্মরত=১৩ জন সহকারী নার্স সংখ্যা ০১ জন
ভূমি ও রাজস্ব সংক্রান্ত মৌজা ১৪২ টি ইউনিয়ন ভূমি অফিস ১৫ টি পৌর ভূমি অফিস ০১ টি মোট খাস জমি ১৬৯০.৬১ একর কৃষি ১৬৭.৩৯ একর অকৃষি ১৫২৩.২২ একর বন্দোবস্তযোগ্য কৃষি ১৪.৭১ একর (কৃষি) বাৎসরিক ভূমি উন্নয়ন কর(দাবী) সাধারণ=৩৮,৬০,২৮০/- সংস্থা = ১,৮৮,০৪,৭৪৭/- বাৎসরিক ভূমি উন্নয়ন কর(আদায়) সাধারণ=২৭,৩১২/- জুলাই মাসে আদায় সংস্থা = জুলাই মাসে আদায় নেই হাট-বাজারের সংখ্যা ৩৪ টি
যোগাযোগ সংক্রান্ত পাকা রাস্তা ১৪৭.০০ কি.মি. অর্ধ পাকা রাস্তা ৮.০০ কি.মি. কাঁচা রাস্তা ৩৩৪ কি.মি. ব্রীজ/কালভার্টের সংখ্যা ৪৬৬ টি নদীর সংখ্যা ০২ টি
পরিবার পরিকল্পনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ১১ টি পরিবার পরিকল্পনা ক্লিনিক ০১ টি এম.সি.এইচ. ইউনিট ০১ টি সক্ষম দম্পতির সংখ্যা ৮৪,৮৩৩ জন
মৎস্য সংক্রান্ত পুকুরের সংখ্যা ৭,৪৫৪ টি মৎস্য বীজ উৎপাদন খামার সরকারী ০১ টি মৎস্য বীজ উৎপাদন খামার বে-সরকারী ০৬ টি বাৎসরিক মৎস্য চাহিদা ৬,১৮০ মেঃ টন বাৎসরিক মৎস্য উৎপাদন ৫,৫১৩ মেঃ টন
প্রাণি সম্পদ উপজেলা পশু চিকিৎসা কেন্দ্র ০১ টি পশু ডাক্তারের সংখ্যা ০২ জন কৃত্রিম প্রজনন কেন্দ্র ০১ টি পয়েন্টের সংখ্যা ০৩ টি উন্নত মুরগীর খামারের সংখ্যা ১১ টি লেয়ার ৮০০ মুরগীর ঊর্ধ্বে· ১০-৪৯ টি মুরগী আছে, এরূপ খামার অসংখ্য গবাদির পশুর খামার ২২ টি ব্রয়লার মুরগীর খামার ৯৬ টি
সমবায় সংক্রান্ত কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ০১ টি মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিঃ ০২ টি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ ১৫ টি বহুমুখী সমবায় সমিতি লিঃ ১০৯ টি মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ ৩৭ টি যুব সমবায় সমিতি লিঃ ১১ টি আশ্রয়ন/আবাসন বহুমুখী সমবায় সমিতি ০৫ টি কৃষক সমবায় সমিতি লিঃ ১২০ টি পুরুষ বিত্তহীন সমবায় সমিতি লিঃ ০৬ টি মহিলা বিত্তহীন সমবায় সমিতি লিঃ ০৭ টি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ ০২ টি অন্যান্য সমবায় সমিতি লিঃ ০৫ টি চালক সমবায় সমিতি ৩ টি
হাট-বাজার
[সম্পাদনা]খুলনা জেলাধীন তেরখাদা উপজেলার উল্লেখ্যযোগ্য বাজার গুলোর নাম নিচে দেওয়া হলঃ
- কাটেংগা বাজার , তেরখাদা, খুলনা।
- জয়সেনা বাজার, তেরখাদা, খুলনা।
- তেরখাদা বাজার, তেরখাদা, খুলনা।
- আটলিয়া বাজার, তেরখাদা, খুলনা।
- পাতলা বাজার, তেরখাদা, খুলনা।
- বলর্দ্ধনা বাজার, তেরখাদা, খুলনা।
- সাচিয়াদহ বাজার, তেরখাদা, খুলনা।
- নেবুদিয়া বাজার, তেরখাদা, খুলনা।
- আড়কান্দি বাজার, তেরখাদা, খুলনা।
- হাড়িখালী বাজার, তেরখাদা, খুলনা।
- ছাগলাদাহ বাজার, তেরখাদা, খুলনা।
- শেখপুরা বাজার, তেরখাদা, খুলনা।
- মল্লিকপুর-মোকামপুর বাজার, তেরখাদা, খুলনা।
- কোলা বাজার, তেরখাদা, খুলনা।
- বিলদুড়িয়া বাজার, তেরখাদা, খুলনা।
- বারাসাত আবুল বাজার, তেরখাদা, খুলনা।
- বরইতলা বাজার, তেরখাদা, খুলনা ।
- নাচুনিয়া বাজার, তেরখাতা, খুলনা।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]- কাজী ইমদাদুল হক
- প্রফুল্ল চন্দ্র রায় - রসায়নবিদ
- কৃষ্ণচন্দ্র মজুমদার - কবি ও শিক্ষাবিদ
- শচীন্দ্র নাথ সেনগুপ্ত - রাজনীতি সচেতন নাট্যকার
- যূথিকা রায় - সংগীতশিল্পী
- আব্দুল জব্বার - বিশিষ্ট আইনজীবী
- গাজী শামছুর রহমান
- আবুল কাশেম - বহু গ্নন্থের প্রণেতা
- মানকুমারী বসু - কবি ও সাহিত্যিক
- ব্রজলাল শাস্ত্রী - খুলনা জেলায় প্রথম কলেজ প্রতিষ্ঠকারী
- প্রফুল্ল চন্দ্র সেন - পশ্চিম বঙ্গের সাবেক মূখ্যমন্ত্রী
- মশিউর রহমান - মাননীয় প্রধান মন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা
- বেগম মন্নুজান সুফিয়ান - সাংসদ
- তালুকদার আব্দুল খালেক - মননীয় মেয়র, খুলনা সিটি কর্পোরেশন
- আবদুর রাজ্জাক - সাবেক স্পীকার
- শৈলেন্দ্রনাথ ঘোষ - শিক্ষানুরাগী
- আইনুন নিশাত - বিশিষ্ট পানি বিজ্ঞানী
- সৈয়দ এনায়েত আলী শাহ - সাবেক জাতীয় পরিষদ সদস্য
- সালাহ উদ্দিন ইউসুফ - সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মস্ত্রী
- এ এইচ দেলদার আহমেদ - সাবেক কেন্দ্রীয় সরকারের খাদ্য মন্ত্রী
- মঞ্জুরুল ইমাম - রাজনীতিবিদ
- এম নুরুল ইসলাম - রাজনীতিবিদ
- আবদুস সালাম মুর্শেদী - সাংসদ
- শেখ মোহাম্মদ আসলাম - ফুটবলার
- আবুল কালাম আজাদ - মিঃ বাংলাদেশ
- আবদুল হালিম - ভাষা সৈনিক
- রতন সেন - রাজনীতিবীদ
- হাসান হাফিজুর রহমান
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে তেরখাদা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারী ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ১৩ নভেম্বর ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৪।
- ↑ ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৩৮৯, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯।
- ↑ মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ৬০৯। আইএসবিএন 984-70120-0436-4।
বহিঃসংযোগ
[সম্পাদনা]খুলনা বিভাগের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |