জয়নগর ইউনিয়ন, কালিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জয়নগর ইউনিয়ন
ইউনিয়ন
জয়নগর ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলানড়াইল জেলা
উপজেলাকালিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৯১.৯২ বর্গকিমি (৩৫.৪৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৪,০৯২
 • জনঘনত্ব১৫০/বর্গকিমি (৪০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটjaynagorup.narail.gov.bd

জয়নগর ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের নড়াইল জেলার কালিয়া উপজেলার একটি প্রশাসনিক অঞ্চল।[১] এটি (৩১.৬৩ বর্গ কি:মি:) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ১৪,০৯২ জন।[২]

ভৌগোলিক অবস্থান[সম্পাদনা]

ভৌগোলিক অবস্থান অনুযায়ী ইউনিয়নটির দক্ষিণ কোনে অবস্থিত উত্তরে মধুমতি নদী, পূর্ব মধুমতী নদী ও বাঐসোনা ইউনিয়ন এবং দক্ষিণে সালামাবাদ ইউনিয়ন এবং কলাবাড়ীয়া ইউনিয়ন ও পশ্চিমে খাশিয়াল ইউনিয়ন অবস্থিত ।

গ্রামসমূহ[সম্পাদনা]

  1. গাছবাড়ীয়া
  2. রামপুরা
  3. নয়নপুর
  4. নড়াগাতী
  5. জয়নগর
  6. ডুমরিয়া
  7. দুলালগাতী
  8. কামসিয়া
  9. তেবাড়িয়া
  10. দেবদুন
  11. পদুমা
  12. ভাউড়িরচর
  13. ঘড়িভাঙ্গা
  14. পানিপাড়া
  15. চর শুকতাইল
  16. কেশবপুর
  17. চর ঘেনাশুর

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "জয়নগর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৫ 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬