নদনা ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৩°৩′৪১″ উত্তর ৯১°৩′৫২″ পূর্ব / ২৩.০৬১৩৯° উত্তর ৯১.০৬৪৪৪° পূর্ব / 23.06139; 91.06444
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নদনা
ইউনিয়ন
২নং নদনা ইউনিয়ন পরিষদ
প্রাতিষ্ঠানিক লোগো
প্রাতিষ্ঠানিক লোগো
নদনা চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
নদনা
নদনা
নদনা বাংলাদেশ-এ অবস্থিত
নদনা
নদনা
বাংলাদেশে নদনা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৩′৪১″ উত্তর ৯১°৩′৫২″ পূর্ব / ২৩.০৬১৩৯° উত্তর ৯১.০৬৪৪৪° পূর্ব / 23.06139; 91.06444 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাসোনাইমুড়ি উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আসন২৬৮ নোয়াখালী-১
সরকার
 • চেয়ারম্যানহারুন অর রশিদ (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট১৯.৮০ বর্গকিমি (৭.৬৪ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩২,০৬১
 • জনঘনত্ব১,৬০০/বর্গকিমি (৪,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬১.৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮৩৯ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

নদনা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত সোনাইমুড়ি উপজেলার একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

নদনা ইউনিয়নের আয়তন ১৯.৮০ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নদনা ইউনিয়নের জনসংখ্যা ৩২,০৬১ জন।

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

সোনাইমুড়ি উপজেলার উত্তরাংশে নদনা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে জয়াগ ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে দেওটি ইউনিয়ন, দক্ষিণে সোনাপুর ইউনিয়নবজরা ইউনিয়ন, পূর্বে সোনাইমুড়ি পৌরসভাচাষীরহাট ইউনিয়ন এবং উত্তরে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নসরসপুর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

নদনা ইউনিয়ন সোনাইমুড়ি উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সোনাইমুড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৮নং নির্বাচনী এলাকা নোয়াখালী-১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • বগাবাড়ীয়া
  • বোরপিট
  • দেবপুর
  • গজারিয়া
  • হরিহাস
  • হাটগাঁও
  • জগজীবনপুর
  • কালুয়াই
  • মানিকপুর
  • পাঁচবাড়ীয়া
  • রমাপুর
  • শাকতলা
  • শিবপুর

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নদনা ইউনিয়নের স্বাক্ষরতার হার ৬১.৪%।[১] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদরাসা এবং ১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

প্রাথমিক বিদ্যালয়[২]

  1. দক্ষিণ শাকতলা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. শাকতলা আছিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. জগজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. নিলামহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. পাঁচবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  6. দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  7. হাটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
  8. নদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  9. কালুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়
  10. বোরপিট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  11. দক্ষিণ হাটগাঁও রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  12. গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  13. বড়গাঁও ইসলামিয়া (বদীউল আলম সাহেব হুজুরের )মাদ্রাসা, শাকতলা।
  14. পাঁচবাড়িয়া আহমদীয়া এতিমখানা।
  15. কালুয়াই মাদানিয়া মাদ্রাসা।
  16. গজারিয়া তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা, গজারিয়া।
  17. উত্তর শাকতলা তালিমুল কোরআন মাদ্রাসা ,নদনা।
  18. মারকাজ হামজা মাদ্রাসা,শাকতলা।
  19. বোরপিট ইবতেদাইয়া মাদ্রাসা।
  20. শাকতলা সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা।
  21. আবুবকর মাদ্রাসা বাগাবাড়িআ।
  22. কালুয়াই মোহাম্মদিয়া মাদ্রাসা।
  23. পাঁচবাড়িয়া মধ্যপাড়া নূরানী তালিমুল কোরআন মাদ্রাসা।
  24. কালুয়াই আশরাফিয়া মাদ্রাসা।
  25. দক্ষিণ কালুয়াই আল রাহাত মাদ্রাসা।

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

  • রফিক উল্যা মাস্টার

সদস্য, প্রাদেশিক পরিষদ

  • লেফটেন্যান্ট কর্ণেল তৌহিদুল ইসলাম

অধিনায়ক, ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন

  • ফখরুল আহসান

সাবেক ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক

  • মাওলানা বদিউল আলম সাহেব,

প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লী, বড়গাঁও ইসলামিয়া মাদ্রাসা , নদনা সোনাইমুড়ি নোয়াখালী।

  • মাওলানা ফজলুল হক কাদেরী।
  • মাওলানা আলী হোসাইন সাহেব।
  • মুফতি নাসরুল্লাহ সাহেব।
  • মোহাম্মাদ উল্লাহর চেয়ারম্যান।
  • কুতুব উদ্দিন সানি
  • তোরাব আলী চেয়ারম্যান।
  • আহসানুল্লাহ চেয়ারম্যান ।
  • মাস্টার নুরুল হক সাহেব।
  • মাস্টার আজিজুর রহমান।
  • মাস্টার বেলায়েত হোসেন।
  • ডাইরেক্টর মোজাম্মেল।
  • কলিমুল্লাহ সাহেব।
  • আফম বাবু চেয়ারম্যান।
  • খন্দকার জামিল উদ্দিন

চেয়ারম্যান, শান্তা গ্রুপ।

  • বিডিআর শাহাজান।
  • অ্যাডভোকেট মামুনুর রশিদ।
  • ইসরাইল চৌধুরী।
  • দুলা মিয়া পাটোয়ারী।

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

সোনাইমুড়ী উপজেলা হতে সিএনজি অথবা বাস যোগে গজারিয়া থেকে নিলাম হাট হয়ে উত্তর দিকে আসলেই ইউপি কমপ্লেক্স দেখা যাবে।

খাল ও নদী[সম্পাদনা]

খাল ও নদীর তালিকা[৩]

  • সোনাইমুড়ী-নদনা সংযোগ খাল
  • নদনা-গজারিয়া সংযোগ খাল
  • নদনা-জয়াগ সংযোগ খাল

হাট-বাজার[সম্পাদনা]

হাট-বাজারের তালিকা[৪]

  • কালিকাপুর বাজার
  • নিলামহাট বাজার
  • বাংলা বাজার
  • শিবপুর বাজার

== দর্শনীয় স্থান। মাওলানা বদিউল আলম সাহেব(বড় হুজুর)এর প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মাদ্রাসা বড়গাঁও ইসলামিয়া মাদ্রাসা

জনপ্রতিনিধি[সম্পাদনা]

বর্তমান পরিষদ[৫]

নাম পদবি নির্বাচিত এলাকা
হারুন অর রশিদ[৬] চেয়ারম্যান
রফিকুল ইসলাম সাধারণ সদস্য ০১নং ওয়ার্ড
মোঃ মোশারফ হোসেন সাধারণ সদস্য ০২নং ওয়ার্ড
মোঃ স্বপন সাধারণ সদস্য ০৩নং ওয়ার্ড
আলমগীর হোসেন সাধারণ সদস্য ০৪নং ওয়ার্ড
মোহাম্মদ আফসার উদ্দিন সাধারণ সদস্য ০৫নং ওয়ার্ড
মোঃ ছিদ্দিক উল্যাহ সাধারণ সদস্য ০৬নং ওয়ার্ড
মাহিন উদ্দিন সাধারণ সদস্য ০৭নং ওয়ার্ড
আজগর হোসেন সাধারণ সদস্য ০৮নং ওয়ার্ড
মোঃ হারুন সাধারণ সদস্য ০৯নং ওয়ার্ড
খোদেজা আক্তার সংরক্ষিত মহিলা সদস্য ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড
বিলকিছ আক্তার সংরক্ষিত মহিলা সদস্য ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড
খোদেজা আক্তার সংরক্ষিত মহিলা সদস্য ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 
  2. "প্রাথমিক বিদ্যালয়সমূহ, নদনা ইউনিয়ন"dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 
  3. "খাল ও নদী, নদনা ইউনিয়ন"nodonaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 
  4. "হাট-বাজারের তালিকা, নদনা ইউনিয়ন"nodonaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 
  5. "বর্তমান পরিষদ, নদনা ইউনিয়ন" (পিডিএফ)ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 
  6. "চেয়ারম্যান, নদনা ইউনিয়ন"nodonaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]