চর পার্বতী ইউনিয়ন
চর পার্বতী | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে চর পার্বতী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫২′২১″ উত্তর ৯১°১৬′৩৪″ পূর্ব / ২২.৮৭২৫০° উত্তর ৯১.২৭৬১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | কোম্পানীগঞ্জ উপজেলা, নোয়াখালী ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোজাম্মেল হোসেন কামরুল |
আয়তন | |
• মোট | ১৭.৬০ বর্গকিমি (৬.৮০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫০,০০০ |
• জনঘনত্ব | ২,৮০০/বর্গকিমি (৭,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৫০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
চর পার্বতী বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন[সম্পাদনা]
চর পার্বতী ইউনিয়নের আয়তন ১৭.৬০ বর্গ কিলোমিটার।[১]
জনসংখ্যা[সম্পাদনা]
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী চর পার্বতী ইউনিয়নের লোকসংখ্যা প্রায় ৫০ হাজার।[২]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর-পূর্বাংশে চর পার্বতী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তর-পশ্চিমে সিরাজপুর ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে বসুরহাট পৌরসভা, দক্ষিণে চর হাজারী ইউনিয়ন, পূর্বে ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়ন ও বগাদানা ইউনিয়ন এবং উত্তরে ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়ন ও দাগনভূঞা উপজেলার দাগনভূঞা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
চর পার্বতী ইউনিয়ন কোম্পানীগঞ্জ উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কোম্পানীগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭২নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
এখানে রয়েছে প্রাক-প্রাথমিক,প্রাথমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- কলেজ
- চৌধুরীহাট ডিগ্রী কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- আছিয়া কার্মেন বালিকা উচ্চ বিদ্যালয়
- কদমতলা এস সি উচ্চ বিদ্যালয়
- চর পার্বতী মেহেরুন্নিসা উচ্চ বিদ্যালয়
- চৌধুরীহাট বি জামান উচ্চ বিদ্যালয়
- নূরজাহান আজমত চৌধুরাণী বালিকা উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা
- বড় হাফেজ সাহেবের বাড়ি মাদ্রাসা
- চৌধুরীহাট এন্তাজিয়া ইসলামিয়া মডেল দাখিল মাদ্রাসা
- পূর্ব চর পার্বতী মদিনাতুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- আল-আমিন মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর চর পার্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর পূর্ব চর পার্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চর পার্বতী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চর পার্বতী পাঠানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চর পার্বতী রহিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চর পার্বতী হাজী সালামত উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চৌধুরীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব চর পার্বতী জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য চর পার্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মমতাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- চৌধুরীহাট আইডিয়াল স্কুল
- চৌধুরীহাট বিদ্যা নিকেতন
- বায়তুশ শরফ আল আমিন ইসলামি একডেমী
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
যোগাযোগ ব্যবস্থা উন্নতই বলা যায়। অধিকাংশ প্রধান সড়কই পাকা। সি এন জি, রিক্সা,অটোরিক্সা,মাইক্রোবাস নিয়মিত চলাচল করে।
খাল ও নদী[সম্পাদনা]
ছোট ফেনী নদী
হাট-বাজার[সম্পাদনা]
চর পার্বতী ইউনিয়নে বাজার সমূহের মধ্যে সবচেয়ে বড় 'বজুমিঞা চৌধুরীহাট' এটি অত্র ইউনিয়নের মধ্য-উত্তর ভাগে অবস্থিত। অত্র বাজারে প্রায় ১হাজার ১২ শত ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান অবস্থিত।
'কদমতলা বাজার' অত্র বাজারটি চর পার্বতী ইউনিয়নের দ্বিতীয় বৃহত বাজার।
বড় হাফেজ সাহেবের বাড়িকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে "ঘোড়ার টেক"। যা বর্তমানে হাফেজিয়া পাড়া নামে পরিচিত।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
ছোট ফেনী নদী, মৌলভী বাজার নতুন বেড়ী বাঁধ, পুরাতন স্লুইস গেট, কাজির হাট ঘাঁট।
বিখ্যাত ধর্মীয় স্থান[সম্পাদনা]
চর পার্বতী গ্রামের সবচেয়ে বিখ্যাত ধর্মীয় স্থান হল "বড় হাফেজ সাহেবের বাড়ি" যা পুরো অঞ্চলে এক নামে পরিচিত। এখানে রয়েছে বড় হাফেজ নামে সুপরিচিত বিখ্যাত সুফি হযরত আমজাদ হোসেনের কবর। দূর দূরান্ত থেকে ধর্ম পড়ান মানুষকবর জিয়ারত করতে এখানে আসে। তিনি উপমহাদেশের ইসলাম প্রচারক হিসেবে বাংলাদেশে আসে এবং এখানে বসতি স্থাপন শুরু করে পুরো অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করেন। ব্রিটিশ শাসনামলে ততকালীন জমিদার হাতি নিয়ে খাজনা আদায় করতে বড় হাফেজের সামনে এলে হাতি তার সামনে লুটিয়ে পড়ে বলে কথিত আছে।
জনপ্রতিনিধি[সম্পাদনা]
- বর্তমান চেয়ারম্যান: মোজাম্মেল হোসেন কামরুল
আরো দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। "এক নজরে চরপার্বতী ইউনিয়ন"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৮ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৮।
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। "এক নজরে চরপার্বতী ইউনিয়ন"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৮ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৮।
- ↑ "কলেজ | চরপার্বতী ইউনিয়ন | চরপার্বতী ইউনিয়ন" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-১৯।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় | চরপার্বতী ইউনিয়ন | চরপার্বতী ইউনিয়ন" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-১৯।
- ↑ "মাদ্রাসা | চরপার্বতী ইউনিয়ন | চরপার্বতী ইউনিয়ন" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-১৯।
- ↑ "প্রাথমিকবিদ্যালয় | চরপার্বতী ইউনিয়ন | চরপার্বতী ইউনিয়ন" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-১৯।
- ↑ "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় | চরপার্বতী ইউনিয়ন | চরপার্বতী ইউনিয়ন" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-১৯।
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |