আলাইয়ারপুর ইউনিয়ন

স্থানাঙ্ক: ২২°৫৫′১৫″ উত্তর ৯১°০′২″ পূর্ব / ২২.৯২০৮৩° উত্তর ৯১.০০০৫৬° পূর্ব / 22.92083; 91.00056
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলাইয়ারপুর
ইউনিয়ন
৪নং আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদ
আলাইয়ারপুর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
আলাইয়ারপুর
আলাইয়ারপুর
আলাইয়ারপুর বাংলাদেশ-এ অবস্থিত
আলাইয়ারপুর
আলাইয়ারপুর
বাংলাদেশে আলাইয়ারপুর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৫′১৫″ উত্তর ৯১°০′২″ পূর্ব / ২২.৯২০৮৩° উত্তর ৯১.০০০৫৬° পূর্ব / 22.92083; 91.00056 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাবেগমগঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোঃ গিয়াস উদ্দিন পাটোয়ারী (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট১৫.৮০ বর্গকিমি (৬.১০ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩৩,৭৯১
 • জনঘনত্ব২,১০০/বর্গকিমি (৫,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৭.৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮৩১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আলাইয়ারপুর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত বেগমগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

আলাইয়ারপুর ইউনিয়নের আয়তন ১৫.৮০ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আলাইয়ারপুর ইউনিয়নের জনসংখ্যা ৩৩,৭৯১ জন।

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

বেগমগঞ্জ উপজেলার পশ্চিমাংশে আলাইয়ারপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে আমানউল্যাপুর ইউনিয়ন, পূর্বে জিরতলী ইউনিয়ন, দক্ষিণে ছয়ানী ইউনিয়ন এবং পশ্চিমে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার চর শাহী ইউনিয়নচন্দ্রগঞ্জ ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

আলাইয়ারপুর ইউনিয়ন বেগমগঞ্জ উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বেগমগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭০নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • আলাইয়ারপুর
  • আমানউল্যাপুর
  • আত্মারামপুর
  • বাহাদুরপুর
  • বালু চর
  • চর মেহেদী
  • বড় নেওয়াজপুর
  • ভবভদ্রী
  • ছাওপল্লী
  • দেবধীপুর
  • ধীতপুর
  • দোয়ালিয়া বাজার
  • একাব্বরপুর
  • এনায়েত নগর
  • হরিবল্লভপুর
  • জগদীশপুর
  • কোরেশপুর
  • ছোট কালিকাপুর
  • ছোট সোনাইমুড়ী
  • মাসাকপুর
  • মোলায়েমপুর
  • নারায়ণপুর
  • দক্ষিণ অভিরামপুর
  • দমনপুর
  • দক্ষিণ হিরাপুর
  • দক্ষিণ কুতুবপুর
  • দক্ষিণ মিয়াপুর
  • দক্ষিণ রামপুর
  • সুজায়েতপুর
  • সুলতানপুর

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আলাইয়ারপুর ইউনিয়নের স্বাক্ষরতার হার ৫৭.৬%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদরাসা এবং ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

মাধ্যমিক বিদ্যালয়[২]

প্রাথমিক বিদ্যালয়[৩]

  • দক্ষিণ মিয়াপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হীরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হরিবল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধীতপুর জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আলাইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • একাব্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বালুচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধীতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দোয়ালিয়া বাজার রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বালুচরা সমাজকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়

== উল্লেখযোগ্য ব্যক্তি == কাজি মাওলানা জয়নুল আবেদিন কাজি ৪নং আলাইয়ার পুর ইউনিয়ন

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

বেগমগঞ্জ উপজেলা থেকে সিএনজি, অটোরিকশা যোগে সহজেই আলাইয়ারপুর ইউনিয়ন কমপ্লেক্সে আসা যায়।

হাট-বাজার[সম্পাদনা]

হাট-বাজারের তালিকা[৪]

  • সুলতানপুর বাজার
  • আলাইয়ারপুর বাজার
  • চন্দ্রগঞ্জ পূর্ববাজার

দর্শনীয় স্থান[সম্পাদনা]

  • ডাক তার বাড়ি দরজা জামে মসজিদ

জনপ্রতিনিধি[সম্পাদনা]

বর্তমান পরিষদ

নাম পদবি নির্বাচিত এলাকা
মোঃ গিয়াস উদ্দিন চেয়ারম্যান
মোঃ কামরুল হাসান সাধারণ সদস্য ০১নং ওয়ার্ড
মোঃ সাইফুল ইসলাম সাধারণ সদস্য ০২নং ওয়ার্ড
মোফাচ্ছের হোসেন মুসু সাধারণ সদস্য ০৩নং ওয়ার্ড
মোঃ ইয়াছিন আরাফাত সাধারণ সদস্য ০৪নং ওয়ার্ড
আবদুল কাদের সাধারণ সদস্য ০৫নং ওয়ার্ড
আবদুল কাদের সাধারণ সদস্য ০৬নং ওয়ার্ড
মোঃ ইকবাল হোসেন সাধারণ সদস্য ০৭নং ওয়ার্ড
মোঃ মোরশেদ আলম সাধারণ সদস্য ০৮নং ওয়ার্ড
ওসমান গনি সাধারণ সদস্য ০৯নং ওয়ার্ড
শিল্পী আক্তার সংরক্ষিত মহিলা সদস্য ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড
ফাতেমা বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড
মনোয়ারা বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  2. "মাধ্যমিক বিদ্যালয়, আমানউল্যাপুর ইউনিয়ন"banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-১২ 
  3. "প্রাথমিক বিদ্যালয়সমূহ, আলাইয়ারপুর ইউনিয়ন"dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  4. "হাট-বাজারের তালিকা, আলাইয়ারপুর ইউনিয়ন"alyearpurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]