পূর্ব চর বাটা ইউনিয়ন
পূর্ব চর বাটা | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে পূর্ব চর বাটা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩৬′১৩″ উত্তর ৯১°১০′২৪″ পূর্ব / ২২.৬০৩৬১° উত্তর ৯১.১৭৩৩৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | সুবর্ণচর উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | আবুল বাশার মঞ্জু (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ৫০.৭০ বর্গকিমি (১৯.৫৮ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩৫,৭২৩ |
• জনঘনত্ব | ৭০০/বর্গকিমি (১,৮০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৬.৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮১২ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
পূর্ব চর বাটা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত সুবর্ণচর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]পূর্ব চর বাটা ইউনিয়নের আয়তন ৫০.৭০ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পূর্ব চর বাটা ইউনিয়নের জনসংখ্যা ৩৫,৭২৩ জন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]সুবর্ণচর উপজেলার দক্ষিণাংশে পূর্ব চর বাটা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে ও পশ্চিমে চর বাটা ইউনিয়ন উত্তরে চর আমানউল্যা ইউনিয়ন এবং দক্ষিণে ও পূর্বে চর ক্লার্ক ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]পূর্ব চর বাটা ইউনিয়ন সুবর্ণচর উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চর জব্বর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭১নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- চর মজিদ
- পূর্ব চর মজিদ
- চর নাঙ্গলিয়া
- দক্ষিণ চর মজিদ
- হাজীপুর
- মধ্য চর বাটা
- পূর্ব চর বাটা
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পূর্ব চর বাটা ইউনিয়নের স্বাক্ষরতার হার ৩৬.৫%।[১] এ ইউনিয়নে ১টি স্কুল ও কলেজ, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা এবং ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]স্কুল ও কলেজ[২]
- পূর্ব চর বাটা উচ্চ বিদ্যালয় ও কলেজ
মাদ্রাসা[৩]
- চর বাটা ইসমাইলিয়া ফাযিল মাদ্রাসা
- আনছার মিয়ার হাট দাখিল মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়[৪]
- চর বাটা আর জি উচ্চ বিদ্যালয়
- যোবায়ের বাজার উচ্চ বিদ্যালয়
- ছমির হাট বালিকা উচ্চ বিদ্যালয়
- রেণু মিয়ার বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়[৫]
- ছমির হাট হাজি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ চরবাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চরবাটা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্বচর মজিদ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- চর মজিদ যোবায়ের মিয়ারহাট রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব চরবাটা রেডক্রিসেন্ট রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- চরবাটা হাবিবিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- চরবাটা দক্ষিণ-পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ চর মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব চর মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]সুবর্ণচর উপজেলা থেকে থেকে বাস বা সিএনজি যোগে খাসের হাট অথবা লন্ডনি চৌরাস্তা হয়ে আনছারমিয়ার হাট বাজার আসলেই পূর্ব চর বাটা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স দেখা যাবে।
খাল ও নদী
[সম্পাদনা]হাট-বাজার
[সম্পাদনা]হাট-বাজারের তালিকা[৬]
- চর বাটা ছমির হাট
- সাহেবের হাট
- আনছার মিয়ার হাট
- আবুল বাশার মঞ্জু চেয়ারম্যান বাজার
- চর মজিদ যোবায়েদ মিয়ার বাজার
- পূর্ব চর মজিদ সেলিম চেয়ারম্যান বাজার
- রেণু মিয়ার বাজার
- শান্তির হাট বাজার
- স্লুইসগেট মার্কেট
- হাবিবিয়া মার্কেট
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- তানিশা প্রজেক্ট
- জনতার ঘাট
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান পরিষদ[৭]
নাম | পদবি | নির্বাচিত এলাকা |
---|---|---|
আবুল বাশার মঞ্জু[৮] | চেয়ারম্যান | |
মোঃ জামাল উদ্দীন | সাধারণ সদস্য | ০১নং ওয়ার্ড |
খবির আহাম্মদ | সাধারণ সদস্য | ০২নং ওয়ার্ড |
মোঃ শাহ আলম সিদ্দিকী | সাধারণ সদস্য | ০৩নং ওয়ার্ড |
ইয়াছিন | সাধারণ সদস্য | ০৪নং ওয়ার্ড |
মোহাম্মদ রফিক উল্যাহ | সাধারণ সদস্য | ০৫নং ওয়ার্ড |
মোঃ নুর নবী | সাধারণ সদস্য | ০৬নং ওয়ার্ড |
সাইফুল ইসলাম | সাধারণ সদস্য | ০৭নং ওয়ার্ড |
কেফায়েত উল্ল্যাহ | সাধারণ সদস্য | ০৮নং ওয়ার্ড |
মোঃ জাহাঙ্গীর আলম | সাধারণ সদস্য | ০৯নং ওয়ার্ড |
স্বপ্না রানী দাস | সংরক্ষিত মহিলা সদস্য | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
মারজান বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
আলেয়া বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।
- ↑ "স্কুল ও কলেজ, পূর্ব চর বাটা ইউনিয়ন"। banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।
- ↑ "মাদ্রাসা, পূর্ব চর বাটা ইউনিয়ন"। banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।
- ↑ "মাধ্যমিক বিদ্যালয়সমূহ, পূর্ব চর বাটা ইউনিয়ন"। banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়সমূহ, পূর্ব চর বাটা ইউনিয়ন"। dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।
- ↑ "হাট-বাজারের তালিকা, পূর্ব চর বাটা ইউনিয়ন"। eastcharbataup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।
- ↑ "বর্তমান পরিষদ, পূর্ব চর বাটা ইউনিয়ন" (পিডিএফ)। ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।
- ↑ "চেয়ারম্যান, পূর্ব চর বাটা ইউনিয়ন"। eastcharbataup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |