খিলপাড়া ইউনিয়ন
খিলপাড়া | |
---|---|
ইউনিয়ন | |
৯নং খিলপাড়া ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে খিলপাড়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°০′৪৭″ উত্তর ৯০°৫৮′৭″ পূর্ব / ২৩.০১৩০৬° উত্তর ৯০.৯৬৮৬১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | চাটখিল উপজেলা |
আয়তন | |
• মোট | ১৫.৩০ বর্গকিমি (৫.৯১ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৫,৫১৪ |
• জনঘনত্ব | ১,৭০০/বর্গকিমি (৪,৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬২.০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৭২ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
খিলপাড়া বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত চাটখিল উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]খিলপাড়া ইউনিয়নের আয়তন ১৫.৩০ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী খিলপাড়া ইউনিয়নের জনসংখ্যা ২৫,৫১৪ জন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]চাটখিল উপজেলার সর্ব-দক্ষিণে খিলপাড়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে রামনারায়ণপুর ইউনিয়ন, উত্তরে নোয়াখলা ইউনিয়ন, পূর্বে সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়ন ও আমিশাপাড়া ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়ন এবং দক্ষিণে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন ও উত্তর জয়পুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]খিলপাড়া ইউনিয়ন চাটখিল উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চাটখিল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৮নং নির্বাচনী এলাকা নোয়াখালী-১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- অমরপুর
- বাদুলি
- বালিয়াধর
- দেলিয়াই
- পূর্ব খিলপাড়া (খিলপাড়া)
- দত্তেরবাগ
- শ্রীরায়
- ছোট জীবনগর
- মর্য্যতপাড়া
- গোবিন্দপুর
- শিবপুর
- মান্দারীপুর
- মোল্লাপত্তন
- নাহারখিল
- লটপটিয়া
- উত্তর শংকরপুর (শংকরপুর)
- যাদুগঞ্জ
- খিরিহাটি
- দক্ষিণ শংকরপুর
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী খিলপাড়া ইউনিয়নের স্বাক্ষরতার হার ৬২.০%।[১] এ ইউনিয়নে ১টি কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদরাসা এবং ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]কলেজ[২]
- আবদুল ওয়াহাব ডিগ্রি কলেজ
মাধ্যমিক বিদ্যালয়
- খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়
- মল্লিকার দিঘীরপাড় উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়[৩]
- মল্লিকার দিঘীরপাড় রেজিস্টার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়
- অমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দেলিয়াই বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দেলিয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নাহারখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বালিয়াধর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দেলিয়াই বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দত্তেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শ্রীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব দেলিয়াই রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- প্রফেসর রুহুল আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাদুলী মোল্লাপত্তন সরকারি প্রাথমিক বিদ্যালয়
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- গাজী মাসীহুর রহমান
বেসরকারী হাসপাতাল
[সম্পাদনা]- ওয়াহাব তৈয়বা মেমোরিয়াল হাসপাতাল
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
[সম্পাদনা]- বিলকিস আক্তার (পরিবার কল্যাণ সহকারী)
- কামরুল আহসান (স্বাস্থ্য সহকারী)
সরকারী প্রতিষ্ঠান
[সম্পাদনা]- ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র,অমরপুর।
- ইসলামিক মিশন,শংকরপুর।
- উপসহকারী কৃষি কর্মকর্তার কার্যালয়,শংকরপুর।
- ৯ং খিলপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স
- পূর্ব খিলপাড়া কমিউনিটি ক্লিনিক
- দেলিয়াই কমিউনিটি ক্লিনিক
- নাহারখিল কমিউনিটি ক্লিনিক
- বিশেষ কমিউনিটি ক্লিনিক,খিলপাড়া।
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]চাটখিল উপজেলা হতে সিএনজি অথবা রিক্সা যোগে সহজেই ইউপি কমপ্লেক্সে আসা যায়।
খাল ও নদী
[সম্পাদনা]খাল ও নদীর তালিকা[৪]
- খিলপাড়া খাল
- শংকরপুর খাল
- বাদুলী খাল
- খিরিহাটি খাল
- মাহেন্দ্র খাল
- চৌমুহনী খাল
হাট-বাজার
[সম্পাদনা]হাট-বাজারের তালিকা[৫]
- খিলপাড়া বাজার
- মল্লিকার দিঘীরপাড় বাজার
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- সংযোগনন্দ গিরি স্মৃতি মন্দির
- হযরত কালাই শাহ (রঃ) এর মাজার
- শংকরপুর মুডি-পুকুর পাড় ভাঙ্গা রাস্তা (সড়ক নং: গ্রামীণ বি-৪৭৫১০৫১৮৮)
জনপ্রতিনিধি
[সম্পাদনা]সংসদ সদস্য
বর্তমান পরিষদ[৬]
নাম | পদবি | নির্বাচিত এলাকা |
---|---|---|
মোঃ আলমগীর হোসেন | চেয়ারম্যান | ৯নং খিলপাড়া ইউনিয়ন |
মোঃ মোস্তফা মোল্লা | সাধারণ সদস্য | ০১নং ওয়ার্ড |
মোঃ ফারুকের রহমান | সাধারণ সদস্য | ০২নং ওয়ার্ড |
ছিদ্দিক উল্যা | সাধারণ সদস্য | ০৩নং ওয়ার্ড |
সিরাজুল ইসলাম | সাধারণ সদস্য | ০৪নং ওয়ার্ড |
মোঃ জসিম উদ্দিন | সাধারণ সদস্য | ০৫নং ওয়ার্ড |
মোঃ মামুন রশিদ | সাধারণ সদস্য | ০৬নং ওয়ার্ড |
সাদ্দাম হোসেন | সাধারণ সদস্য | ০৭নং ওয়ার্ড |
মোঃ শাহজাহান | সাধারণ সদস্য | ০৮নং ওয়ার্ড |
মোঃ মামুনুর রশিদ | সাধারণ সদস্য | ০৯নং ওয়ার্ড |
আয়েশা আক্তার | সংরক্ষিত মহিলা সদস্য | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
নাজমা বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
মমতাজ বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড |
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা[৭]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | দারিকা নাথ চৌধুরী | |
০২ | ফজলুর রহমান | |
০৩ | মোঃ ইলিয়াছ | |
০৪ | মোঃ সুরুত মিয়া | |
০৫ | আবদুল ওয়াদুদ | |
০৬ | মোঃ হানিফ | |
০৭ | মোঃ মোখলেছুর রহমান | |
০৮ | মোঃ পেয়ার আহম্মদ | |
০৯ | মোঃ সাইফুল ইসলাম কিরণ | ২০০৩-২০১১ |
১০ | মোঃ আলমগীর হোসেন | ২০১১-বর্তমান |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- ↑ "কলেজ, খিলপাড়া ইউনিয়ন"। banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়সমূহ, খিলপাড়া ইউনিয়ন"। dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- ↑ "খাল ও নদী, খিলপাড়া ইউনিয়ন"। khilparaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- ↑ "হাট-বাজারের তালিকা, খিলপাড়া ইউনিয়ন"। khilparaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- ↑ "বর্তমান পরিষদ, খিলপাড়া ইউনিয়ন"। khilparaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- ↑ "প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ, খিলপাড়া ইউনিয়ন"। khilparaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।