বিষয়বস্তুতে চলুন

খিলপাড়া ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৩°০′৪৭″ উত্তর ৯০°৫৮′৭″ পূর্ব / ২৩.০১৩০৬° উত্তর ৯০.৯৬৮৬১° পূর্ব / 23.01306; 90.96861
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খিলপাড়া
ইউনিয়ন
৯নং খিলপাড়া ইউনিয়ন পরিষদ
খিলপাড়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
খিলপাড়া
খিলপাড়া
খিলপাড়া বাংলাদেশ-এ অবস্থিত
খিলপাড়া
খিলপাড়া
বাংলাদেশে খিলপাড়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°০′৪৭″ উত্তর ৯০°৫৮′৭″ পূর্ব / ২৩.০১৩০৬° উত্তর ৯০.৯৬৮৬১° পূর্ব / 23.01306; 90.96861 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাচাটখিল উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট১৫.৩০ বর্গকিমি (৫.৯১ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২৫,৫১৪
 • জনঘনত্ব১,৭০০/বর্গকিমি (৪,৩০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬২.০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮৭২ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

খিলপাড়া বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত চাটখিল উপজেলার একটি ইউনিয়ন

আয়তন

[সম্পাদনা]

খিলপাড়া ইউনিয়নের আয়তন ১৫.৩০ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী খিলপাড়া ইউনিয়নের জনসংখ্যা ২৫,৫১৪ জন।

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

চাটখিল উপজেলার সর্ব-দক্ষিণে খিলপাড়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে রামনারায়ণপুর ইউনিয়ন, উত্তরে নোয়াখলা ইউনিয়ন, পূর্বে সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নআমিশাপাড়া ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়ন এবং দক্ষিণে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নউত্তর জয়পুর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

খিলপাড়া ইউনিয়ন চাটখিল উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চাটখিল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৮নং নির্বাচনী এলাকা নোয়াখালী-১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • অমরপুর
  • বাদুলি
  • বালিয়াধর
  • দেলিয়াই
  • পূর্ব খিলপাড়া (খিলপাড়া)
  • দত্তেরবাগ
  • শ্রীরায়
  • ছোট জীবনগর
  • মর্য্যতপাড়া
  • গোবিন্দপুর
  • শিবপুর
  • মান্দারীপুর
  • মোল্লাপত্তন
  • নাহারখিল
  • লটপটিয়া
  • উত্তর শংকরপুর (শংকরপুর)
  • যাদুগঞ্জ
  • খিরিহাটি
  • দক্ষিণ শংকরপুর

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী খিলপাড়া ইউনিয়নের স্বাক্ষরতার হার ৬২.০%।[] এ ইউনিয়নে ১টি কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদরাসা এবং ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]

কলেজ[]

  • আবদুল ওয়াহাব ডিগ্রি কলেজ

মাধ্যমিক বিদ্যালয়

  • খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়
  • মল্লিকার দিঘীরপাড় উচ্চ বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয়[]

  • মল্লিকার দিঘীরপাড় রেজিস্টার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • অমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দেলিয়াই বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দেলিয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নাহারখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বালিয়াধর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দেলিয়াই বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দত্তেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শ্রীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব দেলিয়াই রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • প্রফেসর রুহুল আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাদুলী মোল্লাপত্তন সরকারি প্রাথমিক বিদ্যালয়

উল্লেখযোগ্য ব্যক্তি

[সম্পাদনা]
  • গাজী মাসীহুর রহমান

বেসরকারী হাসপাতাল

[সম্পাদনা]
  • ওয়াহাব তৈয়বা মেমোরিয়াল হাসপাতাল

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা

[সম্পাদনা]
  • বিলকিস আক্তার (পরিবার কল্যাণ সহকারী)
  • কামরুল আহসান (স্বাস্থ্য সহকারী)

সরকারী প্রতিষ্ঠান

[সম্পাদনা]
  • ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র,অমরপুর।
  • ইসলামিক মিশন,শংকরপুর।
  • উপসহকারী কৃষি কর্মকর্তার কার্যালয়,শংকরপুর।
  • ৯ং খিলপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স
  • পূর্ব খিলপাড়া কমিউনিটি ক্লিনিক
  • দেলিয়াই কমিউনিটি ক্লিনিক
  • নাহারখিল কমিউনিটি ক্লিনিক
  • বিশেষ কমিউনিটি ক্লিনিক,খিলপাড়া।

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

চাটখিল উপজেলা হতে সিএনজি অথবা রিক্সা যোগে সহজেই ইউপি কমপ্লেক্সে আসা যায়।

খাল ও নদী

[সম্পাদনা]

খাল ও নদীর তালিকা[]

  • খিলপাড়া খাল
  • শংকরপুর খাল
  • বাদুলী খাল
  • খিরিহাটি খাল
  • মাহেন্দ্র খাল
  • চৌমুহনী খাল

হাট-বাজার

[সম্পাদনা]

হাট-বাজারের তালিকা[]

  • খিলপাড়া বাজার
  • মল্লিকার দিঘীরপাড় বাজার

দর্শনীয় স্থান

[সম্পাদনা]
  • সংযোগনন্দ গিরি স্মৃতি মন্দির
  • হযরত কালাই শাহ (রঃ) এর মাজার
  • শংকরপুর মুডি-পুকুর পাড় ভাঙ্গা রাস্তা (সড়ক নং: গ্রামীণ বি-৪৭৫১০৫১৮৮)

জনপ্রতিনিধি

[সম্পাদনা]

সংসদ সদস্য

বর্তমান পরিষদ[]

নাম পদবি নির্বাচিত এলাকা
মোঃ আলমগীর হোসেন চেয়ারম্যান ৯নং খিলপাড়া ইউনিয়ন
মোঃ মোস্তফা মোল্লা সাধারণ সদস্য ০১নং ওয়ার্ড
মোঃ ফারুকের রহমান সাধারণ সদস্য ০২নং ওয়ার্ড
ছিদ্দিক উল্যা সাধারণ সদস্য ০৩নং ওয়ার্ড
সিরাজুল ইসলাম সাধারণ সদস্য ০৪নং ওয়ার্ড
মোঃ জসিম উদ্দিন সাধারণ সদস্য ০৫নং ওয়ার্ড
মোঃ মামুন রশিদ সাধারণ সদস্য ০৬নং ওয়ার্ড
সাদ্দাম হোসেন সাধারণ সদস্য ০৭নং ওয়ার্ড
মোঃ শাহজাহান সাধারণ সদস্য ০৮নং ওয়ার্ড
মোঃ মামুনুর রশিদ সাধারণ সদস্য ০৯নং ওয়ার্ড
আয়েশা আক্তার সংরক্ষিত মহিলা সদস্য ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড
নাজমা বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড
মমতাজ বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড

প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা[]

ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ দারিকা নাথ চৌধুরী
০২ ফজলুর রহমান
০৩ মোঃ ইলিয়াছ
০৪ মোঃ সুরুত মিয়া
০৫ আবদুল ওয়াদুদ
০৬ মোঃ হানিফ
০৭ মোঃ মোখলেছুর রহমান
০৮ মোঃ পেয়ার আহম্মদ
০৯ মোঃ সাইফুল ইসলাম কিরণ ২০০৩-২০১১
১০ মোঃ আলমগীর হোসেন ২০১১-বর্তমান

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  2. "কলেজ, খিলপাড়া ইউনিয়ন"banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  3. "প্রাথমিক বিদ্যালয়সমূহ, খিলপাড়া ইউনিয়ন"dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  4. "খাল ও নদী, খিলপাড়া ইউনিয়ন"khilparaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  5. "হাট-বাজারের তালিকা, খিলপাড়া ইউনিয়ন"khilparaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  6. "বর্তমান পরিষদ, খিলপাড়া ইউনিয়ন"khilparaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  7. "প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ, খিলপাড়া ইউনিয়ন"khilparaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]