সোনাদিয়া ইউনিয়ন
সোনাদিয়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে সোনাদিয়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১২′১৬.৬″ উত্তর ৯১°৪′৩২.৯″ পূর্ব / ২২.২০৪৬১১° উত্তর ৯১.০৭৫৮০৬° পূর্বস্থানাঙ্ক: ২২°১২′১৬.৬″ উত্তর ৯১°৪′৩২.৯″ পূর্ব / ২২.২০৪৬১১° উত্তর ৯১.০৭৫৮০৬° পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | হাতিয়া উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | নুরুল ইসলাম |
আয়তন | |
• মোট | ৩১.৫০ বর্গকিমি (১২.১৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৬০,০০০ |
• জনঘনত্ব | ১,৯০০/বর্গকিমি (৪,৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৬.৯৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৯২ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
সোনাদিয়া বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত হাতিয়া উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন[সম্পাদনা]
সোনাদিয়া ইউনিয়নের আয়তন ৩১.৫০ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা[সম্পাদনা]
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সোনাদিয়া ইউনিয়নের জনসংখ্যা প্রায় ৬০ হাজার।
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
হাতিয়া উপজেলার পশ্চিমাংশে সোনাদিয়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে তমরদ্দি ইউনিয়ন, পূর্বে বুড়িরচর ইউনিয়ন, দক্ষিণে জাহাজমারা ইউনিয়ন এবং পশ্চিমে হাতিয়া চ্যানেল ও ভোলা জেলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়ন অবস্থিত। [১]
প্রতিষ্ঠাকাল[সম্পাদনা]
১৯৫৮ সালে তমরুদ্দিন ইউনিয়ন থেকে সোনাদিয়া ও বুড়িরচর ইউনিয়ন নামে আলাদা দুইটি ইউনিয়ন গঠিত হয়।[২]
নামকরণ[সম্পাদনা]
সোনাদিয়ার পূর্ব নাম ছিল নবাবপুর, তমরুদ্দিন ইউনিয়ন থেকে এ ইউনিয়ন পৃথক হলে আলী আহমদ মিয়া তার বাবা নবাব মিয়ার নামানুসারে নাম দেন নবাবপুর। এ নাম নিয়ে কালেক্টর অফিসে তৎকালীন মুসলিম লীগেরর সেক্রেটারী ও তৎকালীন নবাবপুরের চেয়ারম্যান আলী আহমদ মিয়ার (মুসলিম লীগের সভাপতি) সাথে প্রচণ্ড বাক-বিতণ্ডা হলে কালেক্টরের হস্তক্ষেপে পরিবেশ ও প্রকৃতির সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে সোনাদিয়া মৌজার নামানুসারে ইউনিয়নের নামকরণ করা হয়। সোনাদিয়া এত বেশি সোনালি ফসল হত, যার ফলে তার নামকরণ করা হয় সোনাদিয়া।[৩]
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
সোনাদিয়া ইউনিয়ন হাতিয়া উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাতিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৩নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৬ এর অংশ। এটি চর চেঙ্গা, মাইজচরা ও সোনাদিয়া এ ৩টি মৌজা নিয়ে গঠিত।[৪]
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
সোনাদিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৩৬.৯৬%। এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ১টি কওমী মাদ্রাসা ও ২৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[৫]
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- মাদ্রাসা
- চর চেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা
- গণিয়া দাখিল মাদ্রাসা
- সোনাদিয়া এ বারী দাখিল মাদ্রাসা
- ছেরাজুল উলুম মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- চর চেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ চেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব চেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
সোনাদিয়া ইউনিয়নে নৌপথে জাহাজ, সী ট্রাক ও ট্রলারের মাধ্যমে যোগাযোগ করা হয়। স্থল পথে মটর সাইকেল, গাড়ি, রিক্সা, সাইকেল ও টেক্সি দিয়ে যোগাযোগ করা হয়।[৫]
খাল ও নদী[সম্পাদনা]
সোনাদিয়ার পশ্চিমে রয়েছে মেঘনা নদী, যা ভোলা চ্যানেল দ্বারা পৃথক হয়েছে। এছাড়া এ ইউনিয়নের প্রধান দুইটি খাল হল সোনাদিয়া খাল এবং চেংগার খাল। খাল দুইটি পূর্ব দিকের মেঘনা নদী হতে প্রবাহিত হয়ে পশ্চিমের মেঘনার সাথে মিলিত হয়েছে। যোগাযোগ, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের জন্য খাল দুটি খুবই গুরুত্বপূর্ণ।[৫]
হাট-বাজার[সম্পাদনা]
সোনাদিয়া ইউনিয়নের প্রধান প্রধান হাট-বাজারগুলো হল চরচেঙ্গা বাজার, মাইজদী বাজার, বাংলাবাজার, চৌরাস্তা বাজার, বঙ্গবন্ধু মার্কেট (বড়পোল), জবেদ আলী বাজার, সেকু মার্কেট, সোনাদিয়া বাজার, সুইজের বাজার, কেঞ্জাখালী বাজার, তেমুহনী বাজার।[৬][৭]
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- আলাদি গ্রামের ঠুয়ার চর
- চর চেঙ্গা বাজারের পশ্চিমে বেঁড়ি বাঁধ ও সুইজের বাজার
কৃতী ব্যক্তিত্ব[সম্পাদনা]
- আলী আহমদ মিয়া –– সোনাদিয়া ইউনিয়নের প্রতিষ্ঠাতা এবং তমরুদ্দিন ও সোনাদিয়া ইউনিয়নের ৩ মেয়াদে ৩৫ বছরের প্রেসিডেন্ট ও চেয়ারম্যান।
জনপ্রতিনিধি[সম্পাদনা]
- বর্তমান চেয়ারম্যান: নুরুল ইসলাম
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ মোঃ রিপাজ উদ্দিন। সম্ভাবনাময় হাতিয়া বাংলার সিঙ্গাপুর। পৃষ্ঠা ১৩২।
- ↑ মোঃ রিপাজ উদ্দিন। সম্ভাবনাময় হাতিয়া বাংলার সিঙ্গাপুর। পৃষ্ঠা ১৩০ -।
- ↑ মোঃ রিপাজ উদ্দিন। সম্ভাবনাময় হাতিয়া বাংলার সিঙ্গাপুর। পৃষ্ঠা ১৩০।
- ↑ "জনসংখ্যা আয়তন - সোনাদিয়া ইউনিয়ন - সোনাদিয়া ইউনিয়ন"। sonadiaup.noakhali.gov.bd।
- ↑ ক খ গ মোঃ রিপাজ উদ্দিন। সম্ভাবনাময় হাতিয়া বাংলার সিঙ্গাপুর। পৃষ্ঠা ১৩১।
- ↑ ড. মোহাম্মদ আমিন। তিলোত্তমা হাতিয়ার: ইতিহাস ও ঐতিহ্য। পৃষ্ঠা ৩৫।
- ↑ মোঃ রিপাজ উদ্দিন। সম্ভাবনাময় হাতিয়া বাংলার সিঙ্গাপুর। পৃষ্ঠা ১৩২-।