বিষয়বস্তুতে চলুন

আমিশাপাড়া ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৩°০′৭″ উত্তর ৯১°২′২৮″ পূর্ব / ২৩.০০১৯৪° উত্তর ৯১.০৪১১১° পূর্ব / 23.00194; 91.04111
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমিশাপাড়া
ইউনিয়ন
১০নং আমিশাপাড়া ইউনিয়ন পরিষদ
আমিশাপাড়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
আমিশাপাড়া
আমিশাপাড়া
আমিশাপাড়া বাংলাদেশ-এ অবস্থিত
আমিশাপাড়া
আমিশাপাড়া
বাংলাদেশে আমিশাপাড়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°০′৭″ উত্তর ৯১°২′২৮″ পূর্ব / ২৩.০০১৯৪° উত্তর ৯১.০৪১১১° পূর্ব / 23.00194; 91.04111 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাসোনাইমুড়ি উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আসন২৬৮ নোয়াখালী-১
সরকার
 • চেয়ারম্যানখলিলুর রহমান (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট১৭.৪৮ বর্গকিমি (৬.৭৫ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩২,২৪৪
 • জনঘনত্ব১,৮০০/বর্গকিমি (৪,৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৮.২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮৪৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আমিশাপাড়া বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত সোনাইমুড়ি উপজেলার একটি ইউনিয়ন

আয়তন

[সম্পাদনা]

আমিশাপাড়া ইউনিয়নের আয়তন ১৭.৪৮ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আমিশাপাড়া ইউনিয়নের জনসংখ্যা ৩২,২৪৪ জন।

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

সোনাইমুড়ি উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে আমিশাপাড়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে দেওটি ইউনিয়ন, পূর্বে সোনাপুর ইউনিয়নবেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন, দক্ষিণে বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন এবং পশ্চিমে চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

আমিশাপাড়া ইউনিয়ন সোনাইমুড়ি উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সোনাইমুড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৮নং নির্বাচনী এলাকা নোয়াখালী-১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • আবিরপাড়া
  • তথারখিল
  • শোকরপুর
  • আইছাপাড়া
  • কৃষ্ণপুর
  • আমিশাপাড়া
  • আফুলশী
  • বাচাইরগাঁও
  • বাশুকীপাড়া
  • বটগ্রাম
  • মিরিকপুর
  • ভদ্রগ্রাম
  • বড় গোবিন্দপুর
  • ধানুপুর
  • কাজীরখিল
  • মানিক্যনগর
  • বারাহীনগর
  • কেশরখিল
  • বড়পাড়া
  • নারায়ণ ভট্ট
  • নোয়া রাজারামপুর
  • সানারবাগ
  • পদিপাড়া
  • পানিয়াশালা
  • সাতঘরিয়া
  • কংসনগর
  • নাওড়ী
  • দক্ষিণ কাইচেরবাগ
  • নোয়াগাঁও
  • পশ্চিম কেশবপুর

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আমিশাপাড়া ইউনিয়নের স্বাক্ষরতার হার ৬৮.২%।[] এ ইউনিয়নে ১টি কলেজ এবং ১৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]

কলেজ[]

  1. খলিলুর রহমান ডিগ্রি কলেজ

প্রাথমিক বিদ্যালয়[]

  1. দক্ষিণ আবির পাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. উত্তর পদিপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. পূর্ব কৃষ্ণপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. মানিক্যনগর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. নোয়া রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  6. কৃষ্ণপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  7. নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
  8. আমিশাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  9. বাচাইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
  10. বটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  11. আইছাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  12. আবিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  13. পদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  14. গোবিন্দপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  15. কেশারখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  16. বিহিরগাঁও জনকল্যাণ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  17. বারাহীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  18. কাজীরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  19. তথারখিল রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  20. উত্তর পদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

সোনাইমুড়ী উপজেলা হতে সিএনজি অথবা অটোরিকশা যোগে দীঘির জান থেকে সোনাপুর ইউনিয়ন হয়ে সহজেই ইউপি কমপ্লেক্সে আসা যায়।

খাল ও নদী

[সম্পাদনা]

খাল ও নদীর তালিকা[]

  • কামাল দিঘী আমিশাপাড়া খাল
  • মহেন্দ্র খাল
  • ভালুয়া-চৌমুহনী সংযোগ খাল
  • পদিপাড়া কাচিহাটা খাল

হাট-বাজার

[সম্পাদনা]

হাট-বাজারের তালিকা[]

  • আমিশাপাড়া বাজার
  • তালতলা বাজার
  • পদিপাড়া বাজার
  • আবিরপাড়া বাজার
  • ঈদগাহ আমিন বাজার
  • কাজীরখিল বাজার

দর্শনীয় স্থান

[সম্পাদনা]
  • বারাহীদেবীর মন্দির
  • []উত্তর পদিপাড়া

জনপ্রতিনিধি

[সম্পাদনা]

বর্তমান পরিষদ[]

নাম পদবি নির্বাচিত এলাকা
খলিলুর রহমান[] চেয়ারম্যান
মোঃ সোলায়মান সাধারণ সদস্য ০১নং ওয়ার্ড
মোঃ আবু তাহের সাধারণ সদস্য ০২নং ওয়ার্ড
আব্দুর আজিজ সাধারণ সদস্য ০৩নং ওয়ার্ড
দাউদ হোসেন সাধারণ সদস্য ০৪নং ওয়ার্ড
শাহ আলম সাধারণ সদস্য ০৫নং ওয়ার্ড
নুর আলম সাধারণ সদস্য ০৬নং ওয়ার্ড
আবুল হোসাইন সাধারণ সদস্য ০৭নং ওয়ার্ড
মোঃ জাহাঙ্গীর আলম সাধারণ সদস্য ০৮নং ওয়ার্ড
মাকছুদ আলম সাধারণ সদস্য ০৯নং ওয়ার্ড
মনোয়ারা বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড
তাছলিমা বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড
নারগিস আক্তার সংরক্ষিত মহিলা সদস্য ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১ 
  2. "কলেজ, আমিশাপাড়া ইউনিয়ন"banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১ 
  3. "প্রাথমিক বিদ্যালয়সমূহ, আমিশাপাড়া ইউনিয়ন"dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১ 
  4. "খাল ও নদী, আমিশাপাড়া ইউনিয়ন"amishaparaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১ 
  5. "হাট-বাজারের তালিকা, আমিশাপাড়া ইউনিয়ন"amishaparaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১ 
  6. "মন্দির, আমিশাপাড়া ইউনিয়ন"amishaparaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১ 
  7. "বর্তমান পরিষদ, আমিশাপাড়া ইউনিয়ন" (পিডিএফ)ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১ 
  8. "চেয়ারম্যান, আমিশাপাড়া ইউনিয়ন"amishaparaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]