অম্বরনগর ইউনিয়ন
অম্বরনগর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে অম্বরনগর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°০′৭″ উত্তর ৯১°১০′৫″ পূর্ব / ২৩.০০১৯৪° উত্তর ৯১.১৬৮০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | সোনাইমুড়ি উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ১৯.৪২ বর্গকিমি (৭.৫০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪০,০০০ |
• জনঘনত্ব | ২,১০০/বর্গকিমি (৫,৩০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮২৫ |
অম্বরনগর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত সোনাইমুড়ি উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন[সম্পাদনা]
অম্বরপুর ইউনিয়নের আয়তন ১৯.৪২ বর্গ কিলোমিটার (৭.৫ বর্গমাইল)।
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
অম্বরনগর ইউনিয়নের জনসংখ্যা প্রায় ৪৫,০০০ জন।
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
সোনাইমুড়ি উপজেলার সর্ব-পূর্বে অম্বরনগর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে নাটেশ্বর ইউনিয়ন, উত্তর-পশ্চিমে বারগাঁও ইউনিয়ন, উত্তর-পূর্বে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়ন ও অর্জুনতলা ইউনিয়ন এবং দক্ষিণে বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন ও দুর্গাপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
অম্বরনগর ইউনিয়ন সোনাইমুড়ি উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সোনাইমুড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৯নং নির্বাচনী এলাকা নোয়াখালী-২ এর অংশ।[১] এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- অম্বরনগর
- ওয়াসেকপুর
শিক্ষা[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী অম্বরপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৮৬%। এ ইউনিয়নে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি উচ্চ বিদ্যালয়, ১৫টি মাদ্রাসা ও ১টি কওমি মাদ্রাসা রয়েছে।[১]
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- অম্বরনগর সরকারি প্রথমিক বিদ্যালয়
- পূর্ব অম্বরনগর সরকারি প্রথমিক বিদ্যালয়
- উত্তর অম্বরনগর সরকারি প্রথমিক বিদ্যালয়
- উত্তর ওয়াসেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রুহুল আমিন চিশতি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শান্তিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম ওয়াসেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আল-ফালাহ মডেল হাই স্কুল
- অম্বরনগর উচ্চবিদ্যালয়
- ওয়াসেকপুর উচ্চ বিদ্যালয়
- ওয়াসেকপুর বালিকা দাখিল মাদ্রাসা
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
সোনাইমুড়ী থেকে ছাতারপাইয়া ও কাশিপুর হয়ে পূর্বদিকে অম্বরনগর।
দক্ষিনে জমিদারহাট থেকে উত্তরে কাজিরহাট হয়ে উত্তরে অম্বরনগর
খাল ও নদী[সম্পাদনা]
হাট-বাজার[সম্পাদনা]
১. সমিতির হাট ২. ভুইয়ার হাট ৩. বড় বাড়ীর দরজা ৪. শান্তির হাট ৫. কর্মকার হাট ৬. চৌকিদার হাট।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
১. অম্বরনগর ওয়াসেকপুর দৃষ্টিনন্দন সড়ক। ২. বেগমগঞ্জ গ্যাসফিল্ড। ৩. অলি উল্যাহ পীর সাহেবের মাজার।
জনপ্রতিনিধি[সম্পাদনা]
- বর্তমান চেয়ারম্যান- মোঃ আকতার হোসেন দুলু।
- চেয়ারম্যানগণের তালিকা
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "এক নজরে - অম্বরপুর ইউনিয়ন"। www.ambarnagorup.noakhali.gov.bd।
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |