এওজবালিয়া ইউনিয়ন
এওজবালিয়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে এওজবালিয়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৪৮′৫৩″ উত্তর ৯১°৩′৫২″ পূর্ব / ২২.৮১৪৭২° উত্তর ৯১.০৬৪৪৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | নোয়াখালী সদর উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ৪১.৪৪ বর্গকিমি (১৬.০০ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৭৩,৫৩০ |
• জনঘনত্ব | ১,৮০০/বর্গকিমি (৪,৬০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮০০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
এওজবালিয়া বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত নোয়াখালী সদর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]এওজবালিয়া ইউনিয়নের আয়তন ৪১.৪৪ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুয়ায়ী এওজবালিয়া ইউনিয়নের জনসংখ্যা ৭৩,৫৩০ জন। এর মধ্যে পুরুষ ৩৬,৫০০ জন এবং নারী ৩৮,০৩০ জন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]নোয়াখালী সদর উপজেলার মধ্যাংশে এওজবালিয়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে ধর্মপুর ইউনিয়ন ও নোয়াখালী ইউনিয়ন, উত্তরে বিনোদপুর ইউনিয়ন ও নোয়ান্নই ইউনিয়ন, পশ্চিমে দাদপুর ইউনিয়ন ও কালাদরপ ইউনিয়ন এবং দক্ষিণে সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়ন ও চর জব্বর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]এওজবালিয়া ইউনিয়ন নোয়াখালী সদর উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সুধারাম মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭১নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৪ এর অংশ। এটি ১৬টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- রাজাপুর
- রামচন্দ্রপুর
- মনপুর
- নন্দনপুর
- করিমপুর
- সৈয়দপুর
- নয়নপুর
- পূর্ব এওজবালিয়া
- পশ্চিম এওজবালিয়া
- চর করমূল্যা
- চাড়বানু
- পূর্ব চাকলা
- চর শুল্লুকিয়া
- দক্ষিণ শুল্লুকিয়া
- দক্ষিণ ফকিরপুর
- জুনুদপুর
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এওজবালিয়া ইউনিয়নের স্বাক্ষরতার হার ৫০%।[১] এ ইউনিয়নে ১টি কলেজ, ৪টি উচ্চ বিদ্যালয়, ৪টি দাখিল মাদ্রাসা, ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮টি জুনিয়র মাদ্রাসা, ১০টি এবতেদায়ী মাদ্রাসা, ৭৩ টি ফোরকানিয়া মাদ্রাসা ও ৭টি কিন্ডারগার্টেন রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]কলেজ[২]
মাধ্যমিক বিদ্যালয়[৩]
- জমিদার হাট উচ্চ বিদ্যালয়
- পশ্চিম এওজবালিয়া উচ্চ বিদ্যালয়
- করমুল্যা উচ্চ বিদ্যালয়
- ইসহাকপুর উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়[৪]
- রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জমিদার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গোপীনাথ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- এওজবালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ ফকিরপুর সলিম উল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব এওজবালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্যম এওজবালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ এওজবালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম এওজবালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- করমুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খাসের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চর শুল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ শুল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাদ্রাসা[৫]
- করিমপুর মাদ্রাসা
- নন্দনপুর দাখিল মাদ্রাসা
- আখতারুজ্জামান কেরাতুল কুরআন মাদ্রাসা
- হায়দার মিয়ার হাট কওমী মাদ্রাসা
- বায়তুল ফালাহ তালিমুল কুরআন মাদ্রাসা
- করমুল্যা দাখিল মাদ্রাসা
- নোমানিয়া দাখিল মাদ্রাসা
- মহব্বতপুর মাদ্রাসা
- চর শুল্লুকিয়া খাসের হাট দাখিল মাদ্রাসা
- কাজী পাড়া দারুল মাদ্রাসা
- হাজী রহমত উল্যা কওমী মাদ্রাসা
- পাতাপোড়া দরবেশ সাহেবের মাদ্রাসা
অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ[৬]
- পশ্চিম এওজবালিয়া কিন্ডারগার্টেন
- শাপলা কিন্ডারগার্টেন
- জমিদার হাট কিন্ডারগার্টেন
- মান্নান নগর মডেল একাডেমি
- পূর্ব এওজবালিয়া মডেল একাডেমি
- দক্ষিণ ফকিরপুর মডেল একাডেমি
- বাঁধের হাট কিন্ডারগার্টেন
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]সোনাপুর জিরো পয়েন্ট থেকে সিএনজি, অটোবাইক, রিক্সা কিংবা অন্যান্য যেকোনো যোগাযোগ মাধ্যমে সাহেবের হাট এসে সেখান থেকে মমিন নগর বাজার (দুম্বা পাটোয়ারীর হাট) আসলেই ইউপি কমপ্লেক্স দেখা যাবে।
খাল ও নদী
[সম্পাদনা]খাল ও নদীর তালিকা[৭]
ক্রম নং | খালের নাম | অবস্থান |
---|---|---|
০১ | ডিবি খাল | ইউনিয়ন পরিষদ সংলগ্ন |
০২ | রাজাপুর-রামচন্দ্রপুর সংযোগ খাল | ০১নং ওয়ার্ড |
০৩ | মনপুর খাল | ০২নং ওয়ার্ড |
০৪ | দেবীপুর খাল | ০২ ও ০৩নং ওয়ার্ড |
০৫ | মালেক খাল | ০৭নং ওয়ার্ড |
০৬ | করমূল্যা সংযোগ খাল | ০৮নং ওয়ার্ড |
০৭ | গোপাল খাল | ০৯নং ওয়ার্ড |
০৮ | গোপাল খালের প্রথম শাখা খাল: কাজী পাড়া | ০৯নং ওয়ার্ড |
০৯ | গোপাল খালের দ্বিতীয় শাখা খাল: জমিলার বাপের বাড়ি | ০৯নং ওয়ার্ড |
১০ | আবদুল মালেক খাল | ০৯নং ওয়ার্ড |
১১ | ইসমাইল চওড়া খাল | ০৯নং ওয়ার্ড |
হাট-বাজার
[সম্পাদনা]হাট-বাজারের তালিকা[৮]
ক্রম নং | হাট-বাজারের নাম | অবস্থান |
---|---|---|
০১ | বাঁধের হাট | রাজাপুর-রামচন্দ্রপুর |
০২ | জমিদার হাট | নন্দনপুর |
০৩ | সাহেবের হাট | পূর্ব এওজবালিয়া |
০৪ | হায়দার মিয়ার হাট | পূর্ব এওজবালিয়া |
০৫ | মান্নান নগর (চৌরাস্তা বাজার) | পূর্ব এওজবালিয়া |
০৬ | আনন্দ বাজার | পূর্ব এওজবালিয়া |
০৭ | শান্তি নগর | পূর্ব এওজবালিয়া |
০৮ | মমিন নগর বাজার | পশ্চিম এওজবালিয়া |
০৯ | হানিফ চেয়ারম্যান বাজার | পশ্চিম এওজবালিয়া |
১০ | করমূল্যা বাজার | করমূল্যা |
১১ | খাসের হাট বাজার | চর শুল্লুকিয়া |
১২ | কেরামত নগর | দক্ষিণ শুল্লুকিয়া |
১৩ | ইসমাইল নগর | দক্ষিণ শুল্লুকিয়া |
১৪ | সৈয়দপুর বাজার | সৈয়দপুর |
১৫ | খোনার মসজিদ বাজার | পূর্ব চাকলা |
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- হোসেন সরদার মসজিদ
- মালেক খাল
- হানিফ রোড
- মেজর মান্নান মসজিদ
- মেজর মান্নান এর বাড়ী
- আনন্দবাজার
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান পরিষদ[৯]
নাম | পদবি | নির্বাচিত এলাকা |
---|---|---|
মোঃ বেলাল হোসেন[১০] | চেয়ারম্যান | |
মোঃ কবির হোসেন[১১] | সাধারণ সদস্য | ০১নং ওয়ার্ড |
মোঃ গিয়াস উদ্দিন কামাল[১২] | সাধারণ সদস্য | ০২নং ওয়ার্ড |
দুলাল মিয়া[১৩] | সাধারণ সদস্য | ০৩নং ওয়ার্ড |
মোঃ মজিবুল হক[১৪] | সাধারণ সদস্য | ০৪নং ওয়ার্ড |
মহি উদ্দিন মাসুম[১৫] | সাধারণ সদস্য | ০৫নং ওয়ার্ড |
মোঃ নুরুল আমিন[১৬] | সাধারণ সদস্য | ০৬নং ওয়ার্ড |
মোঃ বেলাল হোসেন[১৭] | সাধারণ সদস্য | ০৭নং ওয়ার্ড |
ইব্রাহিম খলিল[১৮] | সাধারণ সদস্য | ০৮নং ওয়ার্ড |
মোঃ ইউসুফ[১৯] | সাধারণ সদস্য | ০৯নং ওয়ার্ড |
আনোয়ারা বেগম লাইলী[২০] | সংরক্ষিত মহিলা সদস্য | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
জাহানারা বেগম[২১] | সংরক্ষিত মহিলা সদস্য | ০৪, ০৫ ও ০৯নং ওয়ার্ড |
বিউটি আক্তার[২২] | সংরক্ষিত মহিলা সদস্য | ০৬, ০৭ ও ০৮নং ওয়ার্ড |
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা[২৩]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | মোঃ মনিরুল ইসলাম | ১৯৬০–১৯৬৫ |
০২ | আবদুল মান্নান | ১৯৬৫–১৯৭১ |
০৩ | মোঃ হাবিব উল্যা | ১৯৭১–১৯৭১ |
০৪ | আমিনুল ইসলাম | ১৯৭২–১৯৭৫ |
০৫ | আবদুর রহিম | ১৯৭৫–১৯৭৭ |
০৬ | মোঃ হানিফ মিয়া | ১৯৭৭–১৯৮৪ |
০৭ | নুরুল আমিন সেলিম | ১৯৮৪–১৯৯২ |
০৮ | আমির হামজা | ১৯৯২–১৯৯৮ |
০৯ | আবদুজ জাহের | ১৯৯৮–২০১১ |
১০ | মোঃ শাহজাহান | ২০১১–২০১৬ |
১১ | আবদুজ জাহের | ২০১৬–২০২২ |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "একনজরে এওজবালিয়া ইউনিয়ন"। aujbaliaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৮।
- ↑ "কলেজসমূহ, এওজবালিয়া ইউনিয়ন"। aujbaliaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৮।
- ↑ "মাধ্যমিক বিদ্যালয়সমূহ, এওজবালিয়া ইউনিয়ন"। aujbaliaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৮।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়সমূহ, এওজবালিয়া ইউনিয়ন"। aujbaliaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৮।
- ↑ "মাদ্রাসাসমূহ, এওজবালিয়া ইউনিয়ন"। aujbaliaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৮।
- ↑ "অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান, এওজবালিয়া ইউনিয়ন"। aujbaliaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৮।
- ↑ "খাল ও নদীর তালিকা, এওজবালিয়া ইউনিয়ন"। aujbaliaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৮।
- ↑ "হাট-বাজারের তালিকা, এওজবালিয়া ইউনিয়ন"। aujbaliaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৮।
- ↑ "বর্তমান পরিষদ, এওজবালিয়া ইউনিয়ন"। aujbaliaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৯।
- ↑ "চেয়ারম্যান, এওজবালিয়া ইউনিয়ন"। aujbaliaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৯।
- ↑ "চেয়ারম্যান, এওজবালিয়া ইউনিয়ন"। aujbaliaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৯।
- ↑ "সাধারণ সদস্য, এওজবালিয়া ইউনিয়ন"। aujbaliaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৯।
- ↑ "সাধারণ সদস্য, এওজবালিয়া ইউনিয়ন"। aujbaliaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৯।
- ↑ "সাধারণ সদস্য, এওজবালিয়া ইউনিয়ন"। aujbaliaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৯।
- ↑ "সাধারণ সদস্য, এওজবালিয়া ইউনিয়ন"। aujbaliaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৯।
- ↑ "সাধারণ সদস্য, এওজবালিয়া ইউনিয়ন"। aujbaliaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৯।
- ↑ "সাধারণ সদস্য, এওজবালিয়া ইউনিয়ন"। aujbaliaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৯।
- ↑ "সাধারণ সদস্য, এওজবালিয়া ইউনিয়ন"। aujbaliaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৯।
- ↑ "সাধারণ সদস্য, এওজবালিয়া ইউনিয়ন"। aujbaliaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৯।
- ↑ "সংরক্ষিত মহিলা সদস্য, এওজবালিয়া ইউনিয়ন"। aujbaliaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৯।
- ↑ "সংরক্ষিত মহিলা সদস্য, এওজবালিয়া ইউনিয়ন"। aujbaliaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৯।
- ↑ "সংরক্ষিত মহিলা সদস্য, এওজবালিয়া ইউনিয়ন"। aujbaliaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৯।
- ↑ "প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ, এওজবালিয়া ইউনিয়ন"। aujbaliaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৮।