জাহাজমারা ইউনিয়ন

স্থানাঙ্ক: ২২°৯′৯″ উত্তর ৯১°৩′৪৮″ পূর্ব / ২২.১৫২৫০° উত্তর ৯১.০৬৩৩৩° পূর্ব / 22.15250; 91.06333
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাহাজমারা
ইউনিয়ন
১০নং জাহাজমারা ইউনিয়ন পরিষদ
জাহাজমারা চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
জাহাজমারা
জাহাজমারা
জাহাজমারা বাংলাদেশ-এ অবস্থিত
জাহাজমারা
জাহাজমারা
বাংলাদেশে জাহাজমারা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৯′৯″ উত্তর ৯১°৩′৪৮″ পূর্ব / ২২.১৫২৫০° উত্তর ৯১.০৬৩৩৩° পূর্ব / 22.15250; 91.06333 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাহাতিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠাকাল১৯৫৮
সরকার
 • চেয়ারম্যানমাসুম বিল্লাহ
আয়তন
 • মোট২১৩.২৩ বর্গকিমি (৮২.৩৩ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৫৬,০০১
 • জনঘনত্ব২৬০/বর্গকিমি (৬৮০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩৪.৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮৯০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

জাহাজমারা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত হাতিয়া উপজেলার একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

জাহাজমারা ইউনিয়নের আয়তন ২১৩.২৩ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জাহাজমারা ইউনিয়নের জনসংখ্যা ৫৬,০০১ জন।

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

হাতিয়া উপজেলার মূল দ্বীপের সর্ব-দক্ষিণে জাহাজমারা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে বুড়িরচর ইউনিয়নসোনাদিয়া ইউনিয়ন, পশ্চিমে হাতিয়া চ্যানেলভোলা জেলার মনপুরা উপজেলার সাকুচিয়া উত্তর ইউনিয়ন, দক্ষিণে হাতিয়া চ্যানেলনিঝুমদ্বীপ ইউনিয়ন এবং পূর্বে বঙ্গোপসাগর অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

জাহাজমারা ইউনিয়ন হাতিয়া উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাতিয়া থানার আওতাধীন, তবে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্র (থানা) এর মাধ্যমে এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চলে। এটি জাতীয় সংসদের ২৭৩নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৬ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • চর বিরবিরি
  • চর হেয়ার
  • চর ম্যাকপার্শ্বন
  • চর ইউনুস
  • জাহাজমারা
  • মোহাম্মদপুর
  • মোক্তারিয়া
  • নতুন সুখচর
  • পূর্ব বিরবিরি

প্রতিষ্ঠাকাল[সম্পাদনা]

জাহাজমারা ইউনিয়নটি পূর্বে বুড়িরচর ইউনিয়নের অন্তর্গত ছিল। ১৯৫৮ সালে ইউনিয়নটি বুড়িরচর হতে আলাদা হয়ে স্বতন্ত্র ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত হয়। তখন মোহাম্মদ আছাদুল হক মিয়া বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৫৮ সাল হতে ১৯৭৩ সাল পর্যন্ত একাধারে জাহাজমারা ইউনিয়নের কাউন্সিলর প্রেসিডেন্ট, মৌলিক গণতন্ত্রের সময় ইউনিয়ন কাউন্সিলর চেয়ারম্যান এবং স্বাধীনতাকালীন রিলিফ কমিটির চেয়ারম্যান সহ মোট ১৫ বছর ক্ষমতায় ছিলেন। সেই হিসেবে তিনি জাহাজমারা ইউনিয়নের প্রতিষ্ঠাতা।[১]

নামকরণ[সম্পাদনা]

জাহাজমারা ইউনিয়নের দক্ষিণ পূর্বে এবং পশ্চিমের মেঘনা নদী অত্যন্ত খরস্রোতা ও ডুবোচরের কারণে এখানে প্রায়ই জাহাজ ডুবির ঘটনা ঘটতো। ফলে এখানে প্রচুর জাহাজ মারা পড়তো, যার ফলে নামকরণ করা হয় জাহাজমারা। ১৭৮০ সালে জেমস রেনেল ম্যাকপার্শ্বনকে ডুবচর হিসেবে উল্লেখ করেন সে হিসাবে ইউনিয়নটির বয়স আনুমানিক ৫০০-৬০০ বছর হবে এবং জনবসতি গড়ে উঠে ২২০-২৩০ বছর আগে।[১]

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জাহাজমারা ইউনিয়নের স্বাক্ষরতার হার ৩৪.৩%।[২] এ ইউনিয়নে ১টি কলেজ, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদরাসা এবং ২৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

কলেজ[৩]

  1. হাতিয়া কমিউনিটি কলেজ

মাধ্যমিক বিদ্যালয়[৪]

  1. জাহাজমারা উচ্চ বিদ্যালয়
  2. ফারুক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়
  3. চর ঈশ্বর রায় আফাজিয়া উচ্চ বিদ্যালয় (শাখা ক্যাম্পাস)
  4. চর কিং বালিকা উচ্চ বিদ্যালয় (শাখা ক্যাম্পাস)
  5. বিরবিরি সেন্টার বাজার উচ্চ বিদ্যালয়

মাদ্রাসা[৫]

  1. জাহাজমারা ছেরাজুল উলুম আলিম মাদরাসা
  2. জাহাজমারা মহিলা মাদরাসা
  3. বিরবিরি আকবরিয়া দাখিল মাদরাসা

প্রাথমিক বিদ্যালয়[৬]

  1. মধ্য নলচিরা মইন উদ্দিন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. পূর্ব মোহাম্মদপুর কে. এ. হোসেন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. হাজী মোজাম্মেল হক রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. নিঝুম দ্বীপ বিদ্যানিকেতন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. জাহাজমারা লুৎফুল করিম মিঞা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  6. পূর্ব বিরবিরি মোঃ আবদুল খালেক রেজিস্টার্ড বেসরকারি বিদ্যালয়
  7. আমতলী রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  8. উত্তর পশ্চিম জাহাজ মারা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  9. পূর্ব চর আমানুল্যা হাওলাদার হাট রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  10. সুখচর মোজাহারিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  11. দক্ষিণ ম্যাকপার্শ্বন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  12. উত্তর বিরবিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  13. দক্ষিণ বিরবিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  14. জাহাজমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  15. চরহেয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  16. ম্যাকপার্শ্বন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  17. হরণী বাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  18. চর ভারতসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  19. কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  20. লম্বরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  21. পশ্চিম চর আমানুল্যা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  22. দক্ষিণ ম্যাকপার্শ্বন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  23. ডুবাইয়ের খাল মদিনা গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  24. দক্ষিণ পূর্ব ম্যাকপার্শ্বন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  25. মধ্য জাহাজ মারা আহম্মদিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  26. নিঝুমদ্বীপ শতফুল রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  27. বন্দরটিলা বাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  28. বসুন্ধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  29. বাতায়ন কিল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

জাহাজমারা ইউনিয়নে নৌপথে জাহাজ, সী ট্রাক ও ট্রলারের মাধ্যমে যোগাযোগ করা যায়। স্থল পথে মটর সাইকেল, গাড়ি, রিক্সা, সাইকেল ও ট্যাক্সি দিয়ে যোগাযোগ করা হয়।[১]

খাল ও নদী[সম্পাদনা]

জাহাজমারা ইউনিয়নের পাশ দিয়ে মেঘনা নদী বয়ে চলেছে। এছাড়া বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেল এ ইউনিয়নের পাশ দিয়ে বহমান এবং ইউনিয়নের অভ্যন্তরে অসংখ্য খাল রয়েছে।[৭]

হাট-বাজার[সম্পাদনা]

হাট-বাজারের তালিকা[৭]

  • জাহাজমারা বাজার
  • আমতলী বাজার
  • বিরবিরি বাজার
  • সেন্টার বাজার
  • নতুন সুখচর বাজার
  • সিডিএসপি বাজার
  • মোহাম্মদপুর বাজার
  • মেঘপাশান বাজার

দর্শনীয় স্থান[সম্পাদনা]

[৭]

  • নিমতলী সমুদ্র সৈকত
  • আমতলী দীঘির পাড়
  • কাটাখালী ম্যানগ্রোভ বন
  • কাটাখালী খাল
  • মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনা
  • মোক্তারিয়া ঘাট
  • জাহাজমারা দিঘী
  • আলাদি গ্রাম
  • জাহাজমারা রেঞ্জ (বন বিভাগ)
  • আমতলী কেওড়া বন

জনপ্রতিনিধি[সম্পাদনা]

বর্তমান পরিষদ[৮]

নাম পদবি নির্বাচিত এলাকা
মাসুম বিল্লাহ[৯] চেয়ারম্যান
খোকন উদ্দিন সাধারণ সদস্য ০১নং ওয়ার্ড
নিজাম উদ্দিন সাধারণ সদস্য ০২নং ওয়ার্ড
মোঃ আলী হোসেন সাধারণ সদস্য ০৩নং ওয়ার্ড
মোঃ আশ্রাফ উদ্দিন সাধারণ সদস্য ০৪নং ওয়ার্ড
আবুল খায়ের সাধারণ সদস্য ০৫নং ওয়ার্ড
মিরাজ উদ্দিন সাধারণ সদস্য ০৬নং ওয়ার্ড
আবদুল ওহাব সাধারণ সদস্য ০৭নং ওয়ার্ড
মনির উদ্দিন সাধারণ সদস্য ০৮নং ওয়ার্ড
বেলাল উদ্দিন সাধারণ সদস্য ০৯নং ওয়ার্ড
বিলকিছ বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড
মাফুজা বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড
নাছরিন আকতার সংরক্ষিত মহিলা সদস্য ০৭, ০৮ ও ০৯নং ওয়ার্ড

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মোঃ রিপাজ উদ্দিন। সম্ভাবনাময় হাতিয়া বাংলার সিঙ্গাপুর। পৃষ্ঠা ১৪৬। 
  2. "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১ 
  3. "কলেজসমূহ, জাহাজমারা ইউনিয়ন"banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১ 
  4. "মাধ্যমিক বিদ্যালয়সূহ, জাহাজমারা ইউনিয়ন"banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১ 
  5. "মাদ্রাসাসমূহ, জাহাজমারা ইউনিয়ন"banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১ 
  6. "প্রাথমিক বিদ্যালয়সমূহ, জাহাজমারা ইউনিয়ন"dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১ 
  7. মোঃ রিপাজ উদ্দিন। সম্ভাবনাময় হাতিয়া বাংলার সিঙ্গাপুর। পৃষ্ঠা ১৪৭। 
  8. "বর্তমান পরিষদ, জাহাজমারা ইউনিয়ন" (পিডিএফ)ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১ 
  9. "চেয়ারম্যান, জাহাজমারা ইউনিয়ন"jahajmaraup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]