বিজবাগ ইউনিয়ন
বিজবাগ | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে বিজবাগ ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫৫′ উত্তর ৯১°১৪′ পূর্ব / ২২.৯১৭° উত্তর ৯১.২৩৩° পূর্বস্থানাঙ্ক: ২২°৫৫′ উত্তর ৯১°১৪′ পূর্ব / ২২.৯১৭° উত্তর ৯১.২৩৩° পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | সেনবাগ উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ১৫.৫৫০ বর্গকিমি (৬.০০৪ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৪৮,০০০ |
• জনঘনত্ব | ৩,১০০/বর্গকিমি (৮,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৬২ ![]() |
বিজবাগ বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত সেনবাগ উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন[সম্পাদনা]
বিজবাগ ইউনিয়নের আয়তন ১৫.৫৫০ বর্গ কি.মি.।
জনসংখ্যা[সম্পাদনা]
জনসংখ্যা-৪৮০০০
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
সেনবাগ উপজেলার দক্ষিণাংশে বিজবাগ ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে মোহাম্মদপুর ইউনিয়ন ও কাবিলপুর ইউনিয়ন, পশ্চিমে বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়ন, দক্ষিণে নবীপুর ইউনিয়ন এবং পূর্বে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়ন ও রামনগর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
বিজবাগ ইউনিয়ন সেনবাগ উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সেনবাগ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৯নং নির্বাচনী এলাকা নোয়াখালী-২ এর অংশ। ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হলো:[১]
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | ধর্মপুর |
২নং ওয়ার্ড | বীর নারায়ণপুর |
৩নং ওয়ার্ড | কাজিরখিল |
৪নং ওয়ার্ড | শ্যামেরগাঁও |
৫নং ওয়ার্ড | বিজবাগ |
৬নং ওয়ার্ড | বিজবাগ |
৭নং ওয়ার্ড | বিজবাগ |
৮নং ওয়ার্ড | উত্তর বালিয়াকান্দি |
৯নং ওয়ার্ড | দক্ষিণ বালিয়াকান্দি, মাদলা |
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
বিজবাগ ইউনিয়নে সাক্ষরতার হার ৬৫%। কলেজ-১টি। মাধ্যমিক বিদ্যালয়-২টি। প্রাথমিক বিদ্যালয়-সরকারি ১২টি,রেজিস্টার্ড ১টি,কে জি ১১টি।
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ, বিজবাগ এন.কে উচ্চ বিদ্যালয়(১৯৩৯), জয়নগর উচ্চ বিদ্যালয়, বিজবাগ রাব্বানিয়া সিনিয়র মাদ্রসা
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
খাল ও নদী[সম্পাদনা]
হাট-বাজার[সম্পাদনা]
উল্লেখযোগ্য হাট বাজার হচ্ছে-মিয়ারহাট,বকসিরহাট, ফকিরহাট,মজুমদারহাট,শ্যামেরগাও বাজার।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
জনপ্রতিনিধি[সম্পাদনা]
ইউপি চেয়ারম্যানঃ বাকের হোসেন [তথ্যসূত্র-২]
ইউনিয়ন পরিষদের মেম্বারগণঃ [তথ্যসূত্র-৩]
ছায়দুল হক, বাবুল মোস্তফা,
মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ,
মোহাম্মদ জাকের হোসেন বাবুল,
জান্নাতুল ফেরদাউস,
মোহাম্মদ ইসমাইল হোসেন,
মোহাম্মদ মাহবুব উল্লাহ,
মোহাম্মদ আহছান উল্লাহ,
জুলেখা বেগম,
আয়েশা বেগম।
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "গ্রামসমূহের তালিকা"। bejbaghup.noakhali.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২০।
বহিঃসংযোগ[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |