সোনাপুর ইউনিয়ন, সোনাইমুড়ি
সোনাপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() প্রাতিষ্ঠানিক লোগো | |
বাংলাদেশে সোনাপুর ইউনিয়ন, সোনাইমুড়ির অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°০′১০″ উত্তর ৯১°৩′৫১″ পূর্ব / ২৩.০০২৭৮° উত্তর ৯১.০৬৪১৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | সোনাইমুড়ি উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ আলমগীর হোসেন (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ১৩.৬৭ বর্গকিমি (৫.২৮ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৫,৭৯১ |
• জনঘনত্ব | ১,৯০০/বর্গকিমি (৪,৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬২.২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৪৭ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
সোনাপুর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত সোনাইমুড়ি উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন[সম্পাদনা]
সোনাপুর ইউনিয়নের আয়তন ১৩.৬৭ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সোনাপুর ইউনিয়নের জনসংখ্যা ২৫,৭৯১ জন।
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
সোনাইমুড়ি উপজেলার দক্ষিণাংশে সোনাপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে বজরা ইউনিয়ন, উত্তরে নদনা ইউনিয়ন, পশ্চিমে দেওটি ইউনিয়ন ও আমিশাপাড়া ইউনিয়ন এবং দক্ষিণে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
সোনাপুর ইউনিয়ন সোনাইমুড়ি উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সোনাইমুড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৮নং নির্বাচনী এলাকা নোয়াখালী-১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- বারাহিপুর
- চণ্ডীনগর
- ধন্যপুর
- হাসানপুর
- মেরিপাড়া
- মুরাদপুর
- নোয়াগাঁও
- উত্তর হীরাপুর
- উত্তর কালিকাপুর
- উত্তর সোনাপুর
- দক্ষিণ মাহতাবপুর
- পশ্চিম চাঁদপুর
- পশ্চিম দৌলতপুর
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সোনাপুর ইউনিয়নের স্বাক্ষরতার হার ৬২.২%।[১] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদরাসা এবং ১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
প্রাথমিক বিদ্যালয়[২]
- নোয়াগাঁও রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- ১নং মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মেরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সোনাপুর কোট বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সোনাপুর আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধন্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম দৌলতপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- ১নং সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বারাহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
সোনাইমুড়ী উপজেলা হতে সিএনজি অথবা বাস যোগে দীঘিরজান এসে সেখান থেকে আমিশাপাড়া সড়কে আসলেই ইউপি কমপ্লেক্স দেখা যাবে।
খাল ও নদী[সম্পাদনা]
খাল ও নদীর তালিকা[৩]
- ওয়াপদা খাল
- আজহর কেরানী খাল
- গোলাম নবী খাল
হাট-বাজার[সম্পাদনা]
হাট-বাজারের তালিকা[৪]
- সোনাপুর বাজার
- কালিকাপুর বাজার
- কোটবাড়িয়া বাজার
- হীরাপুর তিনতেড়ি বাজার
- ধন্যপুর বাজার
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- মোজাফফর আহমেদ স্মৃতি ভবন
- মোজাফফর আহমেদের বাড়ী
জনপ্রতিনিধি[সম্পাদনা]
বর্তমান পরিষদ[৫]
নাম | পদবি | নির্বাচিত এলাকা |
---|---|---|
মোঃ আলমগীর হোসেন[৬] | চেয়ারম্যান | |
মোঃ গোলাম মূর্তুজা | সাধারণ সদস্য | ০১নং ওয়ার্ড |
মহিন উদ্দিন ভূইয়া | সাধারণ সদস্য | ০২নং ওয়ার্ড |
মোঃ ইয়াকুব আলী | সাধারণ সদস্য | ০৩নং ওয়ার্ড |
জাহাঙ্গীর আলম | সাধারণ সদস্য | ০৪নং ওয়ার্ড |
আবুল হোসেন | সাধারণ সদস্য | ০৫নং ওয়ার্ড |
তোফায়েল আহম্মদ | সাধারণ সদস্য | ০৬নং ওয়ার্ড |
আবদুর রাজ্জাক | সাধারণ সদস্য | ০৭নং ওয়ার্ড |
রফিকুল আলম | সাধারণ সদস্য | ০৮নং ওয়ার্ড |
আবদুল হালিম | সাধারণ সদস্য | ০৯নং ওয়ার্ড |
নারগিস আক্তার | সংরক্ষিত মহিলা সদস্য | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
মীর্জা কামরুন নাহার | সংরক্ষিত মহিলা সদস্য | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
শাহিন আক্তার নয়ন | সংরক্ষিত মহিলা সদস্য | ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড |
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়সমূহ, সোনাপুর ইউনিয়ন"। dpe.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- ↑ "খাল ও নদী, সোনাপুর ইউনিয়ন"। sonapurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- ↑ "হাট-বাজারের তালিকা, সোনাপুর ইউনিয়ন"। sonapurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- ↑ "বর্তমান পরিষদ, সোনাপুর ইউনিয়ন" (পিডিএফ)। ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- ↑ "চেয়ারম্যান, সোনাপুর ইউনিয়ন"। sonapurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।