চর মটুয়া ইউনিয়ন

স্থানাঙ্ক: ২২°৫১′৪৪″ উত্তর ৯০°৫৮′৫১″ পূর্ব / ২২.৮৬২২২° উত্তর ৯০.৯৮০৮৩° পূর্ব / 22.86222; 90.98083
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চর মটুয়া
ইউনিয়ন
১নং চর মটুয়া ইউনিয়ন পরিষদ
চর মটুয়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
চর মটুয়া
চর মটুয়া
চর মটুয়া বাংলাদেশ-এ অবস্থিত
চর মটুয়া
চর মটুয়া
বাংলাদেশে চর মটুয়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫১′৪৪″ উত্তর ৯০°৫৮′৫১″ পূর্ব / ২২.৮৬২২২° উত্তর ৯০.৯৮০৮৩° পূর্ব / 22.86222; 90.98083 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলানোয়াখালী সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট১৭.৬২ বর্গকিমি (৬.৮০ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২৭,৯৫১
 • জনঘনত্ব১,৬০০/বর্গকিমি (৪,১০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৩.৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮০৯ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

চর মটুয়া বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত নোয়াখালী সদর উপজেলার একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

চর মটুয়া ইউনিয়নের আয়তন ১৭.৬২ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর মটুয়া ইউনিয়নের জনসংখ্যা ২৭,৯৫১ জন।

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

নোয়াখালী সদর উপজেলার উত্তর-পশ্চিমাংশে চর মটুয়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে আণ্ডারচর ইউনিয়নপূর্ব চর মটুয়া ইউনিয়ন, পূর্বে পূর্ব চর মটুয়া ইউনিয়নদাদপুর ইউনিয়ন, উত্তরে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নলক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার চর শাহী ইউনিয়ন এবং পশ্চিমে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

চর মটুয়া ইউনিয়ন নোয়াখালী সদর উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সুধারাম মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭১নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • অভিরামপুর
  • বৈকুণ্ঠপুর
  • বোবারকান্দি
  • ব্রহ্মপুর
  • চন্দ্রবল্লভ
  • ফরিদাবাদ
  • ফাজিলপুর
  • খালিশাটোলা
  • লক্ষ্মীনারায়ণপুর
  • লক্ষ্মীপুদ
  • মহতাপুর
  • মনারখিল
  • নেওয়াজের ডগি
  • রামানন্দী
  • শংকরপুর

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর মটুয়া ইউনিয়নের স্বাক্ষরতার হার ৫৩.৬%।[১] এ ইউনিয়নে ১টি কলেজ, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদরাসা, ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

কলেজ[২]

প্রাথমিক বিদ্যালয়[৩]

  • ফরিদাবাদ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আমিনিয়া আনছারিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ খলিশা টোলা নুর মোহাম্মদ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • লক্ষ্মীনারায়ণপুর আবদুল্লাহ চৌধুরী রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খলিশা টোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মহতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ঠেকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নেয়াজের ডগী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব মহতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রাওলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বোবারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মনার খিল রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম ব্রহ্মপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • লক্ষ্মীপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চন্দ্রবল্লভ আহম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পানা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

জেলা শহরের মাইজদী মসজিদ মোড় থেকে সিএনজি যোগে উদয় সাধুর হাট বাজার আসলেই ইউপি কমপ্লেক্স দেখা যাবে। অথবা জেলা জামে মসজিদ মোড় মাইজদী থেকে সিএনজি যোগে দত্ত বাড়ীর মোড় হয়ে নবীর দোকান হয়ে খলিফার হাট বাজার হয়ে উদয় সাধুর হাট বাজার আসলেই ইউপি কমপ্লেক্স দেখা যাবে।

খাল ও নদী[সম্পাদনা]

খাল ও নদীর তালিকা[৪]

  • নাপিতের খাল
  • ব্রহ্মপুর জোগার খাল
  • ইসলামিয়া খাল
  • বৈকুণ্ঠপুর-ছয়ানী খাল

হাট-বাজার[সম্পাদনা]

হাট-বাজারের তালিকা[৫]

  • উদয় সাধুর হাট
  • ঠেকার হাট

দর্শনীয় স্থান[সম্পাদনা]

জনপ্রতিনিধি[সম্পাদনা]

বর্তমান পরিষদ[৬]

নাম পদবি নির্বাচিত এলাকা
মোঃ কামাল উদ্দিন চেয়ারম্যান
মিজানুর রহমান সাধারণ সদস্য ০১নং ওয়ার্ড
মাকছুদুর রহমান শিপন সাধারণ সদস্য ০২নং ওয়ার্ড
সালেহ উদ্দিন সৈয়দ আহমেদ সাধারণ সদস্য ০৩নং ওয়ার্ড
মোঃ গোলাম সরওয়ার সাধারণ সদস্য ০৪নং ওয়ার্ড
মোঃ জিয়া উদ্দিন ভূঁইয়া সাধারণ সদস্য ০৫নং ওয়ার্ড
মোঃ সামছু উদ্দিন খোকন সাধারণ সদস্য ০৬নং ওয়ার্ড
মোঃ আলী হাসান হিরু সাধারণ সদস্য ০৭নং ওয়ার্ড
কামাল আহমেদ সাধারণ সদস্য ০৮নং ওয়ার্ড
মোঃ মওদুদুর রহমান সাধারণ সদস্য ০৯নং ওয়ার্ড
রেহানা আক্তার সংরক্ষিত মহিলা সদস্য ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড
নুর বানু সংরক্ষিত মহিলা সদস্য ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড
সুফিয়া আক্তার সংরক্ষিত মহিলা সদস্য ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড

প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা[৭]

ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ শামছুল কবির চৌধুরী ১৯৭৩–১৯৭৭
০২ গিয়াস উদ্দিন মিয়া ১৯৭৭–১৯৮৪
০৩ আলফাজ উদ্দিন আহমেদ চৌধুরী ১৯৮৪–২০০৩
০৪ গিয়াস উদ্দিন মিয়া ২০০৩–২০১১
০৫ মোঃ রফিক উল্লাহ ২০১০–২০১১

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  2. "কলেজ, চর মটুয়া ইউনিয়ন"banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  3. "প্রাথমিক বিদ্যালয়সমূহ, চর মটুয়া ইউনিয়ন"dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  4. "খাল ও নদী, চর মটুয়া ইউনিয়ন"charmatuaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  5. "হাট-বাজারের তালিকা, চর মটুয়া ইউনিয়ন"charmatuaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  6. "বর্তমান পরিষদ, চর মটুয়া ইউনিয়ন"charmatuaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  7. "প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ, চর মটুয়া ইউনিয়ন"charmatuaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]