বারগাঁও ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৩°২′১২″ উত্তর ৯১°৭′২০″ পূর্ব / ২৩.০৩৬৬৭° উত্তর ৯১.১২২২২° পূর্ব / 23.03667; 91.12222
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বারগাঁও
ইউনিয়ন
৪নং বারগাঁও ইউনিয়ন পরিষদ
বারগাঁও চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
বারগাঁও
বারগাঁও
বারগাঁও বাংলাদেশ-এ অবস্থিত
বারগাঁও
বারগাঁও
বাংলাদেশে বারগাঁও ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°২′১২″ উত্তর ৯১°৭′২০″ পূর্ব / ২৩.০৩৬৬৭° উত্তর ৯১.১২২২২° পূর্ব / 23.03667; 91.12222 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাসোনাইমুড়ি উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আসন২৬৯ নোয়াখালী-২
সরকার
 • চেয়ারম্যানমোঃ সামছুল আলম (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট১৭.২০ বর্গকিমি (৬.৬৪ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩১,৭০৬
 • জনঘনত্ব১,৮০০/বর্গকিমি (৪,৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৬.৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮২৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

বারগাঁও বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত সোনাইমুড়ি উপজেলার একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

বারগাঁও ইউনিয়নের আয়তন ১৭.২০ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বারগাঁও ইউনিয়নের জনসংখ্যা ৩১,৭০৬ জন।

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

সোনাইমুড়ি উপজেলার পূর্বাংশে বারগাঁও ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে চাষীরহাট ইউনিয়ন, উত্তর-পশ্চিমে সোনাইমুড়ি পৌরসভা, পশ্চিমে বজরা ইউনিয়ন, দক্ষিণে নাটেশ্বর ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে অম্বরনগর ইউনিয়ন এবং উত্তর-পূর্বে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নছাতারপাইয়া ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

বারগাঁও ইউনিয়ন সোনাইমুড়ি উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সোনাইমুড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৯নং নির্বাচনী এলাকা নোয়াখালী-২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • আঁটিয়া বাড়ী
  • বারগাঁও
  • ভাবিয়া পাড়া
  • পূর্ব দৌলতপুর
  • কাশীপুর
  • কৃষ্ণপুর
  • ছোট লতিফপুর
  • মকিল্যা
  • উত্তর হোসেনপুর
  • উত্তর পিয়ারাপুর
  • রাজিবপুর
  • রামকৃষ্ণপুর
  • দক্ষিণ পিয়ারাপুর

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বারগাঁও ইউনিয়নের স্বাক্ষরতার হার ৫৬.৩%।[১] এ ইউনিয়নে ১টি কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদরাসা এবং ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

কলেজ[২]

  1. আতাউর রহমান ভূঁইয়া কলেজ

প্রাথমিক বিদ্যালয়[৩]

  1. উত্তর কাশীপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. পশ্চিম বারগাঁও রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. বারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  6. কৃষ্ণপুর শহীদ শাহ আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  7. কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  8. উত্তর হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  9. রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

আবদুল আলি সুমন শিকদার= দুবাই ব্যবসায়ী প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ..কাশিপুর বারগাঁও

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

সোনাইমুড়ী উপজেলা হতে সিএনজি অথবা বাস যোগে ভোরের বাজার নেমে উত্তর দিকে আসলেই আসলেই ইউপি কমপ্লেক্স দেখা যাবে।

খাল ও নদী[সম্পাদনা]

খাল ও নদীর তালিকা[৪]

  • দৌলতপুর-কাশীপুর-সোনাইমুড়ী সংযোগ খাল
  • মকিল্যা-সোনইমুড়ী সংযোগ খাল
  • হোসেনপুর-চৌমুহনী সংযোগ খাল

হাট-বাজার[সম্পাদনা]

হাট-বাজারের তালিকা[৫]

  • কাশীপুর বাজার
  • ভোরের বাজার

দর্শনীয় স্থান[সম্পাদনা]

  • রামকৃষ্ণ জমিদার বাড়ী

জনপ্রতিনিধি[সম্পাদনা]

বর্তমান পরিষদ[৬]

নাম পদবি নির্বাচিত এলাকা
মোঃ সামছুল আলম[৭] চেয়ারম্যান ভোট চোর
মোঃ ছালেহ আহম্মদ সাধারণ সদস্য ০১নং ওয়ার্ড
মোঃ পলাশ সাধারণ সদস্য ০২নং ওয়ার্ড
মোঃ ইকবাল মাহমুদ ফরেন্স সাধারণ সদস্য ০৩নং ওয়ার্ড
মোঃ রুহুল আমিন সাধারণ সদস্য ০৪নং ওয়ার্ড
মোঃ মমিনুল হক মামুন সাধারণ সদস্য ০৫নং ওয়ার্ড
মোঃ কামাল হোসেন সাধারণ সদস্য ০৬নং ওয়ার্ড
আবু জাহিদ সাধারণ সদস্য ০৭নং ওয়ার্ড
মোঃ আবুল হোসেন সাধারণ সদস্য ০৮নং ওয়ার্ড
মোঃ ওমর ফারুক সাধারণ সদস্য ০৯নং ওয়ার্ড
মনোয়ারা বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড
চিনু রানী দাস সংরক্ষিত মহিলা সদস্য ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড
রায়হান বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 
  2. "কলেজ, বারগাঁও ইউনিয়ন"banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 
  3. "প্রাথমিক বিদ্যালয়সমূহ, বারগাঁও ইউনিয়ন"dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 
  4. "খাল ও নদী, বারগাঁও ইউনিয়ন"barogaonup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 
  5. "হাট-বাজারের তালিকা, বারগাঁও ইউনিয়ন"barohaonup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 
  6. "বর্তমান পরিষদ, বারগাঁও ইউনিয়ন" (পিডিএফ)ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 
  7. "চেয়ারম্যান, বারগাঁও ইউনিয়ন"barogaonup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]