চর জব্বর ইউনিয়ন
অবয়ব
চর জব্বর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে চর জব্বর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৪১′৮″ উত্তর ৯১°৬′৪২″ পূর্ব / ২২.৬৮৫৫৬° উত্তর ৯১.১১১৬৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | সুবর্ণচর উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮০২ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
চর জব্বর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত সুবর্ণচর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]চর জব্বর ইউনিয়নের মোট আয়তন – ২৭.৯৬ বর্গমাইল বা ৭১.৫৭ বর্গ কিলোমিটার এবং মোট জমির পরিমান – ১৭,৮৯৯.১৯ একর বা ৭,৬৮২.০৫ হেক্টর।
জনসংখ্যা
[সম্পাদনা]এই ইউনিয়নের জনসংখ্যা প্রায় ৭০,১২৩
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]সুবর্ণচর উপজেলার উত্তরাংশে চর জব্বর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে ও দক্ষিণ-পশ্চিমে চর ওয়াপদা ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে ও পূর্বে চর জুবলী ইউনিয়ন এবং উত্তরে নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন ও এওজবালিয়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]চর জব্বর ইউনিয়ন সুবর্ণচর উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চর জব্বর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭১ নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হলো:-
- জাহাজমারা
- চর হাসান
- চর রশিদ
- পশ্চিম চর জব্বর
- চর জব্বর
- চর পানা উল্যাহ
- উত্তর ব্যগ্যা
পোস্ট অফিস
[সম্পাদনা]- পশ্চিম চর জব্বর - ৩৮০২
স্মার্ট (ডিজিটাল) পোস্ট অফিস
[সম্পাদনা]- পশ্চিম চর জব্বর ডিজিটাল পোস্ট অফিস
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]বিদ্যালয়
[সম্পাদনা]- চর জব্বর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।
- জাহাজমারা সূবর্ণ মডেল একাডেমী।
- জাহাজমারা রেড ক্রিসেন্ট উচ্চ বিদ্যালয়।
- চর জব্বর ভুঁইয়ার হাট উচ্চ বিদ্যালয়।
- আব্দুল্লাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয়।
মাদ্রাসা
[সম্পাদনা]- জাহাজমারা চেউয়াখালী দাখিল (প্রস্তাবিত আলিম) মাদ্রাসা।
- চর জব্বর মাহমুদিয়া দাখিল মাদরাসা।
- চর হাসান ইসলামিয়া দাখিল মাদ্রাসা।
- সমিতি বাজার দাখিল মাদরাসা।
- চেউয়াখালী ফারুকিয়া কওমী মাদ্রাসা।
- খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা।
- চেউয়াখালী মৌলভী হাফেজ আহম্মদ ইসলামীক ফাউন্ডেশন হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসা।
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]- ইউনিয়নের সীমানা
- উত্তর – সদর উপজেলার কালাদরাপ, এওজবালিয়া ইউনিয়ন, নোয়াখালী ইউনিয়ন ও ধর্মপুর ইউনিয়ন।
- পূর্ব – সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়ন ও চর জুবলী ইউনিয়ন।
- দক্ষিণ – সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়ন।
- পশ্চিম – লক্ষ্মীপুর জেলার রামগতি, কমলনগর উপজেলা।
খাল ও নদী
[সম্পাদনা]- মালেক খাল
- ভুলুয়া নদী (সংযোগ)
হাট-বাজার
[সম্পাদনা]- চেউয়াখালী বাজার।
- ভূইয়ার হাট।
- কাঞ্চন বাজার।
- আব্দুল্ল্যাহ মিয়ার হাট।
- পরিষ্কার বাজার।
- সমিতির বাজার।
- ইমান আলী বাজার।
- তাহের বাজার।
- নতুন বাজার।
- কলার হাট।
- দক্ষিণ ওয়াপদা।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- কামাল মিয়ার বাড়ি (বাংলা কামালের বাড়ি)
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- উপজেলা চেয়ারম্যান
- সাবেক : এ এইচ এম খায়রুল আলম চৌধুরী সেলিম
- বর্তমান (পদ বাতিল) : আতাহার ইশরাক সাবাব চৌধুরী
- চেয়ারম্যান
- সাবেক চেয়ারম্যান : আলহাজ্ব খলিলুল্লাহ মিয়া
- সাবেক চেয়ারম্যান : আলহাজ্ব আব্দুল্যাহ মিয়া
- সাবেক চেয়ারম্যান : তরিকুল ইসলাম (বিএসসি)
- সাবেক চেয়ারম্যান : তরিকুল ইসলাম (বিএসসি)
- বর্তমান চেয়ারম্যান : আলহাজ্ব এডভোকেট ওমর ফারুক
- ইউপি সদস্য
- জাহাজমারা : মাঈন উদ্দিন (জিকু)
- চর হাসান :
- পশ্চিম চর জব্বর :
- চর রশিদ :
- চর জব্বর : রিয়াজুল মাওলা চৌধুরী
- চর পানা উল্যাহ :
- উত্তর ব্যগ্যা :
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]ব্যাংকিং প্রতিষ্ঠান
[সম্পাদনা]- ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং, চেওয়াখালী বাজার।
- ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং, চেওয়াখালী বাজার।
- ওয়ান ব্যাংক এজেন্ট ব্যাংকিং, চেওয়াখালী বাজার।
- ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং, পশ্চিম চর জব্বর।
- গ্রামীণ ব্যাংক, চেওয়াখালী বাজার।
- মার্কেন্টাইল ব্যাংক এজেন্ট ব্যাংকিং, ভুঁইয়ার হাট।
এনজিও প্রতিষ্ঠান
[সম্পাদনা]- ব্রাক, চেওয়াখালী বাজার।
- সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা, চেওয়াখালী বাজার।
- কোডেক, চেওয়াখালী বাজার।
- উদ্দিপন, ভুঁইয়ার হাট শাখা।
আরও জানুন
[সম্পাদনা]- সুবর্ণচর উপজেলা
- সুবর্ণচর থানা
- নোয়াখালী জেলা
- ভাসানচর
- হাতিয়া উপজেলা
- কবিরহাট উপজেলা
- চাটখিল উপজেলা
- নোয়াখালী সদর উপজেলা
- কোম্পানিগঞ্জ উপজেলা
- বেগমগঞ্জ উপজেলা
- সোনাইমুড়ী উপজেলা
- সেনবাগ উপজেলা
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |