তমরদ্দি ইউনিয়ন
তমরদ্দি | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে তমরদ্দি ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১৮′৮″ উত্তর ৯১°৪′৫৯″ পূর্ব / ২২.৩০২২২° উত্তর ৯১.০৮৩০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | হাতিয়া উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৯২ |
তমরদ্দি বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত হাতিয়া উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন[সম্পাদনা]
অত্র ইউনিয়নের মোট আয়তন ১৬৭.৯ বর্গ কিঃমিঃ
জনসংখ্যা[সম্পাদনা]
তমরদ্দি ইউনিয়নের বর্তমান জনসংখ্যা ৩৩,৪০০ জন।
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
হাতিয়া উপজেলার পশ্চিমাংশে তমরদ্দি ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে চর কিং ইউনিয়ন পূর্বে হাতিয়া পৌরসভা দক্ষিণ-পূর্বে বুড়িরচর ইউনিয়ন, দক্ষিণে সোনাদিয়া ইউনিয়ন এবং পশ্চিমে হাতিয়া চ্যানেল ও ভোলা জেলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
তমরদ্দি ইউনিয়ন হাতিয়া উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাতিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৩নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৬ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
তমরদ্দি ইউনিয়নের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত সুগঠিত। রয়েছে অনেকগুলো প্রাইমারি স্কুল, একাধিক উচ্চ বিদ্যালয়, একটি কলেজ, একটি ফাজিল মাদ্রাসা। এছাড়াও অসংখ্য নূরানী মাদ্রাসা,মকতব রয়েছে অত্র ইউনিয়নে।
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
তমরদ্দি ইউনিয়নের স্থলপথে যোগাযোগের জন্য রয়েছে রিকশা, মোটরসাইকেল, অটোরিকশা,বেবি-টেক্সি ইত্যাদি।
খাল ও নদী[সম্পাদনা]
হাট-বাজার[সম্পাদনা]
দর্শনীয় স্থান[সম্পাদনা]
তমরদ্দি ইউনিয়নের দর্শনীয় স্থান সমূহের মধ্যে তমরদ্দি লঞ্চঘাট অন্যতম। সূর্যাস্তের সময় তমরদ্দি লঞ্চঘাটে ভিড় করে শত শত দর্শনার্থী। বিদায়ী সূর্যের লাল আভা,আভায় রঙিন মেঘ ও নদীর কল্লোল শব্দে মেতে উঠে বিকেলের তমরদ্দি লঞ্চঘাট।
উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
জনপ্রতিনিধি[সম্পাদনা]
আরো দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |