চর হাজারী ইউনিয়ন

স্থানাঙ্ক: ২২°৫১′৪৪″ উত্তর ৯১°১৮′৪৪″ পূর্ব / ২২.৮৬২২২° উত্তর ৯১.৩১২২২° পূর্ব / 22.86222; 91.31222
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চর হাজারী
ইউনিয়ন
৩নং চর হাজারী ইউনিয়ন পরিষদ
চর হাজারী চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
চর হাজারী
চর হাজারী
চর হাজারী বাংলাদেশ-এ অবস্থিত
চর হাজারী
চর হাজারী
বাংলাদেশে চর হাজারী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫১′৪৪″ উত্তর ৯১°১৮′৪৪″ পূর্ব / ২২.৮৬২২২° উত্তর ৯১.৩১২২২° পূর্ব / 22.86222; 91.31222 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাকোম্পানীগঞ্জ উপজেলা, নোয়াখালী উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট১৪.৭২ বর্গকিমি (৫.৬৮ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২৪,৯১১
 • জনঘনত্ব১,৭০০/বর্গকিমি (৪,৪০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৮.২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮৫১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

চর হাজারী বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

চর হাজারী ইউনিয়নের আয়তন ১৪.৭২ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর হাজারী ইউনিয়নের জনসংখ্যা ২৪,৯১১ জন।

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

কোম্পানীগঞ্জ উপজেলার পূর্বাংশে চর হাজারী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে চর পার্বতী ইউনিয়ন, পশ্চিমে বসুরহাট পৌরসভা, দক্ষিণ-পশ্চিমে চর কাঁকড়া ইউনিয়ন, দক্ষিণে রামপুর ইউনিয়নমুছাপুর ইউনিয়ন এবং পূর্বে ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

চর হাজারী ইউনিয়ন কোম্পানীগঞ্জ উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কোম্পানীগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭২নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • চর হাজারী
  • পশ্চিম চর হাজারী
  • মধ্যম চর হাজারী
  • পূর্ব চর হাজারী

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর পার্বতী ইউনিয়নের স্বাক্ষরতার হার ৪৮.২%।[১] এ ইউনিয়নে ১টি কলেজ, ৫টি উচ্চ বিদ্যালয়, ৩টি মাদরাসা, ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

কলেজ

প্রাথমিক বিদ্যালয়[২]

  • চর হাজারী নুরনগর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্যপূর্ব চর হাজারী রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চরহাজারী জগন্নাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব চরহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চরহাজারী এ. মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চরহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাজী মাহবুবুল হক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শান্তির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ মধ্যম চরহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন

  • আ. ফ. ম. আবদুল হক,

সহকারী অধ্যাপক, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী

  • ছায়েদুল হক,

মুক্তিযোদ্ধা।

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

কোম্পানীগঞ্জ উপজেলা থেকে বসুরহাট এসে আবু মাঝির হাট সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজি কিংবা রিকসা যোগে ইউনিয়ন পরিষদে আসা যায়।

খাল ও নদী[সম্পাদনা]

খাল ও নদীর তালিকা[৩]

  • ছোট ফেনী নদী
  • মধু খাল
  • ডাকাতিয়া খাল
  • মরা গঙ্গা খাল
  • চত্তোরিয়া খাল

হাট-বাজার[সম্পাদনা]

হাট-বাজারের তালিকা[৪]

  • আবু মাঝির হাট
  • শান্তির হাট
  • হাজারী হাট

দর্শনীয় স্থান[সম্পাদনা]

  • কুমির প্রদর্শনী[৫]

জনপ্রতিনিধি[সম্পাদনা]

বর্তমান পরিষদ[৬]

নাম পদবি নির্বাচিত এলাকা
এ জেড এম মহিউদ্দিন[৭] চেয়ারম্যান
ওমর ইবনে ফয়সল সাধারণ সদস্য ০১নং ওয়ার্ড
গোলাম হোসেন সাধারণ সদস্য ০২নং ওয়ার্ড
মোঃ হানিফ বেচু সাধারণ সদস্য ০৩নং ওয়ার্ড
শাহ আলম সাধারণ সদস্য ০৪নং ওয়ার্ড
আবদুল্লাহ আল মামুন সাধারণ সদস্য ০৫নং ওয়ার্ড
বাহার মিয়া সাধারণ সদস্য ০৬নং ওয়ার্ড
মোঃ নুর করিম সাধারণ সদস্য ০৭নং ওয়ার্ড
জাহাঙ্গীর আলম সাধারণ সদস্য ০৮নং ওয়ার্ড
ফজলুল হক সাধারণ সদস্য ০৯নং ওয়ার্ড
দিলারা আক্তার সংরক্ষিত মহিলা সদস্য ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড
কামরুন নাহার বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড
হাজেরা বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড

প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা[৮]

ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ বদিউজ্জামান
০২ নাদরের জামান
০৩ জিয়াউল হক বিএসসি
০৪ মৌলভী আলী আহম্মদ
০৫ আবু ছায়েদ
০৬ মৌলভী আলী আহম্মদ
০৭ আবু ছায়েদ
০৮ ফজলুল করিম ২০০২–২০১০
০৯ হারুন অর রশিদ ২০১১–২০১৬
১০ মোঃ নুরুল হুদা ২০১৬–২০২১

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  2. "প্রাথমিক বিদ্যালয়সমূহ, চর হাজারী ইউনিয়ন"dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  3. "খাল ও নদী, চর হাজারী ইউনিয়ন"charhazariup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  4. "হাট-বাজারের তালিকা, চর পার্বতী ইউনিয়ন"charhazariup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  5. "কুমির প্রদর্শনী, চর হাজারী ইউনিয়ন"charhazariup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  6. "বর্তমান পরিষদ, চর হাজারী ইউনিয়ন"charhazariup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  7. "চেয়ারম্যান, চর হাজারী ইউনিয়ন"charhazariup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  8. "প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ, চর হাজারী ইউনিয়ন"charhazariup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]