চর হাজারী ইউনিয়ন
চর হাজারী | |
---|---|
ইউনিয়ন | |
৩নং চর হাজারী ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে চর হাজারী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫১′৪৪″ উত্তর ৯১°১৮′৪৪″ পূর্ব / ২২.৮৬২২২° উত্তর ৯১.৩১২২২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | কোম্পানীগঞ্জ উপজেলা, নোয়াখালী |
আয়তন | |
• মোট | ১৪.৭২ বর্গকিমি (৫.৬৮ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৪,৯১১ |
• জনঘনত্ব | ১,৭০০/বর্গকিমি (৪,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৮.২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৫১ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
চর হাজারী বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]চর হাজারী ইউনিয়নের আয়তন ১৪.৭২ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর হাজারী ইউনিয়নের জনসংখ্যা ২৪,৯১১ জন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]কোম্পানীগঞ্জ উপজেলার পূর্বাংশে চর হাজারী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে চর পার্বতী ইউনিয়ন, পশ্চিমে বসুরহাট পৌরসভা, দক্ষিণ-পশ্চিমে চর কাঁকড়া ইউনিয়ন, দক্ষিণে রামপুর ইউনিয়ন ও মুছাপুর ইউনিয়ন এবং পূর্বে ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]চর হাজারী ইউনিয়ন কোম্পানীগঞ্জ উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কোম্পানীগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭২নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- চর হাজারী
- পশ্চিম চর হাজারী
- মধ্যম চর হাজারী
- পূর্ব চর হাজারী
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর পার্বতী ইউনিয়নের স্বাক্ষরতার হার ৪৮.২%।[১] এ ইউনিয়নে ১টি কলেজ, ৫টি উচ্চ বিদ্যালয়, ৩টি মাদরাসা, ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]কলেজ
প্রাথমিক বিদ্যালয়[২]
- চর হাজারী নুরনগর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্যপূর্ব চর হাজারী রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চরহাজারী জগন্নাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব চরহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চরহাজারী এ. মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চরহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাজী মাহবুবুল হক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- শান্তির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ মধ্যম চরহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন।
- আ. ফ. ম. আবদুল হক,
সহকারী অধ্যাপক, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী।
- ছায়েদুল হক,
মুক্তিযোদ্ধা।
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]কোম্পানীগঞ্জ উপজেলা থেকে বসুরহাট এসে আবু মাঝির হাট সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজি কিংবা রিকসা যোগে ইউনিয়ন পরিষদে আসা যায়।
খাল ও নদী
[সম্পাদনা]খাল ও নদীর তালিকা[৩]
- ছোট ফেনী নদী
- মধু খাল
- ডাকাতিয়া খাল
- মরা গঙ্গা খাল
- চত্তোরিয়া খাল
হাট-বাজার
[সম্পাদনা]হাট-বাজারের তালিকা[৪]
- আবু মাঝির হাট
- শান্তির হাট
- হাজারী হাট
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- কুমির প্রদর্শনী[৫]
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান পরিষদ[৬]
নাম | পদবি | নির্বাচিত এলাকা |
---|---|---|
এ জেড এম মহিউদ্দিন[৭] | চেয়ারম্যান | |
ওমর ইবনে ফয়সল | সাধারণ সদস্য | ০১নং ওয়ার্ড |
গোলাম হোসেন | সাধারণ সদস্য | ০২নং ওয়ার্ড |
মোঃ হানিফ বেচু | সাধারণ সদস্য | ০৩নং ওয়ার্ড |
শাহ আলম | সাধারণ সদস্য | ০৪নং ওয়ার্ড |
আবদুল্লাহ আল মামুন | সাধারণ সদস্য | ০৫নং ওয়ার্ড |
বাহার মিয়া | সাধারণ সদস্য | ০৬নং ওয়ার্ড |
মোঃ নুর করিম | সাধারণ সদস্য | ০৭নং ওয়ার্ড |
জাহাঙ্গীর আলম | সাধারণ সদস্য | ০৮নং ওয়ার্ড |
ফজলুল হক | সাধারণ সদস্য | ০৯নং ওয়ার্ড |
দিলারা আক্তার | সংরক্ষিত মহিলা সদস্য | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
কামরুন নাহার বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
হাজেরা বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড |
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা[৮]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | বদিউজ্জামান | |
০২ | নাদরের জামান | |
০৩ | জিয়াউল হক বিএসসি | |
০৪ | মৌলভী আলী আহম্মদ | |
০৫ | আবু ছায়েদ | |
০৬ | মৌলভী আলী আহম্মদ | |
০৭ | আবু ছায়েদ | |
০৮ | ফজলুল করিম | ২০০২–২০১০ |
০৯ | হারুন অর রশিদ | ২০১১–২০১৬ |
১০ | মোঃ নুরুল হুদা | ২০১৬–২০২১ |
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়সমূহ, চর হাজারী ইউনিয়ন"। dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- ↑ "খাল ও নদী, চর হাজারী ইউনিয়ন"। charhazariup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- ↑ "হাট-বাজারের তালিকা, চর পার্বতী ইউনিয়ন"। charhazariup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- ↑ "কুমির প্রদর্শনী, চর হাজারী ইউনিয়ন"। charhazariup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- ↑ "বর্তমান পরিষদ, চর হাজারী ইউনিয়ন"। charhazariup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- ↑ "চেয়ারম্যান, চর হাজারী ইউনিয়ন"। charhazariup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- ↑ "প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ, চর হাজারী ইউনিয়ন"। charhazariup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।