মোহাম্মদপুর ইউনিয়ন, চাটখিল
মোহাম্মদপুর | |
---|---|
ইউনিয়ন | |
৫নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে মোহাম্মদপুর ইউনিয়ন, চাটখিলের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৫′৪৪″ উত্তর ৯০°৫৯′৪৫″ পূর্ব / ২৩.০৯৫৫৬° উত্তর ৯০.৯৯৫৮৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | চাটখিল উপজেলা |
আয়তন | |
• মোট | ২১.২০ বর্গকিমি (৮.১৯ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩৫,৫৫৫ |
• জনঘনত্ব | ১,৭০০/বর্গকিমি (৪,৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬২.৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৭০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
মোহাম্মদপুর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত চাটখিল উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]মোহাম্মদপুর ইউনিয়নের আয়তন ২১.২০ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মোহাম্মদপুর ইউনিয়নের জনসংখ্যা ৩৫,৫৫৫ জন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]চাটখিল উপজেলার সর্ব-পূর্বে মোহাম্মদপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে বদলকোট ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে চাটখিল পৌরসভা ও পাঁচগাঁও ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়ন, পূর্বে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়ন, উত্তর-পূর্বে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়ন এবং উত্তরে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]মোহাম্মদপুর ইউনিয়ন চাটখিল উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চাটখিল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৮নং নির্বাচনী এলাকা নোয়াখালী-১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- আমিরথী
- বাবুপুর
- বানসা
- হরিপুর
- হাসর
- যশোড়া
- কাঁকরা পাড়া
- কামালপুর
- কুলশ্রী
- লক্ষ্মণপুর
- ভবানীপুর
- মলংচর
- মোহাম্মদপুর
- নোয়াপাড়া
- পাল্লা
- দুলালপুর
- তাহেরপুর
- নাথপাড়া
- রামচন্দ্রপুর
- ধন্যপুর
- পরানপুর
- ফাওড়া
- শোল্যা
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মোহাম্মদপুর ইউনিয়নের স্বাক্ষরতার হার ৬২.৮%।[১] এ ইউনিয়নে ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদরাসা এবং ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]প্রাথমিক বিদ্যালয়[২]
- পশ্চিম বানসা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বানসা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মোহাম্মদপুর রাজার বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাসর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কুলশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মলংমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মোহাম্মদপুর জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শোল্যা বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- যশোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পরানপুর কাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]সাবেক চেয়ারম্যান, জনাব আতিক উল্যাহ বি এস সি
আইয়ুব আলী বি এস সি( প্রধান শিক্ষক জনতা হাইস্কুল,)
মাওলানা নুর মোহাম্মাদ ( পিন্চিপাল আনোয়ার আলী ই' আলীম মাদ্রাসা,
গোলাম মোস্তফা বি এস সি(প্রধান শিক্ষক, কামালপুর এম এ হাশেম উচ্চ বিদ্যালয়)
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]চাটখিল উপজেলা হতে সিএনজি অথবা রিক্সা যোগে সহজেই ইউপি কমপ্লেক্সে আসা যায়।
খাল ও নদী ও মহেন্দ্রা খাল
[সম্পাদনা]খাল ও নদীর তালিকা[৩]
- মলংমুড়ী খাল
- পাল্লা খাল
- কুলশ্রী খাল
হাট-বাজার
[সম্পাদনা]হাট-বাজারের তালিকা[৪]
- বানসা বাজার।
- পাল্লা বাজার
- জনতা বাজার
- কালির হাট
- শান্তির বাজার
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- মোহাম্মদপুর মুক্তিযোদ্ধা স্মৃতি স্মরণি
- কামালপুর বড় মসজিদ
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান পরিষদ[৫]
নাম | পদবি | নির্বাচিত এলাকা |
---|---|---|
মোঃ মেহেদী হাসান | চেয়ারম্যান | |
মাছুম রানা | সাধারণ সদস্য | ০১নং ওয়ার্ড |
মোঃ সালে আহম্মদ | সাধারণ সদস্য | ০২নং ওয়ার্ড |
মোঃ হারুন রশিদ | সাধারণ সদস্য | ০৩নং ওয়ার্ড |
কোরবান আলি | সাধারণ সদস্য | ০৪নং ওয়ার্ড |
মোঃ জাহাঙ্গীর আলম | সাধারণ সদস্য | ০৫নং ওয়ার্ড |
মোঃ শামছুল হুদা | সাধারণ সদস্য | ০৬নং ওয়ার্ড |
মোঃ জাফর ইসলাম | সাধারণ সদস্য | ০৭নং ওয়ার্ড |
ওহিদ উল্যা | সাধারণ সদস্য | ০৮নং ওয়ার্ড |
মোঃ ইউসুফ আলী | সাধারণ সদস্য | ০৯নং ওয়ার্ড |
জান্নাতুল নাঈম | সংরক্ষিত মহিলা সদস্য | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
রোকসানা আক্তার | সংরক্ষিত মহিলা সদস্য | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
আমেনা আক্তার | সংরক্ষিত মহিলা সদস্য | ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড |
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা[৬]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | তৈয়ব আলী | ১৯৮৩–১৯৮৮ |
০২ | মোঃ মাজেদুল ইসলাম সরকার | ১৯৮৮–১৯৯৩ |
০৩ | কফিল উদ্দিন | ১৯৯৩–১৯৯৮ |
০৪ | আতিক উল্যাহ | ১৯৯৮–২০০৩ |
০৫ | আবু সায়েদ চৌধুরী | ২০০৩–২০১১ |
০৬ | সহিদ উল্যা | ২০১১–২০১১ |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়সমূহ, মোহাম্মদপুর ইউনিয়ন"। dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- ↑ "খাল ও নদী, মোহাম্মদপুর ইউনিয়ন"। mohammadpuru5p.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- ↑ "হাট-বাজারের তালিকা, মোহাম্মদপুর ইউনিয়ন"। mohammadpuru5p.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- ↑ "বর্তমান পরিষদ, মোহাম্মদপুর ইউনিয়ন"। mohammadpuru5p.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- ↑ "প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ, মোহাম্মদপুর ইউনিয়ন"। mohammadpuru5p.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।