মোহাম্মদপুর ইউনিয়ন, সেনবাগ
মোহাম্মদপুর | |
---|---|
ইউনিয়ন | |
৭নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে মোহাম্মদপুর ইউনিয়ন, সেনবাগের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫৬′৩৫″ উত্তর ৯১°১৪′৪৫″ পূর্ব / ২২.৯৪৩০৬° উত্তর ৯১.২৪৫৮৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | সেনবাগ উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | ফিরোজ আলম |
আয়তন | |
• মোট | ১১.৯৪ বর্গকিমি (৪.৬১ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৩,৪২৩ |
• জনঘনত্ব | ২,০০০/বর্গকিমি (৫,১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৮.৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৬৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
মোহাম্মদপুর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত সেনবাগ উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]মোহাম্মদপুর ইউনিয়নের আয়তন ১১.৯৪ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মোহাম্মদপুর ইউনিয়নের জনসংখ্যা ২৩,৪২৩ জন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]সেনবাগ উপজেলার মধ্যাংশে মোহাম্মদপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে সেনবাগ পৌরসভা, পশ্চিমে সেনবাগ পৌরসভা ও কাবিলপুর ইউনিয়ন, দক্ষিণে বিজবাগ ইউনিয়ন এবং পূর্বে ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার রামনগর ইউনিয়ন ও পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]মোহাম্মদপুর ইউনিয়ন সেনবাগ উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সেনবাগ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৯নং নির্বাচনী এলাকা নোয়াখালী-২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- মোহাম্মদপুর
- রাজারামপুর
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মোহাম্মদপুর ইউনিয়নের স্বাক্ষরতার হার ৫৮.৬%।[১] এ ইউনিয়নে ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]প্রাথমিক বিদ্যালয়[২]
- মোহাম্মদপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সেবারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মোহাম্মদপুর ডি. টি. সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সিরাজ উদ্দীন আহমেদ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]উদ্যোক্তা, অমর একুশে গ্রন্থমেলা
সাবেক সংসদ সদস্য, নোয়াখালী-৫
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]সেনবাগ উপজেলা হতে সিএনজি অথবা অটোরিকশা যোগে সহজেই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আসা যায়।
খাল ও নদী
[সম্পাদনা]- শাহজী খাল
হাট-বাজার
[সম্পাদনা]হাট-বাজারের তালিকা[৩]
- সেবারহাট
- মতি মিয়ার হাট
- ভূঁইয়ার দীঘি বাজার
- সাহাজির হাট
- কল্যান্দি বাজার
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- কল্যান্দি জমিদার বাড়ি
- ভূঁইয়ার দীঘি
- পীর আনিস ভূঁইয়া সাহেবের জামে মসজিদ
- সেবারহাট কালী মন্দির
- জামাই শ্বশুরের দীঘি (তিনপুকুর)
- হামিদ আলী কন্ট্রাক্টর বাড়ি
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান পরিষদ[৪]
নাম | পদবি | নির্বাচিত এলাকা |
---|---|---|
ফিরোজ আলম[৫] | চেয়ারম্যান | |
নজরুল ইসলাম | সাধারণ সদস্য | ০১নং ওয়ার্ড |
কাজী জহিরুল ইসলাম | সাধারণ সদস্য | ০২নং ওয়ার্ড |
আবদুর রহিম | সাধারণ সদস্য | ০৩নং ওয়ার্ড |
সাহাব উদ্দিন | সাধারণ সদস্য | ০৪নং ওয়ার্ড |
জহির হোসেন | সাধারণ সদস্য | ০৫নং ওয়ার্ড |
ছানা উল্যাহ | সাধারণ সদস্য | ০৬নং ওয়ার্ড |
শাহাদাত হোসেন | সাধারণ সদস্য | ০৭নং ওয়ার্ড |
সাধারণ সদস্য | ০৮নং ওয়ার্ড | |
নাছির উদ্দিন | সাধারণ সদস্য | ০৯নং ওয়ার্ড |
হাছিনা আক্তার | সংরক্ষিত মহিলা সদস্য | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
শাহেনা আক্তার | সংরক্ষিত মহিলা সদস্য | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
শাহীনুর আক্তার | সংরক্ষিত মহিলা সদস্য | ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়সমূহ, মোহাম্মদপুর ইউনিয়ন"। dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।
- ↑ "হাট-বাজারের তালিকা, মোহাম্মদপুর ইউনিয়ন"। mohammadpurup7.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।
- ↑ "বর্তমান পরিষদ, মোহাম্মদপুর ইউনিয়ন"। mohammadpurup7.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।
- ↑ "চেয়ারম্যান, মোহাম্মদপুর ইউনিয়ন"। mohammadpurup7.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।