চৌমুহনী পৌরসভা

স্থানাঙ্ক: ২২°৫৬′২১″ উত্তর ৯১°৭′০″ পূর্ব / ২২.৯৩৯১৭° উত্তর ৯১.১১৬৬৭° পূর্ব / 22.93917; 91.11667
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চৌমুহনী
পৌরসভা
চৌমুহনী পৌরসভা
প্রাতিষ্ঠানিক লোগো
প্রাতিষ্ঠানিক লোগো
চৌমুহনী বাংলাদেশ-এ অবস্থিত
চৌমুহনী
চৌমুহনী
বাংলাদেশে চৌমুহনী পৌরসভার অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৬′২১″ উত্তর ৯১°৭′০″ পূর্ব / ২২.৯৩৯১৭° উত্তর ৯১.১১৬৬৭° পূর্ব / 22.93917; 91.11667 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাবেগমগঞ্জ উপজেলা
প্রতিষ্ঠাকাল১৯৭৩
সরকার
 • পৌর মেয়রখালেদ সাইফুল্লাহ
আয়তন
 • মোট২০.৭০ বর্গকিমি (৭.৯৯ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৮০,০০১
 • জনঘনত্ব৩,৯০০/বর্গকিমি (১০,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৭.২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮২১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

চৌমুহনী পৌরসভা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি পৌরসভা

আয়তন[সম্পাদনা]

চৌমুহনী পৌরসভার আয়তন ২০.৭০ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চৌমুহনী পৌরসভার জনসংখ্যা ৮০,০০১ জন।[১]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

বেগমগঞ্জ উপজেলার মধ্যাংশে চৌমুহনী পৌরসভার অবস্থান। এ পৌরসভার উত্তর-পশ্চিমে মিরওয়ারিশপুর ইউনিয়ন, উত্তরে নরোত্তমপুর ইউনিয়ন, উত্তর-পূর্বে দুর্গাপুর ইউনিয়ন, পূর্বে হাজীপুর ইউনিয়ন, দক্ষিণে শরীফপুর ইউনিয়নএকলাশপুর ইউনিয়ন এবং দক্ষিণ-পশ্চিমে ও পশ্চিমে বেগমগঞ্জ ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

চৌমুহনী পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম বেগমগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭০নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৩ এর অংশ। এটি একটি "ক" শ্রেণীর পৌরসভা। ওয়ার্ডভিত্তিক চৌমুহনী পৌরসভার এলাকাসমূহ হল:

ওয়ার্ড নং অন্তর্ভুক্ত গ্রাম/মহল্লার নাম
১নং ওয়ার্ড মিরওয়ারিশপুর, উত্তর নাজিরপুর, মধ্য নাজিরপুর (আংশিক)
২নং ওয়ার্ড দক্ষিণ নাজিরপুর, মধ্য নাজিরপুর (আংশিক)
৩নং ওয়ার্ড দক্ষিণ আলীপুর, মধ্য আলীপুর, উত্তর আলীপুর (কুড়ি পাড়া), পশ্চিম আলীপুর
৪নং ওয়ার্ড গলা বাড়িয়া, করিমপুর, পশ্চিম হাজীপুর (চৌমুহনী), পূর্ব আলীপুর
৫নং ওয়ার্ড দক্ষিণ গণিপুর, পশ্চিম গণিপুর
৬নং ওয়ার্ড পশ্চিম নরোত্তমপুর, পূর্ব গণিপুর
৭নং ওয়ার্ড কিসমত করিমপুর, পূর্ব নরোত্তমপুর, উত্তর হাজীপুর
৮নং ওয়ার্ড মধ্য হাজীপুর
৯নং ওয়ার্ড দক্ষিণ হাজীপুর, পূর্ব হাজীপুর

প্রতিষ্ঠাকাল[সম্পাদনা]

১৯৭৩ সালে চৌমুহনী পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে।

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চৌমুহনী পৌরসভার স্বাক্ষরতার হার ৬৭.২%।[১] এ পৌরসভায় ৩টি কলেজ, ৮টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

কলেজ[২]

  1. চৌমুহনী সরকারি এস.এ. কলেজ
  2. আপার মডেল কলেজ
  3. জালাল উদ্দিন কলেজ

মাধ্যমিক বিদ্যালয়[৩]

  1. বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
  2. গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
  3. সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়, বেগমগঞ্জ
  4. চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়
  5. মীরকাশেম বহুমুখী উচ্চ বিদ্যালয়
  6. ডেল্টা জুট মিলস্ উচ্চ বিদ্যালয়
  7. নোয়াখালী পাবলিক উচ্চ বিদ্যালয়
  8. দারুল ইসলাম মডেল একাডেমি

প্রাথমিক বিদ্যালয়[৪]

  1. উত্তর নাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. পশ্চিম গণিপুর এন জামান সরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. পূর্ব নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. মধ্য নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  6. দক্ষিণ আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  7. বেগমগঞ্জ জে. কে. আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  8. পূর্ব করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  9. মধ্য করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  10. গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  11. কিসমত করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  12. উত্তর হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  13. উত্তর পশ্চিম হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  14. চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  15. হাজীপুর নবদিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়
  16. শিশুকল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

নোয়াখালী জেলার মূল কেন্দ্রে অবস্থিত হওয়ায় চৌমুহনী পৌরসভা থেকে বাংলাদেশের সকল বড় শহরগুলোতেই বাস-ট্রেন যোগে সহজেই যাতায়াত করা যায়।

অর্থনীতি[সম্পাদনা]

চৌমুহনী বৃহত্তর নোয়াখালীর বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত। এই অঞ্চলের অধিকাংশ বাজারের পাইকারী পণ্য চৌমুহনী থেকে নেয়া হয়। চৌমুহনীতে রয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ বইয়ের বাজার। চৌমুহনীতে আরও রয়েছে সরিষার তেল কারখানা, মুড়ি কারখানা, রাইস মিল, ডেল্টা জুট মিল, গ্লোব ফার্মাসিউটিক্যাল, বিসিক শিল্প নগরীসহ উল্লেখযোগ্য সংখ্যক বৃহৎ ও মাঝারি শিল্প কল কারখানা।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠনের পরিকল্পনাকারী।

সাবেক সেনাপ্রধান, বাংলাদেশ সেনাবাহিনী

কমান্ড্যাট লেফটেন্যান্ট জেনারেল, জাতীয় প্রতিরক্ষা কলেজ (বাংলাদেশ)

  • নুরুল হক,

প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ

সংসদ সদস্য, নোয়াখালী-৩ আসন।

জনপ্রতিনিধি[সম্পাদনা]

বর্তমান পরিষদ[৫]

নাম পদবি নির্বাচিত এলাকা
মোঃ খালেদ সাইফুল্লাহ[৬] মেয়র
মোঃ নুরুল ইসলাম বাবুল কাউন্সিলর ০১নং ওয়ার্ড
তাকিব উদ্দিন চৌধুরী কাউন্সিলর ০২নং ওয়ার্ড
মোঃ আবদুল্লা কাউন্সিলর ০৩নং ওয়ার্ড
মোঃ জাহাঙ্গীর আলম কাউন্সিলর ০৪নং ওয়ার্ড
মোঃ আনোয়ার হোসেন কাউন্সিলর ০৫নং ওয়ার্ড
মোঃ এনায়েত উল্ল্যাহ চৌধুরী কাউন্সিলর ০৬নং ওয়ার্ড
সাহাব উদ্দিন কাজল কাউন্সিলর ০৭নং ওয়ার্ড
আবুল কালাম আজাদ কাউন্সিলর ০৮নং ওয়ার্ড
মোঃ মঞ্জুর আলম কাউন্সিলর ০৯নং ওয়ার্ড
আফরোজা বেগম সংরক্ষিত মহিলা কাউন্সিলর ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড
জাহানারা বেগম সংরক্ষিত মহিলা কাউন্সিলর ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড
হেলেনা বেগম সংরক্ষিত মহিলা কাউন্সিলর ০৭, ০৮ ও ০৯নং ওয়ার্ড

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  2. "কলেজ, চৌমুহনী পৌরসভা"banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  3. "মাধ্যমিক বিদ্যালয়, চৌমুহনী পৌরসভা"banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  4. "প্রাথমিক বিদ্যালয়, চৌমুহনী পৌরসভা"dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  5. "বর্তমান পরিষদ, চৌমুহনী পৌরসভা" (পিডিএফ)ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  6. "মেয়র, চৌমুহনী পৌরসভা"chowmuhanimunicipality.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]