প্যাটি ডিউক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Patty Duke থেকে পুনর্নির্দেশিত)
প্যাটি ডিউক
Patty Duke
১৯৭৫ সালে প্রচারণামূলক ছবিতে ডিউক
জন্ম
অ্যানা মারি ডিউক

(১৯৪৬-১২-১৪)১৪ ডিসেম্বর ১৯৪৬
কুইন্স, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু২৯ মার্চ ২০১৬(2016-03-29) (বয়স ৬৯)
কোয়ের দালেনে, আইডাহো, মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধিফরেস্ট সেমেটারি, কোয়ের দালেনে, আইডাহো
অন্যান্য নামপ্যাটি ডিউক অস্টিন
অ্যানা ডিউক-পিয়ার্স
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৫০-২০১৫
দাম্পত্য সঙ্গীহ্যারি ফক
(বি. ১৯৬৫; বিচ্ছেদ. ১৯৬৯)

মাইকেল টেল
(বি. ১৯৭০; বছরপূর্তি ১৯৭০)

জন অস্টিন
(বি. ১৯৭২; বিচ্ছেদ. ১৯৮৫)

মাইকেল পিয়ার্স
(বি. ১৯৮৬; মৃ. ২০১৬)
সন্তান

অ্যানা মারি "প্যাটি" ডিউক (ইংরেজি: Anna Marie "Patty" Duke; ১৪ ডিসেম্বর ১৯৪৬ - ২৯ মার্চ ২০১৬) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন - এই তিন মাধ্যমেই অভিনয় করেছেন। তার প্রথম আলোচিত সাফল্য হল দ্য মিরাকল ওয়ার্কার (১৯৬২) ছবিতে হেলেন কেলারের ভূমিকায় অভিনয়, যার জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন।[১][২] ব্রডওয়ে মঞ্চেও তিনি এই চরিত্রে অভিনয় করেছিলেন। পরের বছর তিনি তার নিজের অনুষ্ঠান দ্য প্যাটি ডিউক শো-এ একই রকম দেখতে দুই বোন ক্যাথি ও প্যাটি লেন চরিত্রে অভিনয় করেন। পরবর্তীকালে তিনি আরও পরিপক্ব চরিত্রে কাজ করতে থাকেন, তন্মধ্যে রয়েছে ভ্যালি অব দ্য ডলস (১৯৬৭) ছবিতে নেলি ওহারা।

অভিনয় জীবনে ডিউক দশটি এমি পুরস্কারের মনোনয়ন ও তিনটি এমি জয় করেন, এবং দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। তিনি ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের সভাপতির দায়িত্ব পালন করেন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. হিল, লিবি (২৯ মার্চ ২০১৬)। "Patty Duke dies at 69; Oscar winner was the youngest at the time to receive the award"লস অ্যাঞ্জেলেস টাইমস। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৮ 
  2. স্মিথ, নাইজেল এম. (২৯ মার্চ ২০১৬)। "Patty Duke, Oscar-winning actress and former child star of TV show, dies at 69"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৮ 
  3. পুয়েন্টে, মারিয়া (২৯ মার্চ ২০১৬)। "Oscar-winning former child star Patty Duke dies, age 69"ইউএসএ টুডে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]