ম্যাডোনা
ম্যাডোনা | |
---|---|
![]() Madonna at the premiere of I Am Because We Are in 2008. | |
প্রাথমিক তথ্য | |
জন্ম নাম | ম্যাডোনা লুইজ চিকোন[১] |
আরো যে নামে পরিচিত | ম্যাডোনা চিকোন, ম্যাডোনা লুইজ বেরোনিকা চিকোন |
জন্ম | Bay City, Michigan, মার্কিন যুক্তরাষ্ট্র | আগস্ট ১৬, ১৯৫৮
উদ্ভব | নিউ ইয়র্ক |
ধরন | পপ, নৃত্য |
পেশা | গায়িকা, গীতিকার, রেকর্ড প্রযোজক, নৃত্যশিল্পি, নটী, চলচ্চিত্র প্রযোজক, চলচ্চিত্র পরিচালক, ফ্যাশন নকশাকারী, লেথক, বিনিয়োগকারী |
বাদ্যযন্ত্রসমূহ | Vocals, guitar, percussion, drums |
কার্যকাল | ১৯৭৯ - বর্তমান |
লেবেল | Live Nation Artists, Warner Bros., Maverick, Sire |
সহযোগী শিল্পী | Breakfast Club, Emmy |
ওয়েবসাইট | www.madonna.com |
ম্যাডোনা লুইজ চিকোন (ইংরেজি: Madonna Louise Ciccone) আমেরিকার একজন খ্যাতনামা কণ্ঠশিল্পী,গীতিকার,নৃত্যশিল্পী, অভিনয়শিল্পী ও ব্যাবসায়ী। তাঁর জন্ম ১৯৫৮ সালের ১৬ই আগস্ট। অনেকগুলো হিট গানের জন্য ও নিজের গানের অনন্য কর্মক্ষমতা বা পরিবেশনার জন্য বিশ্ব বিখ্যাত হয়েছেন। ম্যাডোনাকে আমেরিকান পপ সংস্কৃতির সবচেয়ে প্রভাবশালী নারীদের মধ্যে একজন বলা হয়ে থাকে। ম্যাডোনার প্রভাব আমেরিকান পপ সংস্কৃতিতে প্রায় সব ক্ষেত্রে আজও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেখা যায় বলে তাঁকে "পপ সম্রাজ্ঞী" বলা হয়। তিনি সর্বকালের সবচেয়ে বেশি বিক্রিত ও সফল নারী সঙ্গীত শিল্পী, তঁার সংগীত রেকর্ড সারা পৃথিবীজুড়ে আজ পর্যন্ত মোট ৩৫ কোটি বারেরও বেশি বিক্রি হয়েছে। ৮০ ও ৯০ এর দশকে আকাশছোঁয়া জনপ্রিয়তা থাকলেও তঁার সবচেয়ে সফল একক গান হলো ২০০৫ এ প্রকাশিত "হাং আপ" যা ৪১ টি দেশের সঙ্গীত চার্টে ১ নং হিট করে বিশ্ব রেকর্ড অর্জন করেছে। ম্যাডোনা ১৯৮২ সাল থেকে আজ পর্যন্ত ১৪টি স্টুডিও অ্যালবাম,৫টি লাইভ অ্যালবাম, ৬টি কম্পিলেশন অ্যালবাম,৩টি সাউন্ডট্র্যাক অ্যালবামসহ ৮৮টি একক গান প্রকাশ করেছেন। এছাড়াও তিনি ১১টি সফল বক্স অফিস হিট কনসার্ট ট্যুর করেছেন। যার মধ্যে ২০০৮-৯ সালের "স্টিকি এ্যান্ড সুইট ট্যুর" আজও একজন নারী সঙ্গীতশিল্পীর দ্বারা সর্বোচ্চ উপার্জনকারী কনসার্ট সফর, যার কনসার্টের টিকিট বিক্রির মাধ্যমে ম্যাডোনা $৪৯৫ মিলিয়ন মার্কিন ডলার উপার্জন করেছিলেন। তিনি কনসার্টের টিকিট বিক্রির মাধ্যমে মোট $১.৩১ বিলিয়ন মার্কিন ডলার উপার্জন করেছেন। বর্তমানে তাঁর নিট মূল্য $৫০০-$৮৯০ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও তিনি একজন ফ্যাশন ডিজাইনারও। পপ সম্রাজ্ঞী ম্যাডোনা সুযোগ পেলেই কিছু করার চেষ্টা করেন। খ্যাতনামা প্রতিষ্ঠান আইকনিক্স ব্র্যান্ড গ্রুপের সঙ্গে মিলে তিনি বিশ্বব্যাপী ফ্যাশন ব্র্যান্ড চালু করেছেন। তিনি একজন ছবির পরিচালকও। ম্যাডোনা তাঁর দ্বিতীয় ছবি পরিচালনা করেছেন। ছবির নাম ডব্লিউই। ব্রিটেনের রাজা অষ্টম এডওয়ার্ডের বহুল আলোচিত প্রেমকাহিনি নিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে। এর আগে ২০০৮ সালে ফিলদ অ্যান্ড উইসডম ছবি পরিচালনা করেছেন। তবে বর্তমানে নিজের জীবনী নিয়ে ছবি তৈরির জন্য কাজ করছেন।
জীবন সঙ্গি[সম্পাদনা]
- ড্যান গিলোরি (১৯৭৯-৮১)
- জিন-মিশেল বাসকুয়েট (১৯৮২)
- জন এফ কেনেডি জুনিয়র (১৯৮৭)
- মাইকেল জ্যাকসন (কিন্তু মাইকেল জ্যাকসন তাকে শুধুই বান্ধবী ভাবতেন)
- ভ্যানিলা আইস (১৯৯২)
- জন বেনিটেজ (১৯৮৩-১৯৮৫)
- শন পেন (১৯৮৫ - ১৯৮৯) [প্রাক্তন স্বামী]
- ওয়ারেন বেটি (১৯৮৯-৯০)
- টনি ওয়ার্ড (১৯৯১)
- কারলোস লিওন (১৯৯৪-১৯৯৭)
- অ্যান্ডি বার্ড (১৯৯৭)
- গাই রিচি (১৯৯৮ - ২০০৮) [প্রাক্তন স্বামী]
- জিসাস লুজ (২০০৯ - ২০১০)
- ব্রাহিম জাইবাত (২০১০ - ২০১৩)
- কেভিন স্যামপায়ো (২০১৩ - ২০১৮)
- আহলামালিক উইলিয়ামস (২০১৮-বর্তমান)
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ George J. Leonard; Pellegrino D'Acierno (১৯৯৮)। The Italian American Heritage: A Companion to Literature and Arts। Taylor & Francis। পৃষ্ঠা 492। আইএসবিএন 978-0-8153-0380-0।
- ↑ http://www.prothomalo.com/entertainment/article/1481966/%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A1%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AF%E0%A6%A4-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AE
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
উইকিউক্তিতে এই বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে: ম্যাডোনা |
![]() |
উইকিমিডিয়া কমন্সে ম্যাডোনা সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ইন্টারনেট মুভি ডেটাবেজে Madonna (ইংরেজি)
- অলমুভিতে Madonna
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে Madonna (ইংরেজি)
- অলমিউজিকে ম্যাডোনা
- Madonna ancestry Genealogy.com
- ১৯৫৮-এ জন্ম
- মার্কিন চলচ্চিত্র প্রযোজক
- মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী
- বিশ্ব সঙ্গীত পুরস্কার বিজয়ী
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেত্রী - সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র) বিজয়ী
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- মার্কিন ইলেকট্রনিক সঙ্গীতজ্ঞ
- ২১শ শতাব্দীর মার্কিন গায়িকা
- মার্কিন পপ গায়িকা
- মার্কিন গায়িকা-গীতিকার
- নারীবাদী সঙ্গীতজ্ঞ
- মার্কিন নারী রেকর্ড প্রযোজক
- নিউ ইয়র্ক শহরের সঙ্গীতশিল্পী
- নিউ ইয়র্ক (অঙ্গরাজ্য)-এর গীতিকার
- ওয়ার্নার রেকর্ডসের শিল্পী
- মার্কিন রক গায়িকা
- ইন্টারস্কোপ রেকর্ডসের শিল্পী
- মার্কিন যুক্তরাষ্ট্রের এলজিবিটি অধিকার কর্মী
- ডান্স-পপ সঙ্গীতজ্ঞ
- নিউ ইয়র্ক শহরের অভিনেত্রী
- মার্কিন নারী সক্রিয়কর্মী
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- মার্কিন মহিলা চলচ্চিত্র পরিচালক
- মার্কিন নৃত্য সঙ্গীতজ্ঞ
- মার্কিন মহিলা নৃত্যশিল্পী
- ২১শ শতাব্দীর মার্কিন নারী ব্যবসায়ী