ম্যাডোনা
ম্যাডোনা | |
---|---|
![]() Madonna at the premiere of I Am Because We Are in 2008.
|
|
প্রাথমিক তথ্য | |
জন্ম নাম | ম্যাডোনা লুইজ চিকোন |
আরো যে নামে পরিচিত |
ম্যাডোনা চিকোন, ম্যাডোনা লুইজ বেরোনিকা চিকোন |
জন্ম | Bay City, Michigan, মার্কিন যুক্তরাষ্ট্র |
১৬ আগস্ট ১৯৫৮
উদ্ভব | নিউ ইয়র্ক |
ধরন | পপ, নৃত্য |
পেশা | গায়িকা, গীতিকার, রেকর্ড প্রযোজক, নৃত্যশিল্পি, নটী, চলচ্চিত্র প্রযোজক, চলচ্চিত্র পরিচালক, ফ্যাশন নকশাকারী, লেথক, বিনিয়োগকারী |
বাদ্যযন্ত্রসমূহ | Vocals, guitar, percussion, drums |
কার্যকাল | ১৯৭৯ - বর্তমান |
লেবেল | Live Nation Artists, Warner Bros., Maverick, Sire |
সহযোগী শিল্পী | Breakfast Club, Emmy |
ওয়েবসাইট | www.madonna.com |
ম্যাডোনা লুইজ চিকোন (ইংরেজি: Madonna Louise Ciccone) আমেরিকার একজন খ্যাতনামা কণ্ঠশিল্পী। তার জন্ম ১৯৫৮ সালে। তিনি অনেকগুলো হিট গানের জন্য বিখ্যাত হয়েছেন। ম্যাডোনা সঙ্গীত জগতের পাশাপাশি একজন ফ্যাশন ডিজাইনারও। পপ সম্রাজ্ঞী ম্যাডোনা সুযোগ পেলেই গানের পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা করেন। খ্যাতনামা প্রতিষ্ঠান আইকনিক্স ব্র্যান্ড গ্রুপের সঙ্গে মিলে তিনি বিশ্বব্যাপী ফ্যাশন ব্র্যান্ড চালু করেছেন। তিনি একজন ছবির পরিচালকও। পপতারকা ম্যাডোনা তাঁর দ্বিতীয় ছবি পরিচালনা করতে যাচ্ছেন। ছবির নাম ডব্লিউই। ব্রিটেনের রাজা অষ্টম এডওয়ার্ডের বহুল আলোচিত প্রেমকাহিনি নিয়ে ছবিটি নির্মাণ করা হবে। এর আগে ২০০৮ সালে ফিলদ অ্যান্ড উইসডম ছবি পরিচালনা করেন তিনি।
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে:: ম্যাডোনা |
![]() |
উইকিমিডিয়া কমন্সে ম্যাডোনা সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ইন্টারনেট মুভি ডেটাবেজে Madonna (ইংরেজি)
- অলমুভিতে Madonna (ইংরেজি)
- Madonna - ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজ
- অলমিউজিকে Madonna
- Madonna ancestry Genealogy.com