জহুরপুর ইউনিয়ন
অবয়ব
জহুরপুর ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
জহুরপুর ইউনিয়ন | |
বাংলাদেশে জহুরপুর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১৯′৯.৮″ উত্তর ৮৯°১৪′২১.১″ পূর্ব / ২৩.৩১৯৩৮৯° উত্তর ৮৯.২৩৯১৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | যশোর জেলা |
উপজেলা | বাঘারপাড়া উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ১৮ বর্গকিমি (৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৮,৩৬৫ |
• জনঘনত্ব | ১,৬০০/বর্গকিমি (৪,১০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৭৪০০ |
ওয়েবসাইট | jaharpurup |
জহুরপুর ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার অন্তর্গত বাঘারপাড়া উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
ভৌগোলিক অবস্থান
[সম্পাদনা]ভৌগোলিক অবস্থান অনুযায়ী জহুরপুর ইউনিয়ন যশোর জেলা শহর থেকে প্রায় ২৫ কি.মি. উত্তর অবস্থান করছে। জহুরপুর থেকে ১৫ কি.মি. পূর্বে খাজুরা বাজার হয়ে যশোর থেকে ঢাকা বিশ্বরোড চলে গেছে। ২০টি গ্রাম এবং ২০টি মৌজা রয়েছে।
গ্রাম
[সম্পাদনা]জহুরপুর ইউনিয়নে মোট ২০টি গ্রাম রয়েছে।
- নরসিংহপুর
- হুলিহট্ট
- সলুয়া
- উত্তর সলুয়া
- বেতালপাড়া
- হলদা
- গরীবপুর
- লক্ষীপুর
- হিংগারপাড়া
- আটোকী
- জহুরপুর
- বালিয়াগড়
- তৈলকুপ
- পুকুরিয়া
- যাদবপুর
- মাঝিয়ালী
- উত্তর চান্দপুর
- খালিয়া
- রাজাপুর
- ছোট খুদড়া
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "জহুরপুর ইউনিয়ন"। jaharpurup.jessore.gov.bd। ২০২০-০২-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭।