মিঠাপুকুর উপজেলা
মিঠাপুকুর | |
---|---|
উপজেলা | |
বাংলাদেশে মিঠাপুকুর উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°৩২′১৫″ উত্তর ৮৯°১৭′১২″ পূর্ব / ২৫.৫৩৭৫০° উত্তর ৮৯.২৮৬৬৭° পূর্বস্থানাঙ্ক: ২৫°৩২′১৫″ উত্তর ৮৯°১৭′১২″ পূর্ব / ২৫.৫৩৭৫০° উত্তর ৮৯.২৮৬৬৭° পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | রংপুর জেলা |
আয়তন | |
• মোট | ৫১৫.৬২ বর্গকিমি (১৯৯.০৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫,২৭,৪৫৭ |
• জনঘনত্ব | ১,০০০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | % |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৫৫ ৮৫ ৫৮ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
মিঠাপুকুর উপজেলা বাংলাদেশের রংপুর জেলার একটি প্রশাসনিক এলাকা। মিঠাপুকুর থানা সৃষ্টি হয় ১৮৮৫ সালে।[১][২]
অবস্থান ও আয়তন[সম্পাদনা]
মিঠাপুকুর উপজেলা আয়তন ৫১৫.৬২ বর্গ কিঃমিঃ। এর উত্তরে রংপুর সদর ও পীরগাছা উপজেলা, দক্ষিণে পীরগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলা, পূর্বে পীরগাছা ও সুন্দরগঞ্জ উপজেলা এবং পশ্চিমে বদরগঞ্জ ও নবাবগঞ্জ উপজেলা। এখানকার প্রধান নদীঃ যমুনেশ্বরী নদী, ঘাঘট নদী, আখিরা নদী। মূল উপজেলা শহরটি ৫টি মৌজা নিয়ে গঠিত; যার আয়তন ৬.৩৬ বর্গ কিঃমিঃ।[১][২]
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
এখানেঃ ইউনিয়ন - ১৭টি, মৌজা - ৩১০টি, গ্রাম - ৩১৩টি, ওয়ার্ড -১৫৩ টি।[১][২]
- ইমাদপুর ইউনিয়ন
- কাফ্রিখাল ইউনিয়ন
- খোড়াগাছ ইউনিয়ন
- গোপালপুর ইউনিয়ন, মিঠাপুকুর
- চেংমারী ইউনিয়ন
- দুর্গাপুর ইউনিয়ন, মিঠাপুকুর
- পায়রাবন্দ ইউনিয়ন
- বড় হযরতপুর ইউনিয়ন
- বড়বালা ইউনিয়ন, মিঠাপুকুর
- বালারহাট ইউনিয়ন
- বালুয়া মাসিমপুর ইউনিয়ন
- ভাঙ্গনী ইউনিয়ন
- ময়েনপুর ইউনিয়ন
- মিলনপুর ইউনিয়ন
- মির্জাপুর ইউনিয়ন, মিঠাপুকুর
- রাণীপুকুর ইউনিয়ন
- লতিফপুর ইউনিয়ন, মিঠাপুকুর
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
জনসংখ্যা ৫২৭৪৫৭; পুরুষ ৫২.৬৪%, মহিলা ৪৭.৩৬% । জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিঃমিঃ ১৫০০। [১][২]
শিক্ষা[সম্পাদনা]
মিঠাপুকুরে কয়েকটি ডিগ্রী কলেজ সহ অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।পায়রাবন্দ সরকারি বেগম রোকেয়া স্মৃতি ডিগ্রী কলেজ, জায়গীর উচ্চ বিদ্যালয় ও কলেজ, মিঠাপুকুর মহাবিদ্যালয়, শঠিবাড়ি ডিগ্রী কলেজ, মিঠাপুকুর উচ্চ বিদ্যালয়, আইডিয়াল পাবলিক স্কুল, শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়,শুকুরেরহাট মহাবিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয়, চূহড় উচ্চ বিদ্যালয়, খোড়াগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়, রানীপুকুর উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয়, বেগম রোকেয়া শিশু নিকেতন ইত্যাদি শিক্ষায় প্রধান ভূমিকা পালন করছে।[১][২]
দর্শনীয় স্থান[সম্পাদনা]
কৃতী ব্যক্তিত্ব ও বিখ্যাত বস্তুসমূহ[সম্পাদনা]
- বেগম রোকেয়া- (৯ ডিসেম্বর ১৮৮০ - ৯ ডিসেম্বর ১৯৩২) হলেন ঊনবিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তাকে বাঙালি নারী জাগরণের অগ্রদূত হিসেবে গণ্য করা হয়।
- হাড়িভাঙ্গা আম- বিশ্ব বিখ্যাত হাড়িভাঙ্গা আমের উৎপত্তি এ উপজেলার খোড়াগাছ ইউনিয়ন থেকে। এ আম অনেক সুস্বাদু।