মির্জাপুর কাদেরীয়া ফাযিল মাদ্রাসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মির্জাপুর কাদেরীয়া ফাযিল মাদ্রাসা, রংপুর
মাদরাসার মূল গেট পশ্চিম মুখী।
ধরনমাদ্রাসা
স্থাপিত১ জানুয়ারি ১৯৩৮; ৮৬ বছর আগে (1938-01-01)
অধিভুক্তিইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬ – ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬ – বর্তমান)
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৩১ জন
শিক্ষার্থী৫৩৮ জন
ঠিকানা, ,
ইআইআইএন[১]১২৭৬০৮, মাদ্রাসা কোড- ১৪৩৪০
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, ইসলামি সংগীত
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

মির্জাপুর কাদেরীয়া ফাযিল মাদ্রাসা রংপুর বিভাগের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি ফাযিল মাদ্রাসা[২][৩]

ইতিহাস[সম্পাদনা]

১ জানুয়ারী ১৯৩৮ সালে মাদ্রাসাটি ফোরকানিয়া মাদ্রাসা হিসাবে চালু হয়। পরে ১৫ নভেম্বর ১৯৫০ সালে দাখিল এবং ২১ সেপ্টেম্বর ১৯৬৩ সালে আলিম খোলার অনুমতি পায়। এর পর ফাযিল খোলার অনুমতি পায়। মাদ্রাসাটি এমপিও ভুক্ত। এমপিও নম্বর ৯১০৫০৪২৩০১। মাদ্রাসাটি উপজেলা প্রশাসনের কাছে অবস্থিত।

ভবনের বিবরণ[সম্পাদনা]

মাদরাসাটির প্রায় ১.১৪ একর জমির উপর স্থাপিত। মাদরাসার ৫.২৩ একর জমি বাইরে আবাদি হিসাবে আছে।[১] মাদরাসাটিতে ৫টি ভবন আছে-

  1. প্রশাসনিক ভবন-১টি।
  2. একাডেমিক ভবন-৩টি। তার মধ্যে ১টি নির্মানাধিন।
  3. মসজিদ ১টি।

অন্যান্য[সম্পাদনা]

  1. বিজ্ঞানাগার-১টি
  2. শেখ রাসেল কম্পিউটার ল্যাব-১টি
  3. পাঠাগার- ১টি
  4. শিক্ষক কন্ফারেন্স রুম ১টি।[১]

পোশাক[সম্পাদনা]

ছাত্রের জন্য সাদা পায়জামা, আকাশি রঙের পাঞ্জাবি, সাদা টুপি ও সাদা জুতা এবং মেয়েদের কালো বোরখা ও সাদা ওড়না।

সাংস্কৃতিক কর্মকান্ড[সম্পাদনা]

মাদাসার অনেক ছাত্র-ছাত্রী জাতীয় পর্যায়ে রচনা, ইসলামি সংগিত, কেরাত ও খেলাধুলা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছে। উপজেলা পর্যায়ে কয়েকবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে।

ফলাফল[সম্পাদনা]

সুযোগ্য গভর্নিং বডির পরিচালনায় প্রতিবছর মাদরাসাটি বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখে। ২০২০ সালে জেডেসিতে ১০০%, দাখিলে প্রায় ৯১.৬৭% এবং আলিমে ১০০% পাশ করে। ২০২১ সালে দাখিলে ৮৫% এবং আলিমে ৯৬.৫৫% জন পাশ করে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "MIRZAPUR KADERIA FAZIL MADRASAH"127608.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২২ 
  2. "মির্জাপুর ইউনিয়ন"mirzapurup.rangpur.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Mirzapur Quaderia Senior Fazil Madrasa - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-০২। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২২