মির্জাপুর ইউনিয়ন, মিঠাপুকুর
মির্জাপুর | |
---|---|
ইউনিয়ন | |
১৬নং মির্জাপুর ইউনিয়ন পরিষদ | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | রংপুর জেলা |
উপজেলা | মিঠাপুকুর উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
মির্জাপুর ইউনিয়ন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় অবস্থিত একটি ইউনিয়ন। ইউনিয়নটির ইউনিয়ন পরিষদ বৈরাতীহাটে অবস্থিত। মোট ৯টি ওয়ার্ড নিয়ে এই ইউনিয়ন পরিষদটি গঠিত। মির্জাপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম।
গ্রাম[সম্পাদনা]
এই ইউনিয়ন ৯টি ওয়ার্ডে বিভক্ত, যেগুলি আবার নিম্নলিখিত গ্রাম নিয়ে গঠিত।[১]
- আরিপপুর
- লাটকৃষ্টপুর
- পূর্বমুরাদপুর
- পশ্চিমমুরাদপুর
- বু: নুরপুর
- রুহিয়া বানিনাথপুর
- ইসমাইলপুর
- রাজারাম
- দেউলপাড়া
- খোর্দ্দনুরপুর
- বু: হরিপুর
- ভগবতীপুর
- হয়বতপুর
- রতিয়া
- পুটিমারী
- পিয়ার
- পোয়াথা
শিক্ষা[সম্পাদনা]
মির্জাপুর কাদেরীয়া ফাযিল মাদ্রাসা
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা"। mirzapurup.rangpur.gov.bd। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২১।