কাকারা ইউনিয়ন
কাকারা | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে কাকারা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°৪৫′৫০″ উত্তর ৯২°৬′৫১″ পূর্ব / ২১.৭৬৩৮৯° উত্তর ৯২.১১৪১৭° পূর্বস্থানাঙ্ক: ২১°৪৫′৫০″ উত্তর ৯২°৬′৫১″ পূর্ব / ২১.৭৬৩৮৯° উত্তর ৯২.১১৪১৭° পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | চকরিয়া উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ শওকত ওসমান |
আয়তন | |
• মোট | ৩৫.৮৮ বর্গকিমি (১৩.৮৫ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩৪,৯৬৯ |
• জনঘনত্ব | ৯৭০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৪.১১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৪০ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
কাকারা বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন[সম্পাদনা]
কাকারা ইউনিয়নের আয়তন ৮৮৬৬ একর (৩৫.৮৮ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা[সম্পাদনা]
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কাকারা ইউনিয়নের লোকসংখ্যা ৩৪,৯৬৯ জন। এর মধ্যে পুরুষ ১৪,৪৯৯ জন এবং মহিলা ১৪,৪৭০ জন।[২]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
চকরিয়া উপজেলার পূর্বাংশে কাকারা ইউনিয়নের অবস্থান। চকরিয়া উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে কৈয়ারবিল ইউনিয়ন, লক্ষ্যারচর ইউনিয়ন ও চকরিয়া পৌরসভা; দক্ষিণে ফাঁসিয়াখালী ইউনিয়ন; পূর্বে সুরাজপুর মানিকপুর ইউনিয়ন এবং উত্তরে বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়ন ও আজিজনগর ইউনিয়ন অবস্থিত।
নামকরণ[সম্পাদনা]
জনশ্রুতি আছে যে, এককালে এ অঞ্চলে প্রচুর কাঁকড়া পাওয়া যেত। কাঁকড়ার প্রাচুর্য থেকে এলাকাটির নাম হয় কাকারা।[৩]
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
কাকারা ইউনিয়ন চকরিয়া উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চকরিয়া থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৪নং নির্বাচনী এলাকা কক্সবাজার-১ এর অংশ। এটি নলবিলা, লোটনী ও কাকারা এই ৩টি মৌজায় বিভক্ত।[২] এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- বার আউলিয়া নগর
- সাকের মোহাম্মদ চর
- গর্জনিয়া পাহাড়
- উত্তর লোটনী
- দক্ষিণ লোটনী
- মাইজ কাকারা
- কসাই পাড়া
- কুলাল পাড়া
- প্রপার কাকারা
- দক্ষিণ কাকারা
- পূর্ব কাকারা
- পূর্ব কাকারা পাহাড়তলী
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
কাকারা ইউনিয়নের সাক্ষরতার হার ৩৪.১১%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, 2টি দাখিল মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[২]
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- মাধ্যমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- কাকারা তাজুল উলুম দাখিল মাদ্রাসা
- পুলের ছড়া দাখিল মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কল্লোল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বার আউলিয়া নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লোটনী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সাকের মোহাম্মদচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
কাকারা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চিরিঙ্গা-কাকারা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা ও টমটম।
অর্থনীতি[সম্পাদনা]
কাকারা ইউনিয়নের অধিকাংশ ব্যক্তি পেশাজীবী এবং ব্যবসায়ী। এছাড়া কৃষিজীবীও রয়েছে, কৃষিখাতে আয়ের প্রধান উৎস তামাক আর শস্য।
ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]
কাকারা ইউনিয়নে ৩৩টি মসজিদ ও ৪টি মন্দির রয়েছে।[২]
খাল ও নদী[সম্পাদনা]
কাকারা ইউনিয়নের দক্ষিণ ও পূর্ব সীমান্ত দিয়ে বয়ে চলেছে মাতামুহুরী নদী। এছাড়া রয়েছে বাইশ্যারছড়া খাল।[৮]
হাট-বাজার[সম্পাদনা]
কাকারা ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল কাকারা নয়াহাট এবং পূর্ব কাকারা মাঝের পাড়া বাজার।[৯]
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- কাকারা শাহ ওমর মাজার
- মাতামুহুরী নদী
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]
- মুহাম্মদ আবদুর রশিদ সিদ্দিকী (১৮৯৪-১৯৫১)–– বাঙালি সাহিত্যিক, সাংবাদিক, গবেষক ও রাজনীতিবিদ। তাঁর রচিত উপন্যাসের মধ্যে রয়েছে উপেন্দ্রনন্দিনী (১৯১৯), জরিনা (১৯২৬), আমির হামজা, প্রণয়-প্রদীপ, নুরুন্নেহার, গন্ধর্ব দুহিতা, পদ্মিনী, সমাজ চিন্তা, মহা ভুল সংশোধনী ও মেহেরুন্নেছা । কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে রোস্তম সোহরাব (১৯১৬), চিত্তদর্পণ (১৯৩৭), যবনবধ কাব্য (১৯৪৪),পাকিস্তান বিজয় কাব্য (১৯৪৮), প্রেমকুঞ্জ, মহাযুদ্ধ ও ভারতবাসী, মুক্তার ছড়া, ও চিন্তার ফুল । অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে মহাকোরান কাব্য-আমপারা খন্ড (১৯২৭) ও সত্য সন্ধান। তিনি মোসলেম জগত পঞ্জিকা (১৯৩৮) এর রচয়িতা। তিনি ভাষার উপর গবেষণা করেছেন। চট্টগ্রামের ভাষার উপর ভাষাতাত্ত্বিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিয়ে তাঁর লেখা চট্টগ্রামী ভাষাতত্ত্ব (১৯৩৫), চট্টগ্রামের ভাষাতত্ত্ব, চট্টগ্রামী ও রোমাইতত্ত্ব গ্রন্থ রয়েছে।অন্যান্য গবেষণা গ্রন্থের মধ্যে রয়েছে উষাতারা (পৃথিবীর জীবনী), হিন্দু মোসলমান (ধর্ম সম্পর্কে তর্ক)। তিনি সাধনা (১৯১৯), মোসলেম জগৎ (১৯২২), রক্তকেতু (১৯২৬) ওকক্সবাজার হিতৈষী (১৯৪৬)পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। তন্মেধ্যে কক্সবাজার হিতৈষী ছিল কক্সবাজার জেলার প্রথম সংবাদপত্র। তাঁর পরিচালনায় এবং স্ত্রী সফিয়া খাতুনের সম্পাদনায় ১৯২১ সালে প্রকাশিত হয় মুসলিম নারী সম্পাদিত ভারতবর্ষের প্রথম পত্রিকা ‘আন্নেসা’।
- ফ্লাইট লেফটেন্যান্ট এশরাক হোসেন চৌধুরী[১১] ।
জনপ্রতিনিধি[সম্পাদনা]
- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ শওকত ওসমান[১২]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "চকোরিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ গ ঘ "এক নজরে কাকারা - কাকারা ইউনিয়ন - কাকারা ইউনিয়ন"। kakharaup.coxsbazar.gov.bd।
- ↑ "কাকারা ইউনিয়নের ইতিহাস - কাকারা ইউনিয়ন - কাকারা ইউনিয়ন"। kakharaup.coxsbazar.gov.bd।
- ↑ "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - কাকারা ইউনিয়ন - কাকারা ইউনিয়ন"। kakharaup.coxsbazar.gov.bd।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - কাকারা ইউনিয়ন - কাকারা ইউনিয়ন"। kakharaup.coxsbazar.gov.bd।
- ↑ "মাদ্রাসা - কাকারা ইউনিয়ন - কাকারা ইউনিয়ন"। kakharaup.coxsbazar.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41205&union=04[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "খাল ও নদী - কাকারা ইউনিয়ন - কাকারা ইউনিয়ন"। kakharaup.coxsbazar.gov.bd।
- ↑ "হাট বাজারের তালিকা - কাকারা ইউনিয়ন - কাকারা ইউনিয়ন"। kakharaup.coxsbazar.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - কাকারা ইউনিয়ন - কাকারা ইউনিয়ন"। kakharaup.coxsbazar.gov.bd।
- ↑ "প্রখ্যাত ব্যক্তিত্ব - কাকারা ইউনিয়ন - কাকারা ইউনিয়ন"। kakharaup.coxsbazar.gov.bd।
- ↑ "- কাকারা ইউনিয়ন - কর্ম=kakharaup.coxsbazar.gov.bd"।