সুরাজপুর মানিকপুর ইউনিয়ন
সুরাজপুর মানিকপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে সুরাজপুর মানিকপুর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°৪৫′৪৫″ উত্তর ৯২°৮′৫১″ পূর্ব / ২১.৭৬২৫০° উত্তর ৯২.১৪৭৫০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | চকরিয়া উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | আজিমুল হক আজিম (বাংলাদেশ আওয়ামীলীগ) |
আয়তন | |
• মোট | ৯.২৪ বর্গকিমি (৩.৫৭ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ১৫,০০০ |
• জনঘনত্ব | ১,৬০০/বর্গকিমি (৪,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ১৯.৪৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৪০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
সুরাজপুর মানিকপুর বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন[সম্পাদনা]
সুরাজপুর মানিকপুর ইউনিয়নের আয়তন ২২৮৪ একর (৯.২৪ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা[সম্পাদনা]
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সুরাজপুর মানিকপুর ইউনিয়নের লোকসংখ্যা ১৫,০০০ জন। এর মধ্যে পুরুষ ৭,৬০০ জন এবং মহিলা ৭,৪০০ জন।[২]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
চকরিয়া উপজেলার পূর্বাংশে সুরাজপুর মানিকপুর ইউনিয়নের অবস্থান। চকরিয়া উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে ফাঁসিয়াখালী ইউনিয়ন ও কাকারা ইউনিয়ন, উত্তরে বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়ন, পূর্বে বমু বিলছড়ি ইউনিয়ন ও বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন এবং দক্ষিণে বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন অবস্থিত।
নামকরণ[সম্পাদনা]
ইংরেজ সভ্যতার জাহাজ যখন এ অঞ্জলে নোঙর করে তখন একটি এলাকা মনোমুগ্ধকর হলে মানচিত্র খুলে ছক দিয়ে এরিয়া (ছক এরিয়া) দিয়ে চিহ্নিত করে রাখে। এই ছক এরিয়াই আজকের চকরিয়া। এই চকরিয়ার বড় সমতল এলাকাটাই সুরাজপুর-মানিকপুর। অনুসন্ধানে জানা যায়, ১৮৯৮ সালে ব্রিটিশ সার্ভেয়ার জনাব শারমিন সাহেব সুরাজপুর-মানিকপুরের পূর্ব পাশে হাটখোলা পাহাড়ে বসে যখন সিএস জরিপ করছিলেন তখন এই এলাকাকে সুরাজপুর-মানিকপুর নামে উল্লেখ করছিলেন।[৩]
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
সুরাজপুর মানিকপুর ইউনিয়ন চকরিয়া উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চকরিয়া থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৪নং নির্বাচনী এলাকা কক্সবাজার-১ এর অংশ। পোস্ট কোড ঃ মানিকপুর-৪৭৪১
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | উত্তর মানিকপুর |
২নং ওয়ার্ড | মধ্যম উত্তর মানিকপুর |
৩নং ওয়ার্ড | মধ্যম মানিকপুর |
৪নং ওয়ার্ড | দক্ষিণ মানিকপুর |
৫নং ওয়ার্ড | দক্ষিণ মানিকপুর |
৬নং ওয়ার্ড | ভিলজাপাড়া |
৭নং ওয়ার্ড | মগপাড়া বিল |
৮নং ওয়ার্ড | উত্তর সুরাজপুর |
৯নং ওয়ার্ড | সুরাজপুর |
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
সুরাজপুর মানিকপুর ইউনিয়নের সাক্ষরতার হার ১৯.৪৫%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৭ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- মাধ্যমিক বিদ্যালয়
[৫]• সুরাজপুর পাবলিক উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
• সুরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর সুরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বেগম আয়শা হক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মানিকপুর বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শাহ আজমত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নুরুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাফিয়া খাতুন প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
সুরাজপুর মানিকপুর ইউনিয়নে যোগাযোগের সড়ক হল
- রোড১: চকরিয়া নিউমার্কেট স্টেশন হতে সিকলঘাট-মানিকপুর-ইয়াংছা সড়ক হয়ে পরিষদ ১০ কি.মি ।
- রোড২: চকরিয়া নিউমার্কেট স্টেশন হতে সিকলঘাট-মানিকপুর সড়ক হয়ে মানিকপুর বাজার ১২ কি.মি
- রোড৩: চকরিয়া হতে লামা-আলিকদম সড়ক এবং ইয়াংছা-মানিকপুর সড়ক হয়ে ইউনিয়ন পরিষদ ১৬ কি.মি।
প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা ও টমটম।
ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]
সুরাজপুর মানিকপুর ইউনিয়নে ২১টি মসজিদ, ২টি মন্দির ও ৫টি বিহার রয়েছে।[২]
খাল ও নদী[সম্পাদনা]
সুরাজপুর মানিকপুর ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে চলেছে মাতামুহুরী নদী। এছাড়া রয়েছে
- ফাইতং খাল
- বোয়ালিয়ার ছড়া
হাট-বাজার[সম্পাদনা]
সুরাজপুর মানিকপুর ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল মানিকপুর পুরাতন বাজার এবং মানিকপুর নতুন বাজার।[৮]
অর্থনীতি[সম্পাদনা]
সুরাজপুর মানিকপুর ইউনিয়নের জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি। কৃষিকাজের মধ্যে ধান চাষ এবং তামাক চাষই একমাত্র আয়ের উৎস।
এছাড়া ব্যবসা বাণিজ্য, সেবা, পরিবহন, প্রবাসী, চাকুরিজীবী সহ বিভিন্ন পেশার লোক রয়েছে।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- নিভৃত নিসর্গ পার্ক
- উত্তর মানিকপুর ফাইতং আশ্রয়ণ ক্যাম্প
- চেয়ারম্যান এর বাগান
- কিউকের মসজিদ
- পাহাড়ের বৌদ্ধ মন্দির
- ঝিরিপথ ও পাহাড়ি জনপদ
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]
বীর মুক্তিযোদ্ধা[সম্পাদনা]
- নজির আহমদ
- আক্তার আহমদ
- পরিমল কান্তি বড়ুয়া
জনপ্রতিনিধি[সম্পাদনা]
- বর্তমান চেয়ারম্যান: আজিমুল হক আজিম
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "চকোরিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ গ "এক নজরে সুরাজপুর মানিকপুর - সুরজপুর মানিকপুর ইউনিয়ন - সুরজপুর মানিকপুর ইউনিয়ন"। surajpurmanikpurup.coxsbazar.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৭।
- ↑ "সুরাজপুর মানিকপুর ইউনিয়নের ইতিহাস - সুরজপুর মানিকপুর ইউনিয়ন - সুরজপুর মানিকপুর ইউনিয়ন"। surajpurmanikpurup.coxsbazar.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৭।
- ↑ "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - সুরজপুর মানিকপুর ইউনিয়ন - সুরজপুর মানিকপুর ইউনিয়ন"। surajpurmanikpurup.coxsbazar.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৭।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - সুরজপুর মানিকপুর ইউনিয়ন - সুরজপুর মানিকপুর ইউনিয়ন"। surajpurmanikpurup.coxsbazar.gov.bd।
- ↑ "মাদ্রাসা - সুরজপুর মানিকপুর ইউনিয়ন - সুরজপুর মানিকপুর ইউনিয়ন"। surajpurmanikpurup.coxsbazar.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41205&union=16[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "হাট বাজারের তালিকা - সুরজপুর মানিকপুর ইউনিয়ন - সুরজপুর মানিকপুর ইউনিয়ন"। surajpurmanikpurup.coxsbazar.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - সুরজপুর মানিকপুর ইউনিয়ন - সুরজপুর মানিকপুর ইউনিয়ন"। surajpurmanikpurup.coxsbazar.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৭।
<ref>মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়="https://molwa.gov.bd/site/page/1902d11c-401d-4e8d-8084-724868734701/%E0%A6%89%E0%A6%AA%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%96%E0%A6%B8%E0%A7%9C%E0%A6%BE-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE"/মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়>