বদরখালী ইউনিয়ন, চকরিয়া
বদরখালী | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে বদরখালী ইউনিয়ন, চকরিয়ার অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°৪৩′৫৮″ উত্তর ৯১°৫৭′১৪″ পূর্ব / ২১.৭৩২৭৮° উত্তর ৯১.৯৫৩৮৯° পূর্বস্থানাঙ্ক: ২১°৪৩′৫৮″ উত্তর ৯১°৫৭′১৪″ পূর্ব / ২১.৭৩২৭৮° উত্তর ৯১.৯৫৩৮৯° পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | চকরিয়া উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | খাইরুল বশর |
আয়তন | |
• মোট | ১৭.৭১ বর্গকিমি (৬.৮৪ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩৮,৬০০ |
• জনঘনত্ব | ২,২০০/বর্গকিমি (৫,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩২.৫৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৪২ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
বদরখালী বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন[সম্পাদনা]
বদরখালী ইউনিয়নের আয়তন ৪৩৭৫ একর (১৭.৭১ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা[সম্পাদনা]
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বদরখালী ইউনিয়নের লোকসংখ্যা ৩৮,৬০০ জন। এর মধ্যে পুরুষ ১৯,৯৪৬ জন এবং মহিলা ১৮,৬৫৪ জন।[২]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
চকরিয়া উপজেলার সর্ব-পশ্চিমে বদরখালী ইউনিয়নের অবস্থান। চকরিয়া উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৭ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে সাহারবিল ইউনিয়ন; পূর্বে সাহারবিল ইউনিয়ন, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন ও ঢেমুশিয়া ইউনিয়ন; উত্তরে পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন ও ঢেমুশিয়া ইউনিয়ন এবং পশ্চিমে মাতামুহুরী নদী ও পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন, মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন ও শাপলাপুর ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস[সম্পাদনা]
চকরিয়া সুন্দরবনের বদরখালী ঘোনা মৌজা নিয়ে ১৯৩০ সালে বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির মাধ্যমে সম্পূর্ণ বদরখালী এলাকা বন-আবাদ পূর্বক মানব বসতির উপযুক্ত করা হয়। এই বদরখালী মৌজা ১৯৩০ সালের পূর্বে চকরিয়া সুন্দরবনের একটি অংশ ছিল। ভূতপূর্ব চকরিয়া থানার অন্যতম বৃহত্তম ইউনিয়ন বদরখালী ইউনিয়ন বোর্ডের ৪টি ওয়ার্ড নিয়ে বদরখালী গ্রাম। স্বাধীনতা সংগ্রামে পূর্বের বদরখালী ইউনিয়ন বর্তমানে ৭টি ইউনিয়নে বিভক্ত, যা বর্তমানে মাতামহুরী প্রস্তাবিত উপজেলা। ইউনিয়নসমূহ হলো বদরখালী, পশ্চিম বড় ভেওলা, ঢেমুশিয়া, কোনাখালী, ভেওলা মানিকচর, পূর্ব বড় ভেওলা ও সাহারবিল ইউনিয়ন। পরবর্তী সময়ে ১৯৭২ সালের দিকে বৃহত্তর বদরখালী ইউনিয়ন সংকুচিত হয়।[২]
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
বদরখালী ইউনিয়ন চকরিয়া উপজেলার আওতাধীন ১৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চকরিয়া থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৪নং নির্বাচনী এলাকা কক্সবাজার-১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[৩]
- আজমনগর
- কুতুবনগর
- কুতুবদিয়াপাড়া
- জব্বারনগর
- নিদান তরানী
- পূর্ব নতুনঘোনা
- উত্তর নতুনঘোনা
- বদরখালী
- সাতডালিয়া
- হবিবা
- মাঝেরপাড়া
- ঢেমুশিয়াপাড়া
- মগনামাপাড়া
- শহরিয়াপাড়া
- কলেজপাড়া
- ছনুয়াপাড়া
- মাতারবাড়ীপাড়া
- মুহুরীজোড়াপাড়া
- সাতদুনিয়া
- নয়াপাড়া
- লম্বাখালীপাড়া
- বাজারপাড়া
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
বদরখালী ইউনিয়নের সাক্ষরতার হার ৩২.৫৫%।[১] এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ১টি ফাজিল মাদ্রাসা, ৩
টি মাধ্যমিক বিদ্যালয়, ২ টি দাখিল মাদ্রাসা, ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি প্রাথমিক বিদ্যালয়,৫ টি কিন্ডারগার্টেন রয়েেছে। ।
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- কলেজ[৪]
- মাদ্রাসা[৫]
- মাধ্যমিক বিদ্যালয়[৬]
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[৭]
- লিটল জুয়েলস সমবায় স্কুল
- বদরশাহ একাডেমী
- প্রাথমিক বিদ্যালয়[৮]
- বদরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কুতুবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নতুনবাজার ছৈয়দা খুরশিদা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জব্বারনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নিদান তরানী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব নতুনঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সাতডালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাবিবা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ইবতেদায়ী মাদ্রাসা
- জব্বর নগর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা।
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
বদরখালী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চিরিঙ্গা-বদরখালী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা ও টমটম।
অর্থনীতি[সম্পাদনা]
বদরখালী ইউনিয়নের অর্থনীতি প্রধানত কৃষি ও মৎস্য নির্ভর। ধান, পান, লবণ, মাছ, গাছ, চিংড়ি, তাঁত, কাঁকড়া, শুটকিসহ রয়েছে বিপুল অর্থকরী সম্পদ। এসব সম্পদ স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় চালান হচ্ছে। বিশেষ করে পান দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও চলে যাচ্ছে। বদরখালীর বিস্তীর্ণ ভূমি জুড়ে রয়েছে মিঠা পানের বরজ, সোনালী ধানের ক্ষেত ও রূপালী দানার খৈ-এর মতো লবণের মাঠ। পুরুষ পরম্পরায় এ অঞ্চলের মানুষ এই সম্পদের উপর ভর করে জীবিকা নির্বাহ করে আসছে।
ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]
বদরখালী ইউনিয়নে ৫০টি মসজিদ ও ১টি মন্দির রয়েছে।[২]
খাল ও নদী[সম্পাদনা]
বদরখালী ইউনিয়নের পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে মাতামুহুরী নদী। এছাড়া রয়েছে কলেজপাড়া খাল, ছনুয়াপাড়া খাল, মাতারবাড়ীপাড়া খাল, শহরিয়াপাড়া খাল, উত্তর নতুনঘোনা খাল, মুহুরীজোড়াপাড়া খাল, সাতদুনিয়া খাল, সাতডালিয়াপাড়া খাল, নয়াপাড়া খাল, আজমনগরপাড়া খাল, লম্বাখালীপাড়া খাল, বাজারপাড়া খাল।[৯]
হাট-বাজার[সম্পাদনা]
বদরখালী ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল বদরখালী বাজার ও নতুন বাজার।[১০]
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- চকরিয়া সুন্দরবন
- বদরখালী-চায়না নতুন জেটি
- বদরখালী প্যারাবন
- কুহেলীয়া নদী
- বদরখালী বেড়ীবাঁধ
- বদরখালী -মহেশখালী সেতু
জনপ্রতিনিধি[সম্পাদনা]
- বর্তমান চেয়ারম্যান: খাইরুল বশর[১২]
- প্যানেল চেয়ারম্যান: কুতুব উদ্দিন(MUP)
- শফি আলম MUP-১নং ওয়ার্ড
- তমিজ উদ্দিন আজাদ-MUP -২নং ওয়ার্ড
- কুতুব উদ্দিন -MUP- ৩ নং ওয়ার্ড
- খোকা - MUP- ৪নং ওয়ার্ড
- ভুট্টো MUP- ৫নং ওয়ার্ড
- নুরুল আলম-MUP- ৬নং ওয়ার্ড
- তারেকুল ইসলাম -MUP- ৭ নং ওয়ার্ড
- MUP- ৩ নং ওয়ার্ড
- হেলাল উদ্দিন -MUP- ৮নং ওয়ার্ড
- গোলাম কাদের মনু - MUP- ৯ নং ওয়ার্ড।
চিত্রশালা[সম্পাদনা]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "চকোরিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ গ "এক নজরে বদরখালী ইউনিয়ন - বদরখালী ইউনিয়ন - বদরখালী ইউনিয়ন"। badarkhaliup.coxsbazar.gov.bd।
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - বদরখালী ইউনিয়ন - বদরখালী ইউনিয়ন"। badarkhaliup.coxsbazar.gov.bd।
- ↑ "কলেজ - বদরখালী ইউনিয়ন - বদরখালী ইউনিয়ন"। badarkhaliup.coxsbazar.gov.bd।
- ↑ "মাদ্রাসা - বদরখালী ইউনিয়ন - বদরখালী ইউনিয়ন"। badarkhaliup.coxsbazar.gov.bd।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - বদরখালী ইউনিয়ন - বদরখালী ইউনিয়ন"। badarkhaliup.coxsbazar.gov.bd।
- ↑ "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - বদরখালী ইউনিয়ন - বদরখালী ইউনিয়ন"। badarkhaliup.coxsbazar.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41205&union=09[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "খাল ও নদী - বদরখালী ইউনিয়ন - বদরখালী ইউনিয়ন"। badarkhaliup.coxsbazar.gov.bd।
- ↑ "হাট বাজারের তালিকা - বদরখালী ইউনিয়ন - বদরখালী ইউনিয়ন"। badarkhaliup.coxsbazar.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - বদরখালী ইউনিয়ন - বদরখালী ইউনিয়ন"। badarkhaliup.coxsbazar.gov.bd।
- ↑ "বিএমচর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে সুধী সমাবেশ"। ২৭ জুলাই ২০১৬।
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
উইকিমিডিয়া কমন্সে বদরখালী সংক্রান্ত মিডিয়া রয়েছে। |