উইকিপিডিয়া:আলোচনাসভা/সংগ্রহশালা/২০২১/৯-১০
এই পাতাটি একটি সংগ্রহশালা। দয়া করে এটি সম্পাদনা করবেন না। কোনও মন্তব্য করতে চাইলে বর্তমান মূল পাতায় করুন। |
+ | জানুয়ারি - এপ্রিল | মে - আগস্ট | সেপ্টেম্বর - ডিসেম্বর | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
২০০৪/০৫ | সবচেয়ে পুরাতন | |||||||||||
২০০৬ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০০৭ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০০৮ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০০৯ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০১০ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০১১ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০১২ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০১৩ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০১৪ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০১৫ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০১৬ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০১৭ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০১৮ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০১৯ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০২০ | ১ থেকে ৪ | ৫ - ৬ | ৭ - ৮ | ৯ -১০ | ১১ - ১২ | |||||||
২০২১ | ১ - ২ | ৩ - ৪ | ৫ - ৬ | ৭ - ৮ | ৯ - ১০ | ১১ - ১২ | ||||||
২০২২ | ১ - ২ | ৩ - ৪ | ৫ - ৬ | ৭ - ৮ | ৯ - ১০ | ১১ - ১২ | ||||||
২০২৩ | ১ - ২ | ৩ - ৪ | ৫ - ৬ | ৭ - ৮ | ৯ - ১০ | ১১ - ১২ | ||||||
২০২৪ | ১ - ২ | ৩ - ৪ | ৫ - ৬ | ৭ - ৮ | ৯ - ১০ | ১১ - ১২ | ||||||
সংগ্রহশালার সূচিপত্র |
একটি নির্বাচিত নিবন্ধ মনোনয়ন প্রদান সম্পর্কে সাহায্য প্রার্থনা
পশ্চিম চালুক্য সাম্রাজ্য নিবন্ধটির কাজ সম্পূর্ণ হয়েছে। এই নিবন্ধটি ইংরেজি উইকিপিডিয়ায় নির্বাচিত নিবন্ধ। বাংলাতেও নির্বাচিত নিবন্ধ হিসেবে মনোনয়ন জমা দিতে চাই। পদ্ধতিটি ভুলে গিয়েছি। যদি কেউ সাহায্য করেন তাহলে উপকৃত হব। --অর্ণব দত্ত (আলাপ) ১১:১৭, ২৯ আগস্ট ২০২১ (ইউটিসি)
- @Jonoikobangali: নিবন্ধটি অনেক ভালো হয়েছে। আপনাকে অভিনন্দন। নির্বাচিত নিবন্ধের প্রস্তাবনার জন্য প্রথমে এই পাতাটি পড়ে, এরপর এখানে পর্যালোচনার অনুরোধ যুক্ত করুন। আপনার জন্য অশেষ শুভকামনা। — Meghmollar2017 • আলাপ • ১৫:১০, ২৯ আগস্ট ২০২১ (ইউটিসি)
- @Meghmollar2017: অনেক ধন্যবাদ আপনাকে। আমি মনোনয়ন জমা দিয়েছি। --অর্ণব দত্ত (আলাপ) ২১:৩১, ২৯ আগস্ট ২০২১ (ইউটিসি)
- @Jonoikobangali: দাদা, উইকিপিডিয়া:প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ পাতায় বলা হয়েছে যে, "কোন নিবন্ধকে নির্বাচিত নিবন্ধ করতে প্রস্তাব করার আগে তা অবশ্যই ভালো নিবন্ধ মূল্যায়নে উত্তীর্ণ হতে হবে।" আলোচ্য নিবন্ধটি যেহেতু এখনো ভালো নিবন্ধ স্তরে উন্নীত হয়নি, তাই নিবন্ধটিকে প্রথমে উইকিপিডিয়া:প্রস্তাবিত ভালো নিবন্ধ পাতায় মনোনয়ন দেওয়া উচিত। —গোলাম মুকিত ☆ (আলাপ) ☆ ২৩:২৫, ২৯ আগস্ট ২০২১ (ইউটিসি)
- @Md. Golam Mukit Khan: ও আচ্ছা, ওটা খেয়াল করিনি। ঠিক আছে, আমি ভালো নিবন্ধের জন্য মনোনয়ন দিয়ে দিচ্ছি। --অর্ণব দত্ত (আলাপ) ২৩:৩৬, ২৯ আগস্ট ২০২১ (ইউটিসি)
- অর্ণবদা, নিবন্ধটি চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে। ― অংকন (আলাপ) ০৪:০৮, ২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @ANKAN: অনেক ধন্যবাদ, ভাই। বাংলা উইকিপিডিয়ায় নির্বাচিত নিবন্ধের সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম। সেই অভাব মেটাতেই কাজ করছি এখন। আপনাদের সাহায্য সর্বদা কাম্য। --অর্ণব দত্ত (আলাপ) ০৪:২৫, ২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
সুধী,
দক্ষিণ এশিয়ার উইকিপিডিয়ায় লিঙ্গ ব্যবধান হ্রাস এবং দক্ষিণ এশীয় নারীদের সম্পর্কে জীবনী তৈরি করার লক্ষ্যে ২০২১ সালের ১-৩০ সেপ্টেম্বর দক্ষিণ এশিয়ার অন্যান্য উইকিপিডিয়ার যুগপৎ বাংলা উইকিপিডিয়াতেও উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ শীর্ষক নিবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, উক্ত আয়োজনে সকলের সম্মিলিত অংশগ্রহণ কাম্য।
প্রতিযোগিতাটি সম্পাদকদের দৃষ্টিগোচর হবার স্বার্থে ১-৩০ সেপ্টেম্বর এক মাসের জন্য বাংলা উইকিপিডিয়ায় একটি সাইট নোটিশ দেওয়ার প্রস্তাব করছি, আশা করছি সম্প্রদায়ের সদস্যগণ এব্যাপারে তাদের সুচিন্তিত মতামত প্রদান করবেন। —শাকিল (আলাপ · অবদান) ১৮:৩৮, ৩১ আগস্ট ২০২১ (ইউটিসি)
- @MdsShakil: ব্যানারের লেখা কি হবে? "চলছে .. । অংশ নিন, পুরস্কার জিতুন" এমন কিছু? -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২৮, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান: হ্যাঁ, সাথে "বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করুন" অতিরিক্ত হিসাবে এক পাশে লোগো যোগ করে দেওয়া যায় —শাকিল (আলাপ · অবদান) ১৭:৩৪, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- করেছি — রিয়াজ (আলাপ) ০৬:৫৭, ২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান: হ্যাঁ, সাথে "বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করুন" অতিরিক্ত হিসাবে এক পাশে লোগো যোগ করে দেওয়া যায় —শাকিল (আলাপ · অবদান) ১৭:৩৪, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
মন্তব্য
- সমর্থন- সাইট নোটিশ প্রদান করা যায়। Aishik Rehman (আলাপ) ১৮:৪৫, ৩১ আগস্ট ২০২১ (ইউটিসি)
- সমর্থন — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১০:৫৯, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- সমর্থন–ধর্মমন্ত্রী (আলাপ) ১১:৪০, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- সমর্থন –– তাহমিদ । আলাপ । ১২:৪৩, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- সমর্থন — নাফিউল(আলাপ) ২০:১৫, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- সমর্থন — Meghmollar2017 • আলাপ • ০৫:৩৩, ২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
উইকিসংবাদ ও অন্যান্য উইকি সহপ্রকল্পে অবদানের অনুরোধ
সুধী, আশা করি সকলে ভালো আছেন। প্রধান পাতার নিচের দিকের একটি অংশ থেকে আপনারা জেনে থাকবেন যে উইকিমিডিয়ার উইকিপিডিয়া ছাড়াও অন্যান্য প্রকল্প আছে। এর মধ্যে উইকিপিডিয়া বাদে উইকিসংকলন সবচেয়ে উত্তম অবস্থায় আছে। এছাড়া উইকিবই, উইকিঅভিধান, উইকিভ্রমণও আছে, তবে এগুলোতে অবদানকারীর বেশ অভাব বিদ্যমান।
এর মধ্যে আমি উইকিসংবাদে(পরীক্ষামূলক) কিছু অবদানকারীকে আশার আমন্ত্রণ জানাচ্ছি। কেউ হয়তো জিজ্ঞেস করতে পারেন বাংলা উইকিপিডিয়ায় অবদানকারীর অভাব আছে আর অন্য প্রকল্পগুলোও গুরুত্বপূর্ণ এর মধ্যে উইকিসংবাদে কেউ কেনো অবদান রাখবে? তবে অন্য প্রকল্পগুলোর তুলনায় উইকিসংবাদে খুবই কম অবদানকারী হলেই একটি উত্তম প্রকল্প তৈরি সম্ভব। বাস্তবিকভাবে প্রতিদিন গুরুত্বপূর্ণ সংবাদের সংখ্যা অল্প হয়। যদি আমাদের তিনজন দৈনিক অবদানকারী এবং সর্বোচ্চ দশজন থাকে, তবে এই প্রকল্প খুবই ভালোভাবে এই প্রকল্প চলতে পারবে এবং উইকিপিডিয়ারও প্রধান পাতায় সাম্প্রতিক ঘটনাবলির একটি ক্ষুদ্র অংশ আমরা দেখাতে পারব। এছাড়া অনেকসময় একটি উইকিপিডিয়া নিবন্ধের চেয়ে উইকিসংবাদে নিবন্ধ লেখা অনেকাংশে সহজ। এতে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনা সেখানে দ্রুত লিপিবদ্ধ করে রাখতে পারবো এবং পরবর্তীতে সেখান থেকে উইকিপিডিয়ায় প্রয়োজন অনুযায়ী আনতে পারব। উইকিসংবাদ: [১]
ধন্যবাদ পড়ার জন্য --Notbrev (আলাপ) ১০:০৭, ৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
The 2022 Community Wishlist Survey will happen in January
প্রিয় সবাই,
আমরা আশা করি এই কঠিন সময়ে আপনারা সবাই ভাল এবং নিরাপদে আছেন! সম্প্রদায়ের ইচ্ছা তালিকার জরিপ ২০২২-এ আমরা কিছু পরিবর্তন এনেছি, সেই খবর আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমরা আপনাদের মতামতও শুনতে চাই।
সারাংশ:
আমরা ২০২২ সালের জানুয়ারিতে সম্প্রদায়ের ইচ্ছা তালিকার জরিপ ২০২২ চালাব। ২০২১ সালের ইচ্ছা তালিকা নিয়ে কাজ করার জন্য আমাদের আরও সময় প্রয়োজন। ইচ্ছা তালিকা ২০২২-এ কিছু পরিবর্তন করার জন্যও আমাদের সময় দরকার। ইতিমধ্যে, আপনি ২০২২ ইচ্ছা তালিকার প্রাথমিক ধারণাগুলি জানানোর জন্য নিবেদিত খেলাঘর ব্যবহার করতে পারেন।
প্রস্তাব দেওয়া এবং ইচ্ছা-তালিকা একই বছরে পূরণ করা হবে
অতীতে, সম্প্রদায়ের কারিগরি দল পূর্ববর্তী বছরের নভেম্বরে পরবর্তী বছরের জন্য সম্প্রদায়ের ইচ্ছা তালিকার জরিপ নিয়ে কাজ করেছে। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা ২০২০ সালের নভেম্বরে ২০২১ এর ইচ্ছা তালিকা নিয়ে কাজ করেছিলাম। এটি কয়েক বছর আগে ভাল কাজ করেছিল। সেই সময়ে, আমরা ভোটের ফলাফল প্রকাশের পরপরই ইচ্ছা তালিকা নিয়ে কাজ শুরু করে দিতাম।
কিন্তু, ২০২১ সালে, ভোটদান এবং আমাদের নতুন ইচ্ছা তালিকা নিয়ে কাজ শুরু করতে পারার সময়ের মধ্যে বিলম্ব হয়েছিল। জুলাই ২০২১ পর্যন্ত, আমরা ২০২০ সালের জন্য ইচ্ছা তালিকা থেকে তালিকা নিয়ে কাজ করছিলাম।
আমরা আশা করি ২০২২ সালের জানুয়ারির ইচ্ছা তালিকা ২০২২ আরও সংস্কারমূলক হবে। এটি আমাদের ২০২১ সালের ইচ্ছা তালিকা থেকে আরও ইচ্ছা পূরণ নিয়ে কাজ করতে কিছু সময় দেবে।
ঐতিহাসিকভাবে বাদ দেওয়া সম্প্রদায়ের ব্যাপক অংশগ্রহণকে উৎসাহিত করা
আমরা ভাবছি কিভাবে ইচ্ছাতালিকায় অংশগ্রহণ করা সহজ করা যায়। আরো অনুবাদ করাকে আমরা সমর্থন করতে চাই, এবং কম সংস্থান সম্পন্ন সম্প্রদায়গুলিকে আরো সক্রিয় হতে উৎসাহিত করতে চাই। আমরা এই পরিবর্তনগুলি করার জন্য কিছু সময় চাই।
অগ্রাধিকার এবং ইচ্ছাতালিকা সম্পর্কে আমাদের সাথে কথা বলার একটি নতুন জায়গা
কোন ইচ্ছা তালিকা ছাড়াই আমাদের ৩৬৫ দিন চলে যাচ্ছে। আমরা আপনাকে, আমাদের কাছে পৌঁছে যেতে উৎসাহিত করি। আমরা আলাপ পাতায় আপনার কাছ থেকে শুনতে চাই, কিন্তু আমরা আমাদের দ্বি-মাসিক আমাদের সাথে কথা বলুন সমাবেশেও আপনাকে দেখতে চাই! এগুলি বিশ্বজুড়ে সময় অঞ্চল অনুসারে সুবিধাজনক দুটি ভিন্ন সময়ে উপস্থাপন করা হবে।
আমরা ১৫ই সেপ্টেম্বর ২৩:০০ ইউটিসি।তে আমাদের প্রথম সভা শুরু করব। আলোচ্যসূচি এবং বিন্যাস সম্পর্কে আরও বিস্তারিত খবর শীঘ্রই আসছে!
প্রস্তাব পর্বের আগে দলগত সৃজনশীলতার কৌশল এবং খসড়া প্রস্তাব
আপনার যদি ইচ্ছাতালিকা সম্পর্কে প্রাথমিক ধারণা থাকে, তাহলে আপনি নতুন সম্প্রদায়ের ইচ্ছা তালিকার জরিপের খেলাঘর ব্যবহার করতে পারেন। এতে করে, ২০২২ সালের জানুয়ারির আগে আপনি এগুলি ভুলে যাবেন না। এছাড়াও আপনি পরে ফিরে এসে আপনার ধারণাকে আরও পরিমার্জিত করতে সক্ষম হবেন। মনে রাখবেন, খেলাঘরে সম্পাদনাগুলি ইচ্ছা হিসাবে গণনা করা হয় না!
মতামত
- ইচ্ছা তালিকার পাতাগুলি উন্নত করতে আমাদের কি করা উচিত?
- আপনি কিভাবে আমাদের নতুন খেলাঘর ব্যবহার করতে চান?
- ইচ্ছা তালিকা ২০২২-এর তারিখ পরিবর্তনের জন্য আমাদের সিদ্ধান্তে আপনি কি কোন ঝুঁকি দেখতে পাচ্ছেন?
- ২০২২ সালের ইচ্ছা তালিকায় আরও বেশি মানুষকে অংশগ্রহণ করার জন্য কি করা যেতে পারে?
আলাপ পাতায় (যে কোন ভাষা যাতে আপনি স্বচ্ছন্দ সেই ভাষায়) অথবা আমাদের সাথে কথা বলুন সভায় উত্তর দিন।
SGrabarczuk (WMF) (talk) ০০:২৩, ৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচনের ফলাফল
২০২১ সালের বোর্ড নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেককে ধন্যবাদ। নির্বাচন কমিটি ২০২১ সালের উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচনের ভোট পর্যালোচনা করেছে, যা চারজন নতুন ট্রাস্টি নির্বাচন করার জন্য আয়োজিত হয়েছিল। ২১৪টি প্রকল্প থেকে রেকর্ডসংখ্যক ৬,৮৭৩ জন ভোটার তাদের বৈধ ভোট দিয়েছেন। নিম্নলিখিত চার জন প্রার্থী সর্বাধিক সমর্থন পেয়েছেন:
- রোজি স্টিফেনসন-গুডনাইট
- ভিক্টোরিয়া ডোরোনিনা
- দারিউস জেমিলনিয়াক
- লরেঞ্জো লোসা
যদিও এই প্রার্থীদের সম্প্রদায়ের ভোটদানের মাধ্যমে র্যাঙ্কিং করা হয়েছে, তবুও তারা এখনও ট্রাস্টি বোর্ডে নিযুক্ত হননি। তাদের এখনও একটি সফলভাবে অতীত পটভূমি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং উপআইনে বর্ণিত যোগ্যতা পূরণ করতে হবে। বোর্ড এই মাসের শেষে নতুন ট্রাস্টি নিয়োগের জন্য একটি অস্থায়ী তারিখ নির্ধারণ করেছে।
সম্পূর্ণ ঘোষণাটি পড়ুন। --MediaWiki message delivery (আলাপ) ০২:৫৬, ৮ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
Universal Code of Conduct EDGR conversation hour for South Asia
Dear Wikimedians,
As you may already know, the Universal Code of Conduct (UCoC) provides a baseline of behaviour for collaboration on Wikimedia projects worldwide. Communities may add to this to develop policies that take account of local and cultural context while maintaining the criteria listed here as a minimum standard. The Wikimedia Foundation Board has ratified the policy in December 2020.
The current round of conversations is around how the Universal Code of Conduct should be enforced across different Wikimedia platforms and spaces. This will include training of community members to address harassment, development of technical tools to report harassment, and different levels of handling UCoC violations, among other key areas.
The conversation hour is an opportunity for community members from South Asia to discuss and provide their feedback, which will be passed on to the drafting committee. The details of the conversation hour are as follows:
- Date: 16 September
- Time: Bangladesh: 5:30 pm to 7 pm, India & Sri Lanka: 5 pm to 6:30 pm, Nepal: 5:15 pm to 5:45 pm
- Meeting link: https://meet.google.com/dnd-qyuq-vnd | add to your calendar
You can also attend the global round table sessions hosted on 18 September - more details can be found on this page. MediaWiki message delivery (আলাপ) ১০:৪৭, ১০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
Call for Candidates for the Movement Charter Drafting Committee ending 14 September 2021
আন্দোলনের কৌশল, আন্দোলনের খসড়া সনদ কমিটির জন্য প্রার্থী হবার আহ্বান জানাচ্ছে। ২ আগস্ট ২০২১ থেকে ১ সেপ্টেম্বর ২০২১-এর মধ্যে প্রার্থীতা জমা দেওয়া যাবে।
এই কমিটি উইকিমিডিয়া আন্দোলনে বৈচিত্রের প্রতিনিধিত্ব করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বৈচিত্র্যের মধ্যে রয়েছে লিঙ্গ, ভাষা, ভূগোল এবং অভিজ্ঞতা। প্রকল্প, সহযোগী সংস্থা এবং উইকিমিডিয়া ফাউন্ডেশনে অংশগ্রহণ করাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
সদস্য হওয়ার জন্য ইংরেজিতে সাবলীল হওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন হলে, অনুবাদ এবং দোভাষী প্রদান করে সহায়তা দেওয়া হয়। অংশগ্রহণের ব্যয় বহনের জন্য সদস্যরা একটি ভাতা পাবেন। এটি হল প্রতি দুই মাসে US$100।
আমরা এমন কিছু ব্যক্তিদের সন্ধান করছি যাদের নিচের দক্ষতাগুলির মধ্যে কয়েকটি আছে:
- কীভাবে একসাথে মিলে লিখতে হয় তা জানেন। (অভিজ্ঞতার প্রদর্শন একটি অতিরিক্ত যোগ্যতা)
- আপস খুঁজে বের করার জন্য প্রস্তুত।
- অন্তর্ভুক্তি এবং বৈচিত্র্যের উপর দৃষ্টি নিবেশ করতে সামর্থ্য।
- সম্প্রদায়ের সাথে পরামর্শ করা সম্পর্কে জ্ঞান আছে।
- আন্তঃসাংস্কৃতিক যোগাযোগের অভিজ্ঞতা আছে।
- অলাভজনক সংস্থা অথবা সম্প্রদায়ের, পরিচালনা অথবা সাংগঠনিক অভিজ্ঞতা আছে।
- বিভিন্ন পক্ষের সাথে দরকষাকষির অভিজ্ঞতা আছে।
১৫ জনকে নিয়ে কমিটি শুরু হবে বলে মনে করা হচ্ছে। যদি ২০ জন অথবা তার বেশি প্রার্থী থাকেন, তাহলে নির্বাচন ও বাছাইয়ের একটি মিশ্র প্রক্রিয়া অনুসরণ করা হবে। যদি ১৯ জন অথবা তার কম প্রার্থী থাকেন, তবে নির্বাচন না করে বাছাই করে নেওয়া হবে।
এই গুরুত্বপূর্ণ ভূমিকাতে উইকিমিডিয়াকে এগিয়ে নিয়ে যেতে আপনি কি সাহায্য করবেন? এখানে আপনার প্রার্থীতা জমা দিন। কোনও প্রশ্ন থাকলে অনুগ্রহ করে strategy2030wikimedia.org ঠিকানায় যোগাযোগ করুন।
Xeno (WMF) ১৭:০১, ১০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
Server switch
এই বার্তাটি অন্য ভাষায় পড়ুন • দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুন
উইকিমিডিয়া ফাউন্ডেশন তার প্রাথমিক ও গৌণ উপাত্ত কেন্দ্রগুলির মধ্যে ট্রাফিক আনা-নেওয়ার বিষয়টি পরীক্ষা করবে। এটি নিশ্চিত করবে যে উইকিপিডিয়া এবং উইকিমিডিয়ার অন্যান্য উইকিসমূহ এমনকি একটি দুর্যোগের পরেও অনলাইন থাকবে। সবকিছু কাজ করছে কিনা তা নিশ্চিত করার জন্য, উইকিমিডিয়ার প্রযুক্তি বিভাগ একটি পরিকল্পিত পরীক্ষা পরিচালনা করবে। এই পরীক্ষাটি প্রদর্শন করবে যে এগুলিকে নির্ভরযোগ্যভাবে একটি উপাত্ত কেন্দ্র থেকে অন্য উপাত্ত কেন্দ্রে পরিবর্তন করা যাবে কিনা। এটির জন্য অনেক দলকে পরীক্ষার জন্য প্রস্তুত করা এবং অপ্রত্যাশিত সমস্যা সমাধানের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন।
তারা মূল উপাত্ত কেন্দ্রে ১৪ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবারে আবার সকল ট্রাফিক ফেরত আনবে।
দুর্ভাগ্যবশত, মিডিয়াউইকির কিছু সীমাবদ্ধতার কারণে, এই পরিবর্তনের সময় সব সম্পাদনা অবশ্যই বন্ধ রাখতে হবে। এই ব্যাঘাত ঘটানোর জন্য আমরা ক্ষমাপ্রার্থী, এবং আমরা ভবিষ্যতে এটিকে হ্রাস করার জন্য কাজ করছি।
সব উইকিতে অল্প সময়ের জন্য, আপনি সম্পাদনা করতে পারবেন না, তবে আপনি উইকি পড়তে সক্ষম হবেন।
- আপনি ১৪ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবারে প্রায় এক ঘণ্টা পর্যন্ত সম্পাদনা করতে পারবেন না। পরীক্ষাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায় ও পশ্চিমবঙ্গ সময় রাত ৭টা ৩০ মিনিটে (১৪:০০ ইউটিসি)।
- আপনি যদি এই সময়ে সম্পাদনা করার বা সংরক্ষণ করার চেষ্টা করেন, তাহলে আপনি একটি ত্রুটি বার্তা দেখতে পাবেন। আমরা আশা করি যে কোন সম্পাদনা এই সময়ের মধ্যে নষ্ট হবে না, কিন্তু আমরা তার নিশ্চয়তা দিতে পারছি না। আপনি যদি ত্রুটি বার্তাটি দেখতে পান, তাহলে অনুগ্রহ করে অপেক্ষা করুন যতক্ষণ না সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। এরপর আপনি আপনার সম্পাদনা সংরক্ষণ করতে সক্ষম হবেন। সতর্কতাস্বরূপ, আমরা সুপারিশ করছি যে উক্ত সময়ে আপনি আপনার সম্পাদনার একটি অনুলিপি তৈরি করে রাখুন।
অন্যান্য প্রভাব:
- পটভূমির কাজগুলো ধীর হবে এবং কিছু নাও কাজ করতে পারে। লাল লিঙ্কগুলো স্বাভাবিকের মত দ্রুত হালনাগাদ নাও হতে পারে। আপনি যদি একটি নিবন্ধ তৈরি করেন যা ইতিমধ্যে অন্য কোথাও সংযুক্ত আছে, সেক্ষেত্রে লিংক স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে লাল থাকবে। কিছু দীর্ঘ চলমান স্ক্রিপ্ট বন্ধ করতে হবে।
- আমরা আশা করি যে কোড হালনাগাদগুলি অন্য সপ্তাহের মতো চলবে। তবে যদি অপারেশনের পর প্রয়োজন হয়, কিছু ক্ষেত্রে কোড হালনাগাদ বন্ধ থাকতে পারে।
SGrabarczuk (WMF) (আলোচনা) ০০:৪৫, ১১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
Talk to the Community Tech
Read this message in another language • দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুন
Hello!
As we have recently announced, we, the team working on the Community Wishlist Survey, would like to invite you to an online meeting with us. It will take place on September 15th, 23:00 UTC on Zoom, and will last an hour. Click here to join.
Agenda
- How we prioritize the wishes to be granted
- Why we decided to change the date from November 2021 to January 2022
- Update on the disambiguation and the real-time preview wishes
- Questions and answers
Format
The meeting will not be recorded or streamed. Notes without attribution will be taken and published on Meta-Wiki. The presentation (first three points in the agenda) will be given in English.
We can answer questions asked in English, French, Polish, and Spanish. If you would like to ask questions in advance, add them on the Community Wishlist Survey talk page or send to sgrabarczuk@wikimedia.org.
Natalia Rodriguez (the Community Tech manager) will be hosting this meeting.
Invitation link
- Join online
- Meeting ID: 898 2861 5390
- One tap mobile
- +16465588656,,89828615390# US (New York)
- +16699006833,,89828615390# US (San Jose)
- Dial by your location
See you! SGrabarczuk (WMF) (আলোচনা) ০৩:০৩, ১১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
আলাপ পাতা অপসারণ
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
বর্তমানে বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধ, আলাপ পাতা, পুনর্নির্দেশিত পাতাসহ মোট ৯ লক্ষাধিক পাতা রয়েছে (পরিসংখ্যান অনুসারে)। তার মধ্যে ১৫ হাজারের মতো আলাপ পাতা আছে যেগুলো মূল আলাপ পাতায় পুনর্নির্দেশিত। কিন্তু সেগুলো অন্য কোন নিবন্ধের সাথে সংযোগ নেই। যেমন:
এই পাতাগুলোতে আলোচনা হওয়ার সম্ভাবনা ও নেই যেহেতু মূল নিবন্ধের মূল আলাপ পাতা আছে। তাই আমি চাচ্ছি অপ্রয়োজনীয় আলাপ পাতাগুলো অপসারণ করে দিতে। এবিষয়ে আপনাদের মতামত জানান। — রিয়াজ (আলাপ) ০৮:৫৭, ১২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
মতামত
- অপ্রয়োজনীয় পাতা হিসাবে অপসারণ করা যেতে পারে —শাকিল (আলাপ · অবদান) ০৯:০১, ১২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- সমর্থন। — Meghmollar2017 • আলাপ • ০৯:৪৭, ১২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- করা যায়, যদি সংযোগ না থাকে। নিবন্ধ যদি অনুলিপি করে একীকরণ করা হয়, {{তে একত্রিত হয়েছে}} রাখা হয়। এটি ছাড়া পুনর্নির্দেশিত আলাপ পাতার আর কোনো ব্যবহার দেখিনি। — AKanik 💬 ১০:৩১, ১২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- সংযোগহীন পুনর্নির্দেশ করা আলাপ পাতাগুলো অপসারণ করা যেতে পারে। কিন্তু এতোগুলো পাতা অপসারণের প্রক্রিয়া কী হবে? — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১১:২৪, ১২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Yahya: ব্যবহারকারী বট অধিকার নিয়ে স্ক্রিপ্ট দিয়ে অপসারণ করবো যাতে সাম্প্রতিক পরিবর্তন ভেসে না যায়৷ -- রিয়াজ (আলাপ) ১২:১৯, ১২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- তাহলে আপত্তি নেই। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৬:৩৮, ১৯ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Yahya: ব্যবহারকারী বট অধিকার নিয়ে স্ক্রিপ্ট দিয়ে অপসারণ করবো যাতে সাম্প্রতিক পরিবর্তন ভেসে না যায়৷ -- রিয়াজ (আলাপ) ১২:১৯, ১২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- ঠিক আছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩২, ১২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- খুবই ভালো হয়। আমি পুনর্নির্দেশ করার সময় সাধারণত পূর্বের আলাপ পাতায় দ্রুত অপসারণ প্রস্তাবনা দিয়ে দিই, এই পাতাগুলোর আসলে কোনো দরকার নাই। এরকম পদক্ষেপ নিলে একবারে অদরকারী সব পাতা অপসারণ করা সম্ভব হবে। ― অংকন (আলাপ) ১৮:৪৪, ১৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- সমর্থন ঝঞ্জাল হিসেবে অপসারণ করা যেতে পারে।সাজিদ আলাপ ২৩:২৩, ১৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- সমর্থন আমি বরাবরই আকাইম্মা পাতা অপসারণের পক্ষে। Aishik Rehman (আলাপ) ০২:১৬, ১৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
ভিন্ন শিরোনামে একই বিষয়ে নিবন্ধ
বাংলা উইকিপিডিয়ার নানাবিধ সীমাবদ্ধতার মধ্যে একটি হলো নিরীক্ষকের অভাব। অনেকে নিবন্ধ রচনা করে যাচ্ছেন কিন্তু পাঠক কী লাভ করছেন সে দিকে বিবেচনা নেই বহুক্ষেত্রেই। নিবন্ধের সংখ্যাবৃদ্ধির ওপর ঝোঁক স্পষ্ট। নিরীক্ষকের অভাবে হযরত সুলাইমান (আঃ) সম্বন্ধে অন্তত দুটি নিবন্ধ দেখতে পাচ্ছি। একটি হলো শলোমন, অপরটি হলো সলোমন। এ দুটোকে একীভূত করা কঠিন কিছু নয়, কিন্তু আগ্রহী ও দক্ষ সম্পাদকের অভাব। গতকাল নামাজ নিবন্ধটি পর্যালোচনা করতে গিয়ে দেখি নিরীক্ষার অভাবে সেটি অপরিবেশনীয় অবস্থায় রয়েছে। এ রকম দুর্দশা থেকে পরিত্রাণের উপায় একটিই, আর তা হলো নতুন নিবন্ধ রচনার পরিবর্তে অন্ততঃ কয়েকজনের জন্য ন্যায্য হবে সম্পাদনার দিকে মনোযোগ নিবিষ্ট রাখা। তারা কোথায়? — Faizul Latif Chowdhury (আলাপ) ১৬:২৭, ১২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Faizul Latif Chowdhury: দুইটা নিবন্ধ একই হলে সরাসরি পুনর্নির্দেশ করে দিতে পারেন। আর হ্যাঁ, উইকিপিডিয়ায় যারা অবদান রাখে তারা সবাই স্বেচ্ছাসেবক। বাংলা উইকিতে স্বেচ্ছাসেবক কম, এটা সীমাবদ্ধতা। যেহেতু এখানে কেউ পেশাদার নয়, তাই ‘তারা কোথায়?’ এধরনের প্রশ্ন তোলার সুযোগ নেই। সক্রিয় উইকিপিডিয়ানরা নানা ক্ষেত্রেই অবদান রাখছে। আপনি যেটাতে সমস্যা দেখেন, সেটা ঠিক করে দিন। বিভ্রান্তি পরিলক্ষিত হলে আলাপ পাতায় আলোচনা করুন। এভাবেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। –ধর্মমন্ত্রী (আলাপ) ১৬:৫৫, ১২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Faizul Latif Chowdhury: আমি শলোমন/সলোমন একত্র করে দিয়েছি। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩২, ১২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Faizul Latif Chowdhury:, নামাজ নিবন্ধের নাম সালাত আর রোজা নিবন্ধের নাৃ সাওম করার প্রস্তাব করছি, আমাকে আবু বকর মুহাম্মদ জাকারিয়া বলেছেন, নামাজ (ফারসি শব্দ, এসেছে সংস্কৃত আদি আর্য ধাতুমূল নমস থেকে যার অর্থ ভক্তি) রোজা (ফারসি শব্দ, এসেছে আদি আর্য সংষ্কৃত মূল রোচস থেকে, যা রোশন এর সমার্থক, যার অর্থ আলোকিত করা, মূলত ফার্সি আর সংষ্কৃত দুটোই হল আদি আর্য ইন্দো-ইরানীয় ভাষার আঞ্চলিক রূপভেদ, ইরানি আর্য ভাষা নিকটবর্তী আরব উচ্চারণের প্রভাবে আবেস্তান ফার্সিতে আর ইরান থেকে আগত ভারতীয় আর্যদের আর্য ভাষা স্থানীয় দ্রাবিড় উচ্চারণশৈলীর প্রভাবে সংষ্কৃত ভাষায় রূপলাভ করে) বললে কোন সোয়াব হয় না কারণ এগুলো কোরআনে নেই, কিন্তু সালাত সাওম যেহেতু কোরআনে আছে, তাই এগুলো বলার সাথে সাথে প্রতি হরফে দশ নেকী হয়, বিশুদ্ধ হাদীস মোতাবেক নবী সা: কোরআনের প্রতি হরফের বিনিময়ে দশ নেকীর কথা বলেছেন, সালাত বললে সোয়াদ লাম আলিফ তা চার হরফে চল্লিশ আর সাওম বললে সোয়াদ ওয়াও মিম তিন হরফে ত্রিশ নেকী হয়। 103.230.104.5 (আলাপ)
- বাংলা উইকিপিডিয়াতে আমরা নিবন্ধের শিরোনামের ক্ষেত্রে বাংলা নাম তথা বাংলা শব্দ ব্যবহার করি। ব্যতিক্রম আছে, কিন্তু সে সব নিরুপায় ব্যতিক্রম। অন্যদিকে বঙ্গীকরণ করতে গিয়ে আমরা দুর্বিপাক ঘটিয়ে ফেলি (যেমন, মহান আলেকজান্ডার বা শূন্যসন্নিকর্ষী)। নামকরণের ক্ষেত্রে মূলানুগত্য এবং অর্থবোধকতা - উভয়ের প্রতি লক্ষ্য রাখাই বিধেয়; এক্ষেত্রে ভারসাম্য আনয়নই কাণ্ডজ্ঞানের লক্ষণ। বাঙ্গালীো দীর্ঘ দিন যাবৎ নামাজ শব্দটি ব্যবহার করে আসছে। ব্যুৎপত্তি যাই হোক, এটি বাংলা শব্দ হিসাবেই অভিধানে অন্তর্ভুক্ত। ব্যুৎপত্তি যাই হোক, আমরা যে নামাজ পড়ি তা আল্লাহপাকের নির্ধারিত “সালাত”, এতে সন্দেহ নেই। আল্লাহপাক মানুষের পক্ষে বোধগম্যতার ওপর গুরুত্বারোপ করেছেন। তাই কুরআন যে স্থানে নাজিল হয়েছে সে স্থানের ভাষা-ভঙ্গী অবলম্বন করেছে। কয়েক যুগ ধরে “সালাত” শব্দটির প্রচলন বৃদ্ধি পেয়েছে। হয়তো দেখা যাবে ২০৫০ খ্রিস্টাব্দে বাংলা উইকিপিডিয়াতে “নামাজ” শিরোনামটি “সালাত” দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। — Faizul Latif Chowdhury (আলাপ) ০৪:২৬, ২৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Faizul Latif Chowdhury: ভাই, এটা বাধাপ্রাপ্ত ব্যবহারকারী। এর বিভিন্ন আইপিতে কমপক্ষে ১০ বার বাঁধা দেওয়া হয়েছে। বহু পুরনো আলাপ। এড়িয়ে যান। একে বুঝিয়ে কোনো লাভ নাই।–ধর্মমন্ত্রী (আলাপ) ০৫:৪৩, ২৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- আচ্ছা! ... ধন্যবাদ। — Faizul Latif Chowdhury (আলাপ) ১১:৩২, ২৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Faizul Latif Chowdhury:, নবী সাঃ বলেছেন, যে কাওকে কোন ভালো কাজের উপদেশ দেয়, তবে উপদেশপ্রাপ্ত লোক যদি ভালো কাজটি করে তবে যতবার কাজটি করবে ততবারও উপদেশদাতা সমান সওয়াব পাবে, খারাপ কাজের বেলাতেও সমাণ গুনাহ পাবে। উইকিতে সালাত সাওম শব্দের ব্যবহার দেখে যদি এর প্রচলন বাড়ে, তবে একে উইকিপিডিয়ায় যারা ব্যবহার করতে সাহায্য করেছে তারাও সমপরিমাণ সওয়াব পাবে আর বাংলা ভাষার তথ্যসহায়ক হিসেবে উইকিপিডিয়ার প্রভাব অন্তর্জাল প্রযুক্তিতে কত বড় সেটা আমরা আধুনিক বাঙালী সবাই জানি, আর সে হিসেবে সওয়াবটাও কত বেশি হবে একটু চিন্তা করে দেখুন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমপরিমাণ সওয়াব আমরা সামাণ্য একটি কাজ করেই পেয়ে যাবো, আর প্রতিনিয়ত পেতেই থাকবো, (সম্ভবত) মৃত্যুর পরও। আর ভাষা বা জাতীয়তা বা নিরপেক্ষতা নামক ঘোলা পানিতে মাছ শিকার করার নিরাপদ পদ্ধতিকে আশ্রয় করে রাজনৈতিকভাবে সংষ্কৃতির নাম দিয়ে ভালো কাজকে দমন করা, ধীরগতির করা, বা প্রকাশিত হতে না দেওয়াও একটি পাপ। এই পাপকে মানুষের মাঝে ছড়িয়ে দিলে সেটাও সমপরিমাণভাবে বাধাদানকারীরা পাবে, এবং যতদিন এ পাপ হবে, ততদিন সে এই ফল পেতেই থাকবে, (সম্ভবত) মৃত্যুর পরেও, আগে পাছে না থাকা কিংবা পাপের কারখানার সাথে থাকার চেয়ে পুণ্যের কারখানার সাথে থাকার চেষ্টাটা অন্তত করা উচিৎ। আর ইসলামের ধর্মীয় বিষয়বস্তুর (জাগতিক নয়) মূল (ঐশী) ভাষা হল আরবি, ফারসী উর্দু ভাষা কোন ইসলামী ভাষা না, এগুলো বাংলা ভাষার মতই হল প্রাচীন ও নব্য ভারতীয় আর্য ভাষার রূপভেদ, এগুলোর সাথে ইসলামী পাপ পুণ্যের কোন সম্পর্ক নেই, এগুলো ইসলামের মূল ভাবকে আরো ঘোলা আর বিকৃত করে, এরচেয়ে মাতৃভাষায় মুসলিম প্রার্থনা মুসলিম উপবাস বলাও ভালো, অন্তত ধর্মীয় আবেগে বুদ্ধিহীন ঘোরলাগা তৈরী হয় না, আর সবচেয়ে ভালো হল সালাত সাওম ব্যবহার করা। আর আল্লাহ সালাত সাওম শব্দের মধ্যেই বিষয়বস্তুর অলৌকিক অন্তর্নিহিত গভীর অর্থ লুকিয়ে রেখেছেন (আরবি ভাষাতত্ত্বের মাধ্যমে শব্দ দুটির বিশ্লেষণ করে কতটা গভীর আর বিস্তৃত অর্থ পাওয়া যায় তা আজকের দিনে সচেতন মুসলিমদের সকলেরই কমবেশি জানার কথা, মেধাবী ও অনুগত মাদ্রাসা ছাত্রদের তো আরও ভালোভাবে জানার কথা, যদি না তারা রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে দলকানা না হন, এবং দুনিয়াবি ভন্ডামির চেয়ে আল্লাহকে বেশি গুরুত্ব না দেন তাহলে), যা নামাজ রোজা, প্রার্থনা উপবাস এসব শব্দের মধ্যে নেই, বরঞ্চ এগুলো মূল ঐশী শব্দের সংস্পর্শ লাভের মাধ্যমে তার অন্তর্নিহিত ঐশী অর্থ ও বিষয়বস্তু অনুধাবনের সুযোগ থেকে মানুষকে বঞ্চিত করে, এটা যদি জেনেশুনে ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়, তাহলে অবশ্যই পাপ হবে, আর এখন যেহেতু আমি জানিয়ে দিয়েছি, তাই বিষয়টিকে যদি সুযোগ ও সাধ্য থাকা সত্ত্বেও আপনারা অবহেলা করেন, তাচ্ছিল্য করেন, অস্বীকার করেন, বা এড়িয়ে যান, তাহলে অবশ্যই পাপী হবেন, সাধ্য ও সুযোগের বিষয়টি আর কেউ জানুক বা না জানুক, আল্লাহ ঠিকই পূর্ণরূপে জানেন। আর স্বেচ্ছাসেবীরা ফাউন্ডেশনের টাকায় বহু ইসলামী নৈতিকতার বিপরীতে ভয়াবহ ঝুকিপূর্ণ মারাত্মক আজেবাজে কাজ অনেক আনন্দের সাথেই করেন, নিরপেক্ষ নিরপেক্ষ বলে মুখে ফেনা তুললেও অনেক জায়গায় তারা নিজেরাই নিরপেক্ষ হতে পারেন না, তাদের নিজব পছন্দের বিষয়ে নিরপেক্ষ হতে বললে হুমকি ধামকি দেন আর তা নাহলে কৌশলে এড়িয়ে যান, নিরপেক্ষ হলেও আল্লাহ হয়তো মাফ করতো, যাক বাবা, বাচ্চাগুলো তো নিরপেক্ষ, কিন্তু নিজের মনের মর্জির বেলায় শক্তের ভক্ত আর নরমের যম যারা, আল্লাহ তাদের নৈতিকভাবে কীভাবে বিচার বিশ্লেষণ করবেন তা আল্লাহর হাতে, আর আবারও বলি অন্তর্জালে উইকি সাধারণ মানুষের উপর শক্তিশালী প্রভাব রাখে, তাই প্রভাব টা ভালো হলে প্রভাব তৈরিকারীর সওয়াব হবে, আর খারাপ হলে গুনাহ, আর ভালো খারাপ কোনটাই না হলে কোনটাই না (কোন জিনিসকে শতভাগ ভালো খারাপের মাঝামাঝি অবস্থানে রাখা সবচেয়ে কঠিন কাজ, তাই সামান্য হলেও বা যতটা সম্ভব ভালোর দিকে এগিয়ে রাখা ভালো), আর যেহেতু প্রভাবটা পুরো বাংলা ভাষাভাষী উইকি পাঠকের উপর পড়ে, তাই সওয়াব গুনাহটাও পাঠকদের এই বিশাল সংখ্যা বুঝেই আসবে। আর ভারতীয় উপমহাদেশ তথা বিশ্বের অনেক জায়গাতেই সংস্কৃতিকে নিরপেক্ষতার মোড়কে মুড়িয়ে জ্ঞান ও বুদ্ধিবৃত্তির তুলনায় প্রবৃত্তিকে বেহিসাবী লাগামছাড়া সুড়সুড়ি দেওয়া মূর্খ আবেগের বাহন হিসেবে বনিক ও শাসকশ্রেণীর রাজব্যবসা চালানোর মনভোলানো দুষ্ট কৌশল হিসেবে ব্যবহার করা হয়, মূর্খতাকে তারা দুর করতে চায়ও না দেয়ও না, এই ভয়ে যে,যদি তাদের প্রতিষ্ঠিত বেখেয়ালী চলমান রাজব্যবসায় ভাটা পড়ে, তারা বোঝে না, জ্ঞান ও যুক্তিবিহীন সুড়সুড়ি সংষ্কৃতি বাহ্যিকভাবে সাময়িক আনন্দদায়ক ও লাভজনক হলেও সামগ্রিকভাবে তা লাভজনক হয় না সবসময়, আর এভাবে জ্ঞানকে ব্যাবসায়িক স্বার্থে স্তিমিত বা নীরব করে রাখলে ব্যবসায়ী ও খরিদদার দুজনেই তাৎক্ষনিক না হলেও দীর্ঘসময় পর চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়, আর এতে সামগ্রিক উৎপাদনশীলতা চক্রবৃদ্ধিহারে বাড়ার বদলে, চক্রবৃদ্ধিহারে কমতে থাকে, এলবার্ট হাবার্ট যেমন বলেছেন, সেসকল মানুষ শর্টকার্ট (সঠিক বাংলা জানি না) রাস্তা খুজে পায় না, যারা শর্টকাট রাস্তা খোঁজে। অর্থাৎ ফাঁকিবাজির মাধ্যমে কোন কিছুকে সহজ করতে গেলে তা সহজ তো হয়ই না, বরং আরও কঠিন হয়ে পড়ে। আর সুন্নি মুসলিম আলেমদের মধ্যে আমি যদি সিরিয়াল করি তাহলে সবচেয়ে ভালো হলো সৌদি সালাফি লামাজহাবী আহলে হাদীস আলেমরা, এরপর মিশরীয় রাজনীতিপাগল মিশ্রপ্রকৃতির আংশিক সালাফি আলেমগণ যাদের আকিদা ঠিক কিন্তু রাজনীতি শর্টকাট, এরপর দরগা মাজার ভক্তিপিপাসু বিদআতপ্রেমী ভারতীয় দেওবেন্দী আলেমগণ, যাদের সঠিক আকীদার কোন খবর নাই, যারা অন্তরের আমল নিয়ে ভাবাকে পেছনে ফেলে বাইরের লোকদেখানো বেশভুশা নিয়ে টানাটানি করতে পাগল হয়ে যায়, এটা মূলত ভারতীয় ফ্রিস্টাইল শো অফ কালচারের প্রভাবেী ফসল, তাই তুলনামূলক সবচেয়ে বিশুদ্ধ ইসলামী জ্ঞান উইকিপিডিয়ায় প্রয়োগ করতে হলে এক্ষেত্রে সৌদির বা সৌদি থেকে শিক্ষিত সালাফের অনুসারী বা মাদানী আলেমদের কথা অনুসরণ করাই উচিৎ। আর বাকিদের, বিশেষ করে দেওবন্দীদের ভূল আকীদার সুবিধাবাদী মতামত বর্জন করা উচিৎ, কারণ রাজনৈতিক ভূলের চেয়েও আকীদাগত ভূল বেশি মারাত্নক, এতে ইমান অনিশ্চয়তার মুখে পড়ে যায়।103.230.106.49 (আলাপ) ০২:৪৬, ১ অক্টোবর ২০২১ (ইউটিসি)
- আচ্ছা! ... ধন্যবাদ। — Faizul Latif Chowdhury (আলাপ) ১১:৩২, ২৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Faizul Latif Chowdhury: ভাই, এটা বাধাপ্রাপ্ত ব্যবহারকারী। এর বিভিন্ন আইপিতে কমপক্ষে ১০ বার বাঁধা দেওয়া হয়েছে। বহু পুরনো আলাপ। এড়িয়ে যান। একে বুঝিয়ে কোনো লাভ নাই।–ধর্মমন্ত্রী (আলাপ) ০৫:৪৩, ২৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- বাংলা উইকিপিডিয়াতে আমরা নিবন্ধের শিরোনামের ক্ষেত্রে বাংলা নাম তথা বাংলা শব্দ ব্যবহার করি। ব্যতিক্রম আছে, কিন্তু সে সব নিরুপায় ব্যতিক্রম। অন্যদিকে বঙ্গীকরণ করতে গিয়ে আমরা দুর্বিপাক ঘটিয়ে ফেলি (যেমন, মহান আলেকজান্ডার বা শূন্যসন্নিকর্ষী)। নামকরণের ক্ষেত্রে মূলানুগত্য এবং অর্থবোধকতা - উভয়ের প্রতি লক্ষ্য রাখাই বিধেয়; এক্ষেত্রে ভারসাম্য আনয়নই কাণ্ডজ্ঞানের লক্ষণ। বাঙ্গালীো দীর্ঘ দিন যাবৎ নামাজ শব্দটি ব্যবহার করে আসছে। ব্যুৎপত্তি যাই হোক, এটি বাংলা শব্দ হিসাবেই অভিধানে অন্তর্ভুক্ত। ব্যুৎপত্তি যাই হোক, আমরা যে নামাজ পড়ি তা আল্লাহপাকের নির্ধারিত “সালাত”, এতে সন্দেহ নেই। আল্লাহপাক মানুষের পক্ষে বোধগম্যতার ওপর গুরুত্বারোপ করেছেন। তাই কুরআন যে স্থানে নাজিল হয়েছে সে স্থানের ভাষা-ভঙ্গী অবলম্বন করেছে। কয়েক যুগ ধরে “সালাত” শব্দটির প্রচলন বৃদ্ধি পেয়েছে। হয়তো দেখা যাবে ২০৫০ খ্রিস্টাব্দে বাংলা উইকিপিডিয়াতে “নামাজ” শিরোনামটি “সালাত” দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। — Faizul Latif Chowdhury (আলাপ) ০৪:২৬, ২৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- আরবিতে prayer নিবন্ধটির নাম হল সালাত আর Salat নিবন্ধটির নাম হল الصلاة في الإسلام বা সালাত ফিল ইসলাম, বাংলায় যার অর্থ হল ইসলামে প্রার্থনা। 103.230.106.18 (আলাপ) ১৯:৫৭, ৭ অক্টোবর ২০২১ (ইউটিসি)
নামের আগে/পরে পদবীর ব্যবহার
ইসলামী নিবন্ধে কিছু নামের পরে (সাঃ) এবং (রাঃ) ব্যবহৃত হয়ে থাকে। বিশেষ করে ইসলামের নবী হয়রত মুহাম্মাদ (সাঃ)-এর নামের শেষে (সাঃ) লেখা ধর্মতঃ বাধ্যতামূলক। একটু আগেই একজন সম্পাদক এ বিষয়ে আমাকে সতর্ক করেছেন। আমি সম্যক অবহিত যে (সাঃ) কোনো পদবী নয়, এটি দোওয়া। তবে বিশেষ ক্ষেত্র হিসেবে হযরত মুহাম্মাদ (সাঃ)-এর নামের শেষে (সাঃ) লেখার ব্যাপারে সম্প্রদায়ের কাছে আবেদন করি। উইকিপিডিয়াতে অন্ততঃ গোটা দশেক নিবন্ধ দেখেছি যেখানে নামের শেষে পদবী ব্যবহার করা হয়। প্রকৃত সংখ্যা হাজারের বেশী হতে পারে। দুএকটি উদাহরণ দেই: Peter the Great, Alexander the Great। নামের পূর্বে পদবী ব্যবহারের উদাহরণও আছে। যেমন Saint John, Pope Gregory I ইত্যাদি। মুসলমানদের কথা বিবেচনায় নিয়ে আমার কেবল মুহাম্মাদ (সাঃ)-এর নামের শেষে (সাঃ) ব্যবহারের কথা বিবেচনা করতে পারি। এ বিষয়ে সকলে একমত হলে উইকিপিডিয়ার কোনো ক্ষতি হবে না। — Faizul Latif Chowdhury (আলাপ) ১৭:৫৯, ১২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- উইকিপিডিয়া:রচনাশৈলী_নির্দেশনা/ইসলাম-সম্পর্কিত_নিবন্ধ#মুহাম্মদ, উইকিপিডিয়া:আলোচনাসভা/সংগ্রহশালা/২০১৯/৫-৮#(সাঃ)_ব্যবহার_প্রসঙ্গে -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:৫১, ১২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- দৃষ্টি আকর্ষণের জন্য ধন্যবাদ। আলোচনা প্রাসঙ্গিক, যদিও সকলক্ষেত্রে কনক্লুসিভ নয়। আমি কেবল একটি ক্ষেত্রে ব্যতিক্রমের প্রস্তাব করেছি যেহেতু ধর্মীয় বাধ্যবাধকতা রয়েছে। পুনরুক্তিক্রমে আবারো বলছি, মুসলমানদের কথা বিবেচনায় নিয়ে আমার কেবল মুহাম্মাদ (সাঃ)-এর নামের শেষে (সাঃ) ব্যবহারের কথা বিবেচনা করতে পারি। এ বিষয়ে সকলে একমত হলে উইকিপিডিয়ার কোনো ক্ষতি হবে না। - ফয়জুল লতিফ চৌধুরী -- Faizul Latif Chowdhury (আলাপ) ০৪:৩৭, ১৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- কিছু মনে করবেন না ভাই, কনক্লুসিভ বলতে? মানে কনক্লুসিভের বাংলা অর্থ কি? -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫২, ১৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- হ্যাঁ সকলে একমত হলে হতে পারে। তবে সাথে আমাদের এটাও মনে রাখতে হবে, অন্য ধর্মের ব্যক্তিরাও তাদের ধর্মীয় ব্যক্তির সাথে তাদের ধর্ম অনুসারে এই রকম কিছু লাগাতে চাইলে আমাদের সেটা গ্রহণ করতে হবে। -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:২৪, ১৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান আফতাব ভাই। এটা ধর্মীয় অনুকরণ নয়, বরং এটা ধর্মীয় বাধ্যবাধকতা। আমার জানা মতে অনন্য ধর্মে এমন পদবী/দোয়ার বাধ্যবাধকতা নেই। আমার মতে, বিষয়টি ধর্মীয় আইন, বা কোন দেশের আইনে কতটুকু বাধ্য করা হয়েছে, সেটার উপর ভিক্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। যতটুকু জানি, প্রতিটা ওয়েবসাইট/কোম্পানি নিজেদের স্বকীয় বৈশিষ্ট্য, নিরেপক্ষতা বা কঠোরভাবে নিয়ম ফলো করার পাশাপাশি উক্ত দেশের মৌলিক আইনকে সন্মান করে থাকে। এইজন্য বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারে। -- Prodipto Deloar (আলাপ • অবদান • লগ) ০০:৫২, ১৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- হ্যাঁ সকলে একমত হলে হতে পারে। তবে সাথে আমাদের এটাও মনে রাখতে হবে, অন্য ধর্মের ব্যক্তিরাও তাদের ধর্মীয় ব্যক্তির সাথে তাদের ধর্ম অনুসারে এই রকম কিছু লাগাতে চাইলে আমাদের সেটা গ্রহণ করতে হবে। -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:২৪, ১৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- কিছু মনে করবেন না ভাই, কনক্লুসিভ বলতে? মানে কনক্লুসিভের বাংলা অর্থ কি? -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫২, ১৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- দৃষ্টি আকর্ষণের জন্য ধন্যবাদ। আলোচনা প্রাসঙ্গিক, যদিও সকলক্ষেত্রে কনক্লুসিভ নয়। আমি কেবল একটি ক্ষেত্রে ব্যতিক্রমের প্রস্তাব করেছি যেহেতু ধর্মীয় বাধ্যবাধকতা রয়েছে। পুনরুক্তিক্রমে আবারো বলছি, মুসলমানদের কথা বিবেচনায় নিয়ে আমার কেবল মুহাম্মাদ (সাঃ)-এর নামের শেষে (সাঃ) ব্যবহারের কথা বিবেচনা করতে পারি। এ বিষয়ে সকলে একমত হলে উইকিপিডিয়ার কোনো ক্ষতি হবে না। - ফয়জুল লতিফ চৌধুরী -- Faizul Latif Chowdhury (আলাপ) ০৪:৩৭, ১৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- মন্তব্য (সা.) না দেওয়ার রীতি সব উইকি মানে না। উইঘুর, মালয় ইত্যাদি উইকিপিডিয়ায় নিবন্ধের শিরোনামেই (সা.)-এর সমতুল্য শব্দ ব্যবহার করা হয়েছে। এই বিষয়ে সম্প্রদায়ের কনক্লুসিভ আলোচনার সত্যিই প্রয়োজন আছে। — Meghmollar2017 • আলাপ • ০৫:৪৪, ১৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- সমর্থন করছি। আমার মতে নিবন্ধের শিরোনাম পরিবর্তন না করলেও, নিবন্ধের শুরুতে নামের শেষে ব্যবহার করা যেতে পারে। প্রতিবার নামের শেষে উল্লেখ না করলেও হবে। Prodipto Deloar (আলাপ • অবদান • লগ) ০১:০৩, ১৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- বিরোধিতা এরকম হাজারও ব্যক্তির সহস্র পদবী উইকিতে ব্যবহার করা সম্ভব না। এখন কোন ধর্মে কোনটি বাধ্যতামূলক সেটা মেনে তো নিরপেক্ষতা নীতি থেকে চলে আসা উচিত না। আজ মুহাম্মাদের শেষে সা. যুক্ত করার হিড়িক পড়লে, কাল কারও নামে শ্রী শ্রী যুক্ত করার হিড়িক পড়বে কি-না কে জানে। অবশেষে দেখা যাবে একটা অসুস্থ প্রতিযোগিতা চলবে শ্রী-হযরতের মধ্যে (এখন যে হয়না তা কিন্তু না! তবে নিরপেক্ষতার নীতি দেখিয়ে তা পাশ কাটানো যায়। কিন্তু পরে আর সেই সুযোগটি থাকছে না)। তাছাড়া উইকিপিডিয়ার সব পাঠক মুসলিম না। তাহলে বাক্যের মধ্যে ধর্মীয় শব্দ জুড়ে দেওয়া হবে কেন। আর সাল্লাল্লাহু আলা... তো কোন পদবীও না (আপনিও এমনটাই বলেছেন), সরাসরি ধর্মীয় একটা বাক্য! তাহলে হিন্দু পাঠকদেরকে কেন এটা পড়তে বাধ্য করা হবে? (বাক্যে থাকলে তো পড়তে হবেই)! সম্প্রতি দেখলাম বাংলায় (সা.) বা (সাঃ) লেখার পরিবর্তে অনেক নিবন্ধে সরাসরি আরবি ব্যবহার করা হচ্ছে (এটাতো একেবারে বাতুলতা! বাংলা উইকিপিডিয়ায় কারও নামের শেষে আরবি রাখতে হবে কেন!)। আরেকটি কথা হল, অন্য উইকিতে সা. ব্যবহার করা হয় এই যুক্তি মানলে, অনেক উইকিতে ব্যবহার হয় না সেটাও খেয়াল রাখতে হবে। তাই তুলনা করা উচিত হবে না বলে আমার ধারণা। যাক্গে এইসব ইস্যু কেন সামনে আসে বারবার বুঝিনা। Aishik Rehman (আলাপ) ০২:১৪, ১৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Aishik Rehman এবং আফতাবুজ্জামান: এখানে ধর্মীয় বাধ্যবাধকতার প্রশ্ন আছে; অন্যক্ষেত্রে সেরকমটা নেই। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, নতুন একজন ব্যবহারকারী এসে সেইসব নিবন্ধে এইসব শব্দগুচ্ছ বসিয়ে দিচ্ছে; আরেকজনকে সেগুলো আবার বাতিল করতে হচ্ছে। আমি (সা.) ইত্যাদি দেওয়া বিষয়ে নিরপেক্ষ; অর্থাৎ কোনো অবস্থানেই যাচ্ছি না। তবে, (সা.) ইত্যাদি দেওয়া হবে বলে, অন্য ধর্মও প্রতিযোগিতায় নামবে; আর একটা মেনে হয়েছে বলে, অযৌক্তিক বাকিগুলোও মেনে নিতে হবে, তার তো কোনো ভিত্তি নেই। “পোপ ফ্রান্সিস” লিখুন, “মাদার তেরেসা” বলুন ঠিক আছে; “রামকৃষ্ণ পরমহংস” বলুন ঠিক আছে; কিন্তু কেউ “শ্রী শ্রী বাবা দয়ানন্দ ঠাকুর প্রভুজি মহারাজ” লিখতে চাইলে তা অযৌক্তিক বিবেচনায় সরানো হবে না কেন? আবার আরেকটা বিষয়ও বিবেচনায় আনতে হবে। মুহাম্মদের পরে (সা.) লেখায় ধর্মীয় বাধ্যবাধকতা যেমন আছে, তেমনি প্রস্তাবটি বাস্তবায়িত হলে ইসলামসম্পর্কিত নিবন্ধে একটা বিশৃঙ্খলা তৈরি করবে। বাকিদের নবিদের নামের সাথেও (আ.) যুক্ত করতে হবে, সাহাবিদের নামের সাথে (রা.) যুক্ত করতে হবে। এমনকি যেসব পীরদের নামে নিবন্ধ আছে, তাদের নামের সাথেও লোকজন (রহ.) যুক্ত করতে থাকবে। সব মিলে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। এই দুইটি দিক বিবেচনায় আমি কোনো পক্ষেই যাচ্ছি না। — Meghmollar2017 • আলাপ • ০৪:০৯, ১৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- মন্তব্য এমন সিদ্ধান্ত নিলে তা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে নিরপেক্ষ হবে না। তবে ধর্মীয় বাধ্যবাধকতাকে অমান্য করতে বলছি না। যারা নিরপেক্ষ হতে পারছেন না, অন্য বিষয়ে অবদান রাখা চালিয়ে যান। প্রয়োজন হলে, আলাপ পাতায় মন্তব্য করুন এবং নতুন নিবন্ধ উপপাতায় তৈরি করে পর্যালোচনার জন্য জমা দিন। অন্য কেউ হয়তো নিরপেক্ষভাবে পরিবর্তনের কাজটি করে দিবেন। আর হ্যাঁ, আমিও মনে করি নিরপেক্ষতার কারণে অন্যান্য ক্ষেত্রেও এমন করা উচিত। যেমন: মহান আলেকজান্ডার শিরোনাম থেকে 'মহান' বাদ দেয়া। এবং অন্য উইকিপিডিয়ায় অনিরপেক্ষ লেখার ব্যাপারে কিছু বলতে পারছি না। — AKanik 💬 ০৫:২৩, ১৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- মন্তব্য বাংলা উইকির জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ ও কিছুটা স্পর্শকাতর আলোচনাই বটে! শুরুতেই কোনো মন্তব্য না করে অন্যদের মতামতের অপেক্ষা করছিলাম। প্রথমত উইকিপিডিয়া যেহেতু সম্পূর্ণ নিরপেক্ষ প্রকল্প, তাই এখানে নিরপেক্ষতা লঙ্ঘনের দায়ে (সা) ব্যবহার নে করা খুব শক্তিশালী যুক্তি। তবে লক্ষ্য করা গেছে, বিভিন্ন উইকিপিডিয়া সহ খোদ ইংরেজি উইকিতেও কিছু "বিশেষ" ক্ষেত্রে নিরপেক্ষতার ক্ষেত্রে কিঞ্চিত ছাড় দেওয়া হয়েছে। এই বিষয়ে আমার পূর্বে একজন বেশ কিছু উদাহরণ দিয়েছেন। তাছাড়া এরকম নিরপেক্ষতা তো শুধু ধর্মীয় গণ্ডিতে আটকে না রেখে সব ক্ষেত্রেই মেনে চলা উচিৎ ছিল। কিন্তু অনেক রাজা-বাদশার ক্ষেত্রেই ইংরেজি সহ বেশ কিছু উইকিতে "...... দ্য গ্রেট" ব্যবহার করা হয়। এটাও তো সে-ই নিরপেক্ষতা লঙ্ঘন। কারণ, সবার কাছে তিনি গ্রেট ছিলেন না বা এখনো নেই। অনেকের কাছেই তিনি "অত্যাচারী বহিরাগত শাসক"। অর্থাৎ দেখা যাচ্ছে, বেশকিছু ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়। এবার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলার চেষ্টা করি। উপরে মেঘমল্লার ভাই দেখিয়েছেন, বিভিন্ন ধর্মীয় ব্যক্তির ক্ষেত্রে সম্মানসূচক উপাধি ব্যবহারের নজির আছে। অথচ, উল্লিখিত কেউই সেই ধর্মের সর্বোচ্চ ব্যাক্তিত্ব নয়। কেউ কেউ বলতে পারে, যেহেতু শ্রীকৃষ্ণ নামটি অনেক বেশি প্রচলিত, তাই কৃষ্ণের বদলে এটাও ব্যবহার করতে হবে। লক্ষ্য করে দেখুন, কৃষ্ণ নিবন্ধের ১ম বাক্যেই শ্রীকৃষ্ণ ব্যবহার করা হয়েছে। তাছাড়া অন্যান্য কত নিবন্ধে যে কৃষ্ণের বদলে শ্রীকৃষ্ণ ব্যবহৃত হচ্ছে, তার ইয়াত্তা নেই! হিন্দু ধর্মের অন্যতম প্রধান ব্যাক্তিত্ত্ব হওয়ার কারণে নিবন্ধের প্রথম বাক্যে "শ্রী" ব্যবহারে আমার কোনো আপত্তি নেই। তবে (সা) এর ব্যাপারটা একটু আলাদা। কারণ, কোনো ধর্মেই এরকম বাধ্যবাধকতা নেই। এই বাধ্যবাধকার কারণে আমি অন্তত ১ম বাক্যে (সা) ব্যবহারের প্রস্তাব করছি। অন্য নবিদের ক্ষেত্রে আলোচনা করা যেতে পারে (অন্য নবিদের ক্ষেত্রে বাধ্যতামূলক কিনা তা আমি নিশ্চিত নই)। তবে অন্যান্য "সম্মানিত" ব্যাক্তিদের ক্ষেত্রে যেহেতু বাধ্যতামূলক নয়, তাই সেগুলোর ক্ষেত্রে ছাড় দেওয়া প্রস্তাব অভিজ্ঞ কেউই করবে না আশা করি। ≈ MS Sakib «আলাপ» ১৬:০৮, ১৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- বাংলা উইকিপিডিয়ার শতাধিক এবং বিভিন্ন উইকি সহস্রাধিক নিবন্ধ পর্যালোচনা করে এমতরূপ সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে ইসলামের নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ক্ষেত্রে মুহাম্মাদ (সাঃ) লেখা এমন কোনো ব্যতিক্রম হবে না যা মেনে নেয়া অসম্ভব। এতে উইকির ঘোষিত নীতির বরখেলাপ হলেও রচয়িতা ও সম্পাদকদের প্রিয় শৈলীকেই অনুসরণ করা হবে মাত্র। যেহেতু বিভিন্ন ভাষার সহস্র সহস্র নিব্নধ সংশোধন করা সম্ভব নয়, তাই সাময়িক কনসেশান হিসাবে হলেও মুহাম্মাদ (সাঃ) লেখার আবেদন গ্রহণ করতে সংকোচের কারণ দেখি না। আমার বিশ্বাস: এই পুনরাবেদন অযৌক্তিক আবদার মাত্র নয়। — Faizul Latif Chowdhury (আলাপ) ১৪:১১, ১৯ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- হয় মহান আলেকজান্ডার পরিবর্তন করে শুধু আলেকজান্ডার বা ম্যাসিডনের আলেকজান্ডার রাখা হোক, অথবা মুহাম্মাদের পর সাঃ যোগ করা হোক, দ্বৈত নীতি দ্বারা উইকিপিডিয়া চললে তাকে নিরপেক্ষ বলা যাবে না। 103.230.107.48 (আলাপ) ২১:০৯, ২৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- বিরোধিতা একজনের নামের সাথে পদবী ব্যবহার করা হয়েছে জন্যে অন্যেরটাতে কেন করা যাবে না আলোচনাটা এভাবে না করে আমাদের উইকিপিডিয়ার নীতিমালা ধরে আগানো উচিত। যাইহোক নিবন্ধ শিরোনাম নির্ধারণের ক্ষেত্রে একটি নিয়ম হল সুপরিচিত নামসমূহ ব্যবহার করা। এখন মহান আলেকজান্ডার নিবন্ধটিকে যদি শুধু আলেকজান্ডার বা ম্যাসিডনের আলেকজান্ডার রাখা হয় তাহলে নিবন্ধের শিরোনাম দেখে অনেকেই বুঝবে না আসলে কোন আলেকজান্ডারের কথা বলা হচ্ছে। কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেট বলা হলে মানুষ সহজেই বুঝে যাচ্ছে কার কথা বলা হচ্ছে। তাকে আসলে মহান প্রমাণের জন্য এখানে দ্য গ্রেট বা মহান ব্যবহার করা হয়নি। সবার বোঝার সুবিধার্তেই করা হয়েছে।
- অপরদিকে মুহাম্মাদ পৃথিবীতে অসংখ্য মানুষের নাম থাকলেও, শুধু মুহাম্মাদ উল্লেখ করলে সবাই একজনকেই চেনে যিনি হচ্ছেন হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সংশয়ের কোন অবকাশ নেই।--মাসুম-আল-হাসান (আলাপ) ১৬:২৯, ২৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @RockyMasum: আপনার এই বক্তব্যের সাথে একমত নই। আলেকজান্ডার বলতে মানুষ আলেকজান্ডার দ্য গ্রেট-কেই চিনে। তাই আলেকজান্ডার বা ম্যাসিডনের আলেকজান্ডার ব্যবহার করলে কারোর বুঝতে সমস্যা হওয়ার কথা না। দ্বিতীয়ত, আমার উল্লিখিত "শ্রীকৃষ্ণ" সম্পর্কিত বক্তব্যটি দ্রষ্টব্য। ধন্যবাদ। -- ≈ MS Sakib «আলাপ» ১১:০২, ৭ অক্টোবর ২০২১ (ইউটিসি)
সকলের প্রতি অনুরোধ, টেমপ্লেটের নথি বাংলা করুন
সকলের প্রতি আমার অনুরোধ, কোন টেমপ্লেটের নথি আনলে তা অবশ্যই বাংলা করুন। বাংলা করে তারপর সেই নথি প্রকাশ করুন, সংরক্ষণ করুন। আমি বুঝতে পারি, অনেকে হয়ত সময় পান না করতে কিন্তু এভাবে আর কতকাল পার হবে। ১৫/২০ বছর চলে গেল, ফলাফলস্বরূপ আমাদের হাজার হাজার টেমপ্লেটের নথি বাংলা করার বোঝা বেড়েছে। এভাবে যতকাল পার হবে তত বোঝা বাড়বেই।
টেমপ্লেটের নথি আনার পর, তার লেখাগুলি বাংলা করার চর্চা শুরু করা অতি জরুরী হয়ে পড়েছে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:২২, ২০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
Movement Charter Drafting Committee - Community Elections to take place October 11 - 24
This is a short message with an update from the Movement Charter process. The call for candidates for the Drafting Committee closed September 14, and we got a diverse range of candidates. The committee will consist of 15 members, and those will be (s)elected via three different ways.
The 15 member committee will be selected with a 3-step process:
- Election process for project communities to elect 7 members of the committee.
- Selection process for affiliates to select 6 members of the committee.
- Wikimedia Foundation process to appoint 2 members of the committee.
The community elections will take place between October 11 and October 24. The other process will take place in parallel, so that all processes will be concluded by November 1.
For the full context of the Movement Charter, its role, as well the process for its creation, please have a look at Meta. You can also contact us at any time on Telegram or via email (wikimedia2030@wikimedia.org).
Best, RamzyM (WMF) ০২:৪৬, ২২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
এরা কি একই ব্যক্তি
১ ২ ৩ এই ফেসবুক পোষ্টগুলোতে বিএনপির বিভিন্ন নেতাকর্মী ও এই ভিডিওটিতে একুশে টিভির প্রাক্তন সাংবাদিক ইলিয়াস হোসেন বলছেন যে, এন্থনি মাস্কারেনহাস এর বাংলাদেশ: রক্তের ঋণ ও তা অনুসরণ করে হুমায়ুন আহমেদের দেয়াল (উপন্যাস) বইয়ে বর্ণিত মুজিব হত্যায় প্রভাব সৃষ্টিকারী ধর্ষণ হত্যা মামালার আসামি মোজাম্মেল আর বাংলাদেশের বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক একই ব্যক্তি। কাকতালীয়ভাবে দুজনেই গাজীপুর জেলায় সেসময় কাছাকাছি দুটি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, একজন টঙ্গিতে, আরেকজন জয়দেবপুরে। 103.230.107.48 (আলাপ) ২১:১৩, ২৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- ফেসবুক ইউটিউব লিংকের ভিত্তিতে এ ধরনের আলোচনা জীবিত ব্যক্তিদের নামে কুৎসা ছাড়া অন্য কিছু মনে হচ্ছে না। আইপি ব্যবহারকারীর করা দাবি যদি কখনো মূলধারার মিডিয়ায় আলোচিত হয় তবে সংশ্লিষ্ট নিবন্ধের সমালোচনা অনুচ্ছেদে তা নিরপেক্ষভাবে যুক্ত করা যাবে। কেটে দেয়া হলো। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ০৯:১৫, ২৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উদযাপনের জন্য মহাত্মা গান্ধী ২০২১ এডিটথন
প্রিয় উইকিমিডিয়ানগণ,
আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের জানিয়ে খুশি হলাম, যে এ২কে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উদযাপনের জন্য একটি মিনি এডিটাথন পরিচালনা করতে যাচ্ছে। এটি মহাত্মা গান্ধী মিনি এডিটাথনের দ্বিতীয় সংস্করণ। এডিটাথনটি একই তারিখ ২ই অক্টোবর ও ৩ই অক্টোবর (সপ্তাহান্তে) হবে। পূর্ববর্তী সংস্করণের সময়, আমরা মহাত্মা গান্ধী সম্পর্কিত বিষয়বস্তু তৈরি বা উন্নয়ন বা আপলোড করেছি। এইবার, আমরা মহাত্মা গান্ধী এবং সরাসরি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সাথে সম্পর্কিত যে কোন নিবন্ধ সম্পর্কিত বিষয়বস্তু তৈরি বা উন্নয়ন করব। নিবন্ধের তালিকা ইভেন্ট পেজে দেওয়া আছে। তালিকায় আরো প্রাসঙ্গিক নিবন্ধ যোগ করতে পারেন বিনা দ্বিধায়। ইভেন্টটি কোন একক উইকিমিডিয়া প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ নয়। আরও তথ্যের জন্য, আপনি ইভেন্ট পৃষ্ঠাটি পরিদর্শন করতে পারেন এবং যদি আপনার কোন প্রশ্ন বা সন্দেহ থাকে আমাকে nitesh@cis-india · org ঠিকানায় ইমেল করুন। ধন্যবাদ মিডিয়াউইকি বার্তা প্রদান (আলাপ) ১০:১৯, ২৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
শিক্ষাপ্রতিষ্ঠানের উল্লেখযোগ্যতা
সুধী, উইকিপিডিয়ায় বর্তমানে খ্যাত-অখ্যাত অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসার নামে নিবন্ধ রয়েছে, এবং প্রতিনিয়ত আরও তৈরি করা হচ্ছে। এর সবগুলোর যথাযথ উল্লেখযোগ্যতা নেই, নিবন্ধগুলো একেবারে ছোট। এগুলো গণহারে অপসারণ বা উন্নয়নের কোনো উদ্যোগ নেওয়াও হয় না, যার মূল কারণ সম্প্রদায়ের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের উল্লেখযোগ্যতার নির্দিষ্ট কোনো মাপকাঠি নেই। আবার এই কারণেই এরকম নিবন্ধের পরিমাণও বেড়ে চলেছে। বর্তমানে উল্লেখযোগ্যতার সাধারণ মাপকাঠি WP:GNG অনুসারে শিক্ষাপ্রতিষ্ঠানের উল্লেখযোগ্যতা নির্ধারিত হয়। কিন্তু বর্তমান অবস্থাদৃষ্টে মনে হয় শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি সুনির্দিষ্ট উল্লেখযোগ্যতার নীতিমালা তৈরি অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছে। ইংরেজি উইকিপিডিয়ায় Wikipedia:Notability (schools) নামে একটি প্রচেষ্টা নেওয়া হলেও, সেটি কার্যত আলোর মুখ দেখেনি। আমি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের সকল সদস্যদের শিক্ষাপ্রতিষ্ঠানের উল্লেখযোগ্যতা নীতিমালা বিষয়ে তাঁদের মত দেওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে বাংলা উইকিপিডিয়ার একটি অতি পরিচিত ও পুরনো সমস্যার সমাধান ঘটে। অগ্রিম ধন্যবাদান্তে — Meghmollar2017 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- মন্তব্য সকল মূলধারার শিক্ষা প্রতিষ্ঠানকে উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (সংস্থা ও কোম্পানি) বা উল্লেখযোগ্যতার সাধারণ নীতিমালা অথবা দুটোর যে কোনো একটি পূরণ করতে হবে। তবে আমার মতে ঐতিহাসিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে যথেষ্ট তথ্যসূত্র পাওয়া না গেলেও সম্প্রদায়ের সম্মতিতে রাখা যেতে পারে। কেউ কেউ মনে করেন মাধ্যমিক বা এর উপরের শিক্ষা প্রতিষ্ঠান মাত্রই উল্লেখযোগ্য। এবং একারণে বাছবিচার ছাড়াই নিবন্ধ তৈরি হচ্ছে। আমি এর বিরোধিতা করি। উইকিপিডিয়া কোনো ডিরেক্টরি সাইট নয় যে এখানে গণহারে শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধ তৈরি করা হবে। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৬:০৮, ২৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- যতদূর জানি, কলেজ বা সমপর্যায়ের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলি উল্লেখযোগ্য ধরা হয়। তার নিচের অর্থাৎ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলি ক্ষেত্রে, গণহারের পরিবর্তে আমাদের বুঝেশুনে উল্লেখযোগ্যতার প্রমাণসহ তৈরি করতে হবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১৮, ২৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- আমার মতে, কলেজ বা সমপর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হওয়া উচিত নয়। অন্যান্য দেশের অবস্থা জানি না তবে বাংলাদেশে নামসর্বস্ব বাণিজ্যিক/অবাণিজ্যিক প্রতিষ্ঠানের অভাব নেই। এক্ষেত্রে শুধু সরকারি কলেজগুলোকে (এমপিওভুক্ত নয়) স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য গণ্য করা যেতে পারে। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৭:২১, ২৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Yahya এবং আফতাবুজ্জামান: সেক্ষেত্রে
- সকল সরকারি বিশ্ববিদ্যালয়, শুধুমাত্র ইউজিসি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, সকল সরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মহাবিদ্যালয় উল্লেখযোগ্য বলে গণ্য হতে পারে।
- “প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান”-এর ক্ষেত্রে কিন্তু-যদি থাকে; কেননা, সকল শিক্ষাপ্রতিষ্ঠানই স্থানীয়ভাবে তথাকথিত “ঐতিহ্যবাহী”। কোনো প্রতিষ্ঠানের তাৎপর্যপূর্ণভাবে স্বতন্ত্র ও নির্ভরযোগ্য তথ্যসূত্র দ্বারা প্রতিষ্ঠিত ইতিহাস থাকলে কিংবা প্রত্যক্ষভাবে জাতীয় ইতিহাসের অংশ হলে, বিদ্যালয়টি উল্লেখযোগ্য হবে— এরকম শর্ত থাকতে পারে।
- এছাড়া “সবচেয়ে গুরুত্বপূর্ণ” ব্যক্তিদের (উইকিপিডিয়ার মানদণ্ডে) শিক্ষাপ্রতিষ্ঠান উল্লেখযোগ্য হতে পারে। যেমন: এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় (S. M. Model Government High School ) (শেখ মুজিবুর রহমানের সময়কার মথুরানাথ ইনস্টিটিউট), কিংবা অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়।
- এছাড়া সরকার ঘোষিত সর্বোচ্চ পুরস্কারপ্রাপ্ত (শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান) উল্লেখযোগ্য হতে পারে। উদাহরণ হিসেবে নির্বাচিত নিবন্ধ নটর ডেম কলেজের নাম উল্লেখ করা যায়।
- এই সমস্ত শর্তের বিষয়ে কোনো মন্তব্য? — Meghmollar2017 • আলাপ • ১১:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Yahya এবং আফতাবুজ্জামান: সেক্ষেত্রে
- আমার মতে, কলেজ বা সমপর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হওয়া উচিত নয়। অন্যান্য দেশের অবস্থা জানি না তবে বাংলাদেশে নামসর্বস্ব বাণিজ্যিক/অবাণিজ্যিক প্রতিষ্ঠানের অভাব নেই। এক্ষেত্রে শুধু সরকারি কলেজগুলোকে (এমপিওভুক্ত নয়) স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য গণ্য করা যেতে পারে। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৭:২১, ২৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- মন্তব্য উপযুক্ত তথ্যসূত্র ছাড়া কোন নিবন্ধ রাখা উচিত নয়। অধিকাংশ ক্ষেত্রে যেসব তথ্যসূত্র দেয়া হয়, তা উল্লখযোগ্য নয়।--মাসুম-আল-হাসান (আলাপ) ১৬:৪৩, ২৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- বাংলা উইকিপিডিয়াতে প্রাচীন ও ইতিহাসগত ভাবে গুরুত্বপূর্ণ বিদ্যালয়ের নিবন্ধ রাখা উচিত বলে মনে করি। তবে গণহারে সকল বিদ্যালয়ের নিবন্ধ বাংলা উইকিপিডিয়াতে না রাখাই উচিত। তাছাড়া বহু মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের নিবন্ধ বাংলা উইকিপিডিয়াতে মানসম্মত ভাবে নেই। এই বিষয়ে আগে কাজ করা দরকার। -- খাঁ শুভেন্দু (আলাপ) ০৭:২৬, ২৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
উইকিপ্রকল্প ধর্ম চালু করার জন্য অনুরোধ
সুধীবৃন্দ, বাংলা উইকিপিডিয়ায় বিভিন্ন ধর্ম যেমন ইসলাম ও হিন্দু ধর্মের জন্য উইকি প্রকল্প থাকলেও ধর্ম সংক্রান্ত নিবন্ধগুলোর জন্য এখনো উইকিপ্রকল্প ধর্ম চালু করা যায়নি যা ইংরেজি উইকিপিডিয়ায় আছে। বাংলা উইকিপিডিয়াতে বিভিন্ন ধর্ম যেমন খ্রিস্টান, ইহুদি, জরাথ্রুস্ট, জৈন, বৌদ্ধ ইত্যাদি বিষয়ক নিবন্ধ পর্যাপ্ত পাওয়া যায়না। যদি এই প্রকল্প চালু করার জন্য পর্যাপ্ত স্বেচ্ছাসেবক পাওয়া যায় তবে ধর্ম বিষয়ক বহু নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় তৈরি করা সম্ভব হতো। একইভাবে উইকিপ্রকল্প ইসলাম এবং উইকিপ্রকল্প হিন্দুর সদস্যরাও উইকিপ্রকল্প ধর্মের অধীনে থেকে এই প্রস্তাবিত প্রকল্পকে এগিয়ে নিতে পারতো। আমার এই প্রস্তাবের উদ্দেশ্য বহুবিধ। প্রথমত বাংলা উইকিপিডিয়ায় সক্রিয় স্বেচ্ছাসেবকদের সংখ্যা খুব বেশি নয় তাই একক ধর্ম সংক্রান্ত প্রকল্পের সদস্যরা একই সাধারণ প্রকল্পের অধীনে আসলে তা সুবিধাজনক হবে। দ্বিতীয়ত বিভিন্ন ধর্মের ব্যবহারকারী নিবন্ধ সংকটের কথা চিন্তা করে তাদের নিজস্ব ধর্মের জন্য নিবন্ধ তৈরি করে যাচ্ছেন যা একটি ভালো উদ্যোগ কিন্তু একই প্রকল্পে আসলে শ্রম ও সময় দুটোই বাঁচানো সম্ভব। এবং তৃতীয়ত ঐক্যবদ্ধ প্রকল্পের আওতায় কাজ করলে সুপরিকল্পিতভাবে লক্ষ্যে এগিয়ে যাওয়া সম্ভব হবে। তবে এই ব্যাপারেও আমি অবগত যে হয়তো এক ধর্মের ব্যবহারকারী একই কমন বা বৈশ্বিক উইকিপ্রকল্পের আওতায় থেকে অন্য ধর্মের নিবন্ধে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ নাও করতে পারেন কিংবা অন্য ধর্মের নিবন্ধ তৈরি কোন ব্যক্তির দক্ষতা ভালো নাও হতে পারে। আবার সদস্য সংকট এবং অন্যান্য বিষয়ও এখানে বিদ্যমান রয়েছে। তাই ব্যাপারটা আমি আলোচনা সভায় তুলছি। আমার লেখা পড়ার পর দয়া করে আপনারা কি মনে করেন সেটা তুলে ধরুন। মেহেদী আবেদীন ১৫:৩৭, ২৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- উইকিপ্রকল্প ধর্ম চালু হতে আমার আপত্তি নেই। তবে যা বলেছেন "যদি এই প্রকল্প চালু করার জন্য পর্যাপ্ত স্বেচ্ছাসেবক পাওয়া যায়", তবেই প্রকল্পটি চালু করতে অগ্রসর হউন। -- আফতাবুজ্জামান (আলাপ) ০০:৫৭, ২৮ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
ইংরেজী ভাষায় শিরোনাম লেখা বন্ধ করা দরকার
অনেক ক্ষেত্রে ইংরেজী ভাষায় শিরোনাম লিখে বাংলা উইকিতে নিবন্ধ রচনা শুরু করা হয়। পরে বাংলা করা হয় এবং নিবন্ধ পুনর্নিদেশ করা হয়। এই রীতির ওপর নিষেধাজ্ঞা জারীর প্রস্তাব করছি। যিনি নিবন্ধের নাম বাংলায় লিখতে জানেন না, তার নিবন্ধ লেখার অধিকার আছে বলে মনে করি না। (খ) এরকম নিবন্ধও অনেক দেখি যার শিরোনাম একরকম আবার নিবন্ধের অভ্যন্তরে অন্য শব্দ ব্যবহার করা হয়েছে। এসব বোধগম্যতার অতীত। নিবন্ধের বিষয়বস্তু না-জানা অথচ ইংরেজি বা অন্যভাষা থেকে অনুবাদের কারণেই এরকম হয়তো হচ্ছে। — Faizul Latif Chowdhury (আলাপ) ১৭:০৪, ২৯ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- একমত নই। নিবন্ধের শিরোনাম ইংরেজিতে লিখে পরে বাংলা শিরোনামে পুনর্নির্দেশ করার বেশ কিছু সুবিধা রয়েছে। প্রথমত আমি আমার সুবিধাটা বলি। আমি সাধারণত ইংরেজি নিবন্ধ অনুবাদের সময় আমার খেলাঘরে ইংরেজি লেখাগুলো কপি করে এনে অনুবাদ শুরু করি। তো নিবন্ধে অনেক লেখার মধ্যে সংযোগ করি নিবন্ধ থাকে। তো ধরা গেলো সেরকম একটি সংযোগকারী নিবন্ধের ক্ষেত্রে কোন এক লেখক ইংরেজি শিরোনামে তৈরি করে পরে বাংলা শিরোনামে স্থানান্তর করেছিলো, সেক্ষেত্রে আমি খেলাঘরে সেই সংযোগকারী লেখাটি নীল দেখতে পাই। তখন সেটির উপর ক্লিক করে সহজেই সেই ইংরেজি সংযোগকারী নিবন্ধের লিংকের বাংলা নিবন্ধের নামটি পাওয়া যায় (যেহেতু পুনর্নির্দেশ করা থাকে)। এতে খেলাঘরে নিবন্ধ অনুবাদের সময় আমার সময় আর কষ্ট দুটোই বেঁচে যায়। আশাকরি আমি বুঝাতে পেরেছি যে কি বলতে চাচ্ছি। তাই আমার মতে এই রীতির উপর নিষেধাজ্ঞা জারি ঠিক হবেনা। মেহেদী আবেদীন ১৭:১৭, ২৯ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- একমত নই। ইংরেজি শিরোনাম ছাঁকনি দিয়ে বন্ধ করা হলে পুনর্নির্দেশ পাতা তৈরি করতে অসুবিধা হবে। কোনো পাতা খুঁজে পেতে ইংরেজি পুনর্নির্দেশ পাতা সুবিধাজনক। — Meghmollar2017 • আলাপ • ০৯:৩৩, ৩০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- আমি যদি প্রথম লাইনটি ভুল না বুঝে থাকি, লতিফ ভাই আসলে ইংরেজি শিরোনামে নিবন্ধ প্রকাশ করে পরে তা বাংলা শিরোনামে স্থানান্তর করার প্রতি একটু বিরক্ত :P তিনি মূলত সরাসরি বাংলা শিরোনামে নিবন্ধ প্রকাশ করার পরামর্শ দিচ্ছেন। বাংলা শিরোনামে নিবন্ধ প্রকাশ করে, পরে ইংরেজি শিরোনাম থেকে বাংলা নিবন্ধে একটি পুনর্নির্দেশ তৈরি করাকে তিনি মানা করছেন না। --আফতাবুজ্জামান (আলাপ) ০১:৪৪, ১ অক্টোবর ২০২১ (ইউটিসি)
- হওয়ারই কথা। ইংরেজি উইকিতে তো বাংলা পুনর্নির্দেশ এইরকম হারে নেই —মহাদ্বার আলাপ ১৫:০৬, ৫ অক্টোবর ২০২১ (ইউটিসি)
- @Greatder: ইংরেজি উইকিতে বাংলা শিরোনাম কালো তালিকাভুক্ত করা। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৫:১২, ৫ অক্টোবর ২০২১ (ইউটিসি)
- তাহলে তো বোঝাই গেলো কেন কেউ এইটা বন্ধ করতে চাইতে পারে। কিন্তু বৈজ্ঞানিক প্রজাতি জাতীয় জিনিসে অনুবাদ সবসময় ঠিক হবে বলে মনে হয় না। —মহাদ্বার আলাপ ১৫:২৫, ৫ অক্টোবর ২০২১ (ইউটিসি)
- @Yahya, Greatder, এবং আফতাবুজ্জামান: খুব সম্ভবত ইংরেজি উইকিপিডিয়ায় বাংলা পুনর্নির্দেশ তৈরি করা যায়। (বাংলা উইকিপিডিয়া, enwiki) এরকম ফিল্টার করা গেলে কারও আপত্তি থাকতে পারে বলে মনে হয় না। — Meghmollar2017 • আলাপ • ০৪:২১, ৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)
- তাহলে তো বোঝাই গেলো কেন কেউ এইটা বন্ধ করতে চাইতে পারে। কিন্তু বৈজ্ঞানিক প্রজাতি জাতীয় জিনিসে অনুবাদ সবসময় ঠিক হবে বলে মনে হয় না। —মহাদ্বার আলাপ ১৫:২৫, ৫ অক্টোবর ২০২১ (ইউটিসি)
- @Greatder: ইংরেজি উইকিতে বাংলা শিরোনাম কালো তালিকাভুক্ত করা। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৫:১২, ৫ অক্টোবর ২০২১ (ইউটিসি)
- হওয়ারই কথা। ইংরেজি উইকিতে তো বাংলা পুনর্নির্দেশ এইরকম হারে নেই —মহাদ্বার আলাপ ১৫:০৬, ৫ অক্টোবর ২০২১ (ইউটিসি)
Select You the question statements for candidates of Drafting Committee Movement Charter
Into 2021-10-04 11:59:59 UTC you can select question statements for the candidates of Drafting Committee Movement Charter. ✍️ Dušan Kreheľ (আলাপ) ০২:৫৪, ৩০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)