অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
অবস্থান
মানচিত্র
নন্দনকানন


তথ্য
বিদ্যালয়ের ধরনস্বায়ত্বশাসিত
প্রতিষ্ঠাকাল১৯২৭; ৯৭ বছর আগে (1927)
প্রতিষ্ঠাতারায়বাহাদুর অপর্ণাচরণ দে
বিদ্যালয় বোর্ডচট্টগ্রাম শিক্ষা বোর্ড
বিদ্যালয় জেলাচট্টগ্রাম জেলা
কর্তৃপক্ষচট্টগ্রাম সিটি কর্পোরেশন
ইআইআইএন১০৪৪৯০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষজারেকা বেগম
অনুষদবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক
শ্রেণী৬ষ্ঠ- ১২শ

অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চট্টগ্রামে অবস্থিত একটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। এটি চট্টগ্রামের প্রাচীন ও ঐতিহাসিক একটি বালিকা বিদ্যালয়। ১৯২৭ খ্রিষ্টাব্দে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। চট্টগ্রামের ব্রিটিশ বিরোধী আন্দোলনকারী প্রীতিলতা ওয়াদ্দেদার বিদ্যালয়টির প্রধান শিক্ষক ছিলেন।

ইতিহাস[সম্পাদনা]

এই বিদ্যালয়ের নাম বিশিষ্ট বিদ্যোৎসাহী ও শিক্ষানুরাগী হিসেবে পরিচিত শ্রীযুক্ত রায়বাহাদুর অপর্ণাচরণ দের নামানুসারে রাখা হয়। তবে উক্ত বিদ্যালয়টি প্রতিষ্ঠায় উদ্যোক্তাদের মধ্যে মধ্যমনি ছিলেন শ্রীযুক্ত রজনীকান্ত বিশ্বাস ও তার দুই বন্ধু শ্রীযুক্ত কিরণচন্দ্র দাশ ও ব্রিটিশ বিরোধী বিপ্লবী নেতা অনন্ত সিঙের পিতা গোলাপ সিং। রজনীকান্ত বিশ্বাস ও তার দুই বন্ধুর অণুরোধে এই বিদ্যালয়ের জমি ক্রয়ে শ্রী অপর্ণাচরণ দে সেই সময় অনধিক দশ হাজার টাকা দান করেন। এই বিদ্যালয়ের পদযাত্রা প্রথম দিকে মিডল প্রাইমারী স্কুল হিসেবে শুরু হলেও পরবর্তীকালে এই বিদ্যালয়টি ৪র্থ, ৫ম ও ১০শ্রেণী পর্যন্ত ধীরে ধীরে অগ্রসর হতে থাকে। চট্টগ্রামের যুব বিদ্রোহের প্রথম মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার কিছু কাল এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পদে নিযুক্ত ছিলেন।[১]

কৃতি শিক্ষার্থী[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. পরাগ (অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কুল ম্যাগাজিন, প্রকাশনা কাল ২০০৪, পৃষ্ঠা ২৬ ও ২৭)
  2. "বাঁধভাঙা উচ্ছ্বাসেও 'মাঠ হারানোর কষ্ট'" 

আরো দেখুন[সম্পাদনা]