কুমিল্লা-৫
অবয়ব
কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা) | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | কুমিল্লা জেলা |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
কুমিল্লা-৫ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি কুমিল্লা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৫৩নং আসন। এই আসনে মোট ভোট কেন্দ্র ১৪০ টি।
সীমানা
[সম্পাদনা]কুমিল্লা-৫ আসনটি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা ও বুড়িচং উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
[সম্পাদনা]নির্বাচন
[সম্পাদনা]২০২৪ নির্বাচন এম এ জাহের ৬৫৮১০ ভোট কেটলি মার্কা, সাজ্জাদ হোসেন ৬১৫২২ ভোট ফুল কপি মার্কা, আবুল হাশেম খান ২২৩১৫ ভোট নৌকা মার্কা, এহতেশামুল হাসান ১১০৭৩ ট্রাক মার্কা
২০১০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আব্দুল মতিন খসরু | ২.৮০.৫৪৭ | ৯৬.২ | +৩২.৫ | |
বিএনপি | মোহাম্মদ ইউনুস | ১১.৯৬০ | ৩.৮ | প্র/না |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আব্দুল মতিন খসরু | ২,০৬,৯৩১ | ৯৬.২ | +৩২.৫ | |
জাতীয় পার্টি | শফিকুর রহমান | ৮,১৫৭ | ৩.৮ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১,৯৮,৭৭৪ | ৯২.৪ | +৬৩.১ | ||
ভোটার উপস্থিতি | ২,১৫,০৮৮ | ৬৭.০ | −১৬.২ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আব্দুল মতিন খসরু | ১,৪৩,২০৮ | ৬৩.৭ | +১৮.০ | ||
বিএনপি | এএসএম আলাউদ্দিন ভূঁইয়া | ৭৭,২৬০ | ৩৪.৩ | -১৬.৪ | ||
স্বতন্ত্র | আব্দুল্লাহ আল মামুন | ৩,২০০ | ১.৪ | +১.১ | ||
পিপলস ফ্রন্ট | ফরিদ উদ্দিন | ৩৭৯ | ০.২ | প্র/না | ||
গণফোরাম | শেখ আব্দুল বাতেন | ২৮০ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | শাহা উদ্দিন | ২৩২ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | আবুল বাশার | ২৩২ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | সাজেদা আরিফ | ১৬৮ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৬৫,৯৪৮ | ২৯.৩ | +২৪.৩ | |||
ভোটার উপস্থিতি | ২,২৪,৯৫৯ | ৮৩.২ | +১১.৮ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | মোহাম্মদ ইউনুস | ৯৬,৮২৮ | ৫০.৭ | +২১.৫ | ||
আওয়ামী লীগ | আব্দুল মতিন খসরু | ৮৭,২৭৬ | ৪৫.৭ | +৬.৮ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | তোফাজ্জল হোসেন | ৬,০৩৪ | ৩.২ | প্র/না | ||
স্বতন্ত্র | আব্দুল্লাহ আল মামুন | ৫০৪ | ০.৩ | প্র/না | ||
কেএসজেএল | দেলোয়ার হোসেন ভূইয়া | ১৮৮ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৯,৫৫২ | ৫.০ | −৪.৭ | |||
ভোটার উপস্থিতি | ১,৯০,৮৩০ | ৭১.৪ | +০.৬ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আব্দুল মতিন খসরু | ৫১,১৮৪ | ৩৮.৯ | -০.৫ | |
বিএনপি | আবুল কাশেম (রাজনীতিবিদ) | ৩৮,৩৭৮ | ২৯.২ | +৭.১ | |
জাতীয় পার্টি | ওহিদুন নবি | ৩০,২৯৫ | ২৩.১ | +৬.৬ | |
জামায়াতে ইসলামী | আব্দুর রউফ | ১০,০৩৮ | ৭.৬ | -৭.২ | |
ন্যাপ (ভাসানী) | সিরাজুল ইসলাম | ৪৯৩ | ০.৪ | প্র/না | |
ইসলামী ঐক্য জোট | এ বি এম জাহের শরিফ | ৪২১ | ০.৩ | প্র/না | |
জাকের পার্টি | শামসুল আলম | ৩৪০ | ০.৩ | -০.৬ | |
স্বতন্ত্র | মোহাম্মদ ইউনুস | ২৬৮ | ০.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১২,৮০৬ | ৯.৭ | −৭.৬ | ||
ভোটার উপস্থিতি | ১,৩১,৪১৭ | ৭০.৮ | +২৭.১ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আব্দুল মতিন খসরু | ৪২,৬৮০ | ৩৯.৪ | |||
বিএনপি | আব্দুল লতিফ | ২৩,৯৬০ | ২২.১ | |||
জাতীয় পার্টি | মোহাম্মদ ইউনুস | ১৭,৮৫২ | ১৬.৫ | |||
জামায়াতে ইসলামী | আব্দুর রউফ | ১৬,০৪৮ | ১৪.৮ | |||
ফ্রিডম পার্টি | আঃ সাত্তার ভূইয়া | ৫,৯২৪ | ৫.৫ | |||
জাকের পার্টি | শামসুল আলম | ১,০২৯ | ০.৯ | |||
স্বতন্ত্র | তফাজ্জল হোসেন | ৩২২ | ০.৩ | |||
গণতান্ত্রিক পার্টি | আব্দুল খালেক | ২৭৪ | ০.৩ | |||
স্বতন্ত্র | ইউসুফ সরওয়ার | ২৬১ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১৮,৭২০ | ১৭.৩ | ||||
ভোটার উপস্থিতি | ১,০৮,৩৫০ | ৪৩.৭ | ||||
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কুমিল্লা-৫ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;২০১৮ফলাফল
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ ক খ "Electoral Area Result Statistics: Comilla-5"। আমারএমপি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮।
- ↑ "Comilla-5"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রথম আলোতে কুমিল্লা-৫
বাংলাদেশের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |