আবুল হাশেম খান (কুমিল্লার রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যাডভোকেট
আবুল হাশেম খান
কুমিল্লা-৫ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
২৪ জুন ২০২১ – ৭ জানুয়ারি ২০২৪
পূর্বসূরীআব্দুল মতিন খসরু
উত্তরসূরীএম এ জাহের
ব্যক্তিগত বিবরণ
জন্ম৩১ ডিসেম্বর ১৯৫৫
উত্তর গ্রাম, বুড়িচং, কুমিল্লা
মৃত্যু৩১ জানুয়ারি ২০২৪(2024-01-31) (বয়স ৬৮)
ঢাকা
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
সন্তান১ ছেলে ৩ মেয়ে

আবুল হাশেম খান (৩১ ডিসেম্বর ১৯৫৫—৩১ জানুয়ারি ২০২৪) ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ ও আইনজীবী। তিনি কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ছিলেন।[১] তিনি কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন।[২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

হাশেম খান ৩১ ডিসেম্বর ১৯৫৫ সালের কুমিল্লার বুড়িচংয়ের উত্তর গ্রামে জন্ম গ্রহণ করেন।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

আবুল হাশেম খান রাজনৈতিক জীবনে ১৯৭৬ সালে বুড়িচং উপজেলা ছাত্রলীগ সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৩ সালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তিন বছর পর হন সাধারণ সম্পাদক। ২০০৩ সালে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ২০১৮ সালে তাকে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক করা হয়। ২০১৯ সালে ২০২৩ সালে কমিটি গঠন হলে পুনরায় বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান তিনি।[২][৩]

১৪ এপ্রিল ২০২১ সালে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন খসরু মৃত্যুবরণ করলে শূন্য আসনের উপনির্বাচনে ২৪ জুন ২০২১ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।[২]

২০২৩ সালে কুমিল্লা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হয়েছিলেন।[২]

তিনি দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী এম এ জাহেরের কাছে পরাজিত হন।[২]

মৃত্যু[সম্পাদনা]

আবুল হাশেম খান ৩১ জানুয়ারি ২০২৪ ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "দুটিতেই বিনা ভোটে জয়ের পথে নৌকা"দৈনিক কালের কণ্ঠ। ২৪ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২১ 
  2. "কুমিল্লার সদ্য সাবেক সংসদ সদস্য আবুল হাশেম খান আর নেই"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৩১ জানুয়ারি ২০২৪। ৩১ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৪ 
  3. "কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) মতিন খসরু'র আসনে ভোট ১৪ জুলাই"দৈনিক ইনকিলাব। ৬ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২১