বাঘাব ইউনিয়ন
অবয়ব
বাঘাব | |
---|---|
ইউনিয়ন | |
বাঘাব ইউনিয়ন পরিষদ। | |
বাংলাদেশে বাঘাব ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°২২′৪৬″ উত্তর ৯০°৪৪′৩৩″ পূর্ব / ২৪.৩৭৯৪৪° উত্তর ৯০.৭৪২৫০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | নরসিংদী জেলা |
উপজেলা | শিবপুর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বাঘাব ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলার শিবপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]শিবপুর উপজেলার পূর্ব দক্ষিণ দিকে অবস্থিত একটি ইউনিয়ন। পশ্চিম ও দক্ষিণ পাশ দিয়ে পাহাড়িয়া' নদী।
এর উওর পূর্বে রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়ন এবং আদিয়াবাদ ইউনিয়ন
ইতিহাস
[সম্পাদনা]প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]৯ টি ওয়ার্ড নিয়ে এই ইউনিয়ন গঠিত হয়েছে। ৯ টি ওয়ার্ড এ মোট ২৪ টি গ্রাম রয়েছে।
গ্রাম সমুহ
[সম্পাদনা]- বাহেরদিয়া
- সফরিয়া
- হামুরদিয়া
- ব্রাহ্মন্দী উত্তর
- ব্রাহ্মন্দী দক্ষিণ
- বড়কান্দা
- খড়কমারা
- কুন্দারপাড়া
- লামপুর
- ইটনা দহ্মিন
- চাদপাশা
- ইটনা উত্তর
- খৈনকুট
- আক্রাশাল
- নাওহালা
- গোবিন্দপুর
- জয়মঙ্গল উত্তর
- বংপুর
- চৌপট
- পাচপাইকা
- বাঘাব
- জয়মঙ্গল দক্ষিণ
- বিরাজনগর
- শ্রীফুলিয়া
ওয়ার্ডভিত্তিক গ্রামসমূহঃ
[সম্পাদনা]- বাহেরদিয়া, সফরিয়া, হামুরদিয়া০১
- ব্রাহ্মন্দী উত্তর, বড়কান্দা ০২
- ব্রাহ্মন্দী দক্ষিণ, খড়কমারা ০৩
- লামপুর, কুন্দারপাড়া ০৪
- ইটনা দহ্মিন , চাদপাশা ০৫
- .ইটনা উত্তর, খেনকুট০৬
- আক্রাশাল, নাওহালা, গো০বিন্দপুর,জয়মঙ্গল উ:,বংপু,চৌপট 07
- পাচপাইকা, বাঘাব, জয়মঙ্গল উ: ০৮
- বিরাজনগর, শ্রীফুলিয়া ০৯
আয়তন ও জনসংখ্যা
[সম্পাদনা]আয়তন: ২৩.১২ বর্গ কিলোমিটার। জনসংখ্যা: ২৯০২৩ জন।
শিক্ষা
[সম্পাদনা]শিক্ষার হার : ৩৯.৭১%
শিক্ষা প্রতিষ্ঠান
- মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা: ৪টি।
- প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা: ১২টি।
- রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা: ৩টি।
- মাদ্রাসার সংখ্যা: এবতেদায়ী ০৪টি, ফোরকানিয়া ১২০টি, দাখিল ১টি।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]সোনাইমুড়ি পার্ক নরসিংদীর অন্যতম দর্শনীয় স্থান।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান চেয়ারম্যান- মো:জাহিদ সরকার
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকাঃ | ক্র: নং | নাম | কার্যকাল | |
হতে | পর্যন্ত | |||
১.
২. ৩. ৪. ৫. ৬.
|
মো: মতিউর রহমান
এ.কে ফজলুল হক মো: জয়নাল আবেদীন সরকার মো: মতিউর রহমান মো: মতিউর রহমান এ কে বশির আহমেদ (বাবলু) মো: তরুন মৃধা |
১৮/০৬/১৯৮৮
১২/০৩/১৯৯২ ২১/০১/১৯৯৮ ০৯/০৫/২০০২ ০৮/০৩/২০০৩ ০৭/০৮/২০১১ ১৯/০৮/২০১৬ |
১৮/০৮/২০১৬ বর্তমান |
সূত্র
[সম্পাদনা]- ↑ "বাঘাব ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৪ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০।
- ↑ "শিবপুর উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ২০ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২০।