হাজং ভাষা
(Hajong language থেকে পুনর্নির্দেশিত)
হাজং | |
---|---|
![]() | |
দেশোদ্ভব | ভারত, বাংলাদেশ |
অঞ্চল | অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও পশ্চিমবঙ্গ |
মাতৃভাষী | ১৯,০০০ জন (ভারত)- ১৯৯৭এর তথ্য অনুযায়ী
|
অসমীয়া লিপি | |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-৩ | haj |
হাজং ভাষা তিব্বতি-বর্মী শব্দমূলবিশিষ্ট একটি ইন্দো-আর্য ভাষা। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে এবং বাংলাদেশের ময়মনসিংহে প্রায় ১৯ হাজার হাজং জাতির লোক এই ভাষাতে কথা বলেন। ভাষাটি বাংলা-অসমীয়া লিপিতে লেখা হয় এবং ভারতে অসমীয়া ভাষা ধীরে ধীরে ভাষাটিকে প্রতিস্থাপিত করছে।