মারোয়াড়ি ভাষা
মারোয়াড়ি | |
---|---|
मारवाड़ी | |
দেশোদ্ভব | ভারত পাকিস্তান, নেপাল এবং বাংলাদেশে অভিবাসী জনগোষ্ঠীর কিছু অংশ। |
অঞ্চল | রাজস্থান, গুজরাত, হরিয়ানা, সিন্ধু |
মাতৃভাষী | |
উপভাষা | ★ দক্ষিণ-মধ্যাঞ্চলীয় মেওয়াড়ি ★ ★ মালভি |
দেবনাগরী লিপি ও মহাজনি | |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-২ | mwr |
আইএসও ৬৩৯-৩ | mwr |
গ্লোটোলগ | Noneraja1256 (scattered in Rajasthani)[২] |
মারোয়াড়ি (मारवाड़ी মার্ৱাড়ী) ভারতের রাজস্থান রাজ্যে প্রচলিত একটি রাজস্থানি ভাষা। তবে রাজস্থান সংলগ্ন গুজরাত, হরিয়ানা এবং পাকিস্তানের পূর্বাংশে মারোয়াড়ি ভাষাভাষী জনগোষ্ঠী বাস করে। মারোয়াড়ি ভাষা দেবনাগরী লিপিতে লেখা হয়। ঐতিহ্যগতভাবে মারোয়াড়ি ভাষা মহাজনী লিপিতে লেখা হতো। পাকিস্তানে দুই ধরনের মারোয়াড়ি ভাষা দেখতে পাওয়া যায়। সেখানে মারোয়াড়ি ভাষা পরিমার্জিত আরবি লিপিতে লেখা হয়। পাকিস্তানি মারোয়াড়ি ভাষা এবং ভারতীয় মারোয়াড়ি ভাষার বৈসাদৃশ্য এত বেশি যে অনেকেই আলাদা ভাষা হিসেবে মন্তব্য করেন।
মারোয়াড়ি ভাষার ২০ টি উপভাষা আছে।
ইতিহাস
[সম্পাদনা]বলা হয়ে থাকে মারোয়াড়ি এবং গুজরাতি ভাষার গুর্জার এলাকার ভাষা গুজ্জার ভাখা অথবা মরু-গুর্জার ভাষা থেকে উদ্ভূত হয়েছে।[৩] রাজস্থানী ভাষার প্রচলিত ব্যাকরণ প্রণয়ন করেছে জৈন সন্যাসী এবং গুজরাতি শিক্ষাবিদ আচার্য্য হেমচন্দ্র সুরি।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ {{Ernst Kausen, 2006. Die Klassifikation der indogermanischen Sprachen (Microsoft Word, 133 KB)}}
- ↑ হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Rajasthani"। গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
- ↑ Ajay Mitra Shastri; R. K. Sharma; Devendra Handa (২০০৫)। Revealing India's past: recent trends in art and archaeology। Aryan Books International। পৃষ্ঠা 227। আইএসবিএন ৮১৭৩০৫২৮৭৫, আইএসবিএন ৯৭৮-৮১-৭৩০৫-২৮৭-৩।
It is an established fact that during 10th-11th century.....Interestingly the language was known as the Gujjar Bhakha..