বাহানা (১৯৬৫-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাহানা
বাহানা চলচ্চিত্রের বাণিজ্যিক পোস্টার.jpeg
বাহানা চলচ্চিত্রের বাণিজ্যিক পোস্টার
পরিচালকজহির রায়হান
প্রযোজকজহির রায়হান
শ্রেষ্ঠাংশেকবরী সারোয়ার
রহমান
গরজ বাবু
সুরকারখান আতাউর রহমান
মুক্তি১৬ এপ্রিল ১৯৬৫
দেশপাকিস্তান (পূর্ব পাকিস্তান)
ভাষাউর্দু

বাহানা হলো একটি উর্দু ভাষার চলচ্চিত্র। তৎকালীন পূর্ব পাকিস্তান আমলে জহির রায়হান এর নির্মিত এই চলচ্চিত্রটি ১৯৬৫ সালের ১৬ এপ্রিল মুক্তি পায়। ছবিটিতে অভিনয় করেছিলেন কবরী সারোয়ার, রহমান, গরজ বাবু প্রমুখ।[১] পাকিস্তান তথা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এটি ছিল প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র।[১][২][৩] ছবিটি উর্দু ভাষায় নির্মাণ করার মধ্য দিয়ে জহির রায়হান পুরো পাকিস্তানে একজন বাঙালি চলচ্চিত্রকার হিসেবে বাঙালির নেতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। একটি স্থানীয় ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে এ ধরনের উদ্যোগ পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত দুটি ভাষাভিত্তিক জাতিগোষ্ঠীর মধ্যে বাঙালিদের নিঃসন্দেহে এগিয়ে দিয়েছিল।

কাহিনী সংক্ষেপ[সম্পাদনা]

শ্রেষ্ঠাংশে[সম্পাদনা]

সংগীত[সম্পাদনা]

বাহানা ছবির সংগীত পরিচালনা করেন বাংলাদেশের বিখ্যাত সংগীত পরিচালক ও সংগীত শিল্পী খান আতাউর রহমান। ছবিতে চারটি গান রয়েছে। জহির রায়হান গানগুলো লেখেন ও আইরিন পারভীন , মুনির হোসেন, আহমেদ রুশদি ও মাসুদ রানা গানগুলোতে কন্ঠ দেন।[৪]

বাহানা
বাহানা চলচ্চিত্র পোস্টার.jpeg
আইরিন পারভীন , মুনির হোসেন, আহমেদ রুশদি ও মাসুদ রানা কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ১৯৬৫
শব্দধারণের সময়১৯৬৫
ঘরানাFilm Soundtrack
প্রযোজকজহির রায়হান

গানের তালিকা[সম্পাদনা]

নং গান কন্ঠশিল্পী সঙ্গীত পরিচালক
আব তো বুঝা দো সামা, আব কো আয়ে গা আইরিন পারভীন খান আতাউর রহমান
এইছে করাচী সে তো হাম বাজ আয়ে মুনির হোসেন, আহমেদ রুশদি ও মাসুদ রানা খান আতাউর রহমান
আয়ে আয়ে মিলনে কা যামানা আয়ে আইরিন পারভীন, মাসুদ রানা খান আতাউর রহমান
শেহের কা নাম হে করাচী, বাচ কে রেহনা ইয়াহা আহমেদ রুশদি, মাসুদ রানা ও আইরিন পারভীন খান আতাউর রহমান

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bahana (1965)"। Internet Movie Database। সংগ্রহের তারিখ ২০১৪-১১-০৬ 
  2. "ঐতিহ্য পুরুষ জহির রায়হান"। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-১১-০৬ 
  3. "জহির রায়হান বিহীন বাংলাদেশের ৪৩ বছর" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "Bahana (1965) (Urdu - B/W)"। Pakistan Film Magazine। ২০১৪-০৭-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-১১-০৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]