রূপবান
অবয়ব
| পরিচালক | সালাউদ্দিন |
|---|---|
| প্রযোজক | সালাউদ্দিন |
| রচয়িতা | সালাউদ্দিন |
| শ্রেষ্ঠাংশে |
|
| সুরকার | সত্য সাহা |
| চিত্রগ্রাহক | আবদুস সামাদ |
| সম্পাদক | বশীর হোসেন |
| পরিবেশক | পপুলার ফিল্মস এন্ড থিয়েটার্স |
| মুক্তি | ৫ নভেম্বর, ১৯৬৫ |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
| নির্মাণব্যয় | ৳১.৫ লাখ |
রূপবান ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত লোককাহিনী নির্ভর বাংলাদেশী চলচ্চিত্র। ছবিটি রচনা ও পরিচালনা করেছেন সালাউদ্দিন।[১] এতে নাম ভূমিকায় অভিনয় করেন সুজাতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন মনসুর, চন্দনা, সিরাজুল ইসলাম, ইনাম আহমেদ, আনোয়ার হোসেন, সুভাষ দত্ত।[২]
কুশীলব
[সম্পাদনা]- সুজাতা - রূপবান, উজীরের বার বছরের বালিকা কন্যা যার সাথে বার দিন বয়সের রাজপুত্রের বিয়ে দিয়ে বনবাসে পাঠানো হয়।[৩]
- মনসুর - রহিম, আঁটকুড়ে বাদশার অনেক সাধনার ফল যাকে বার দিন বয়সে বার বছর বয়সী রূপবানের সাথে বিয়ে দিয়ে বনবাসে পাঠানো হয়।
- চন্দনা - তাজেল[৪]
- সিরাজুল ইসলাম - একাব্বর বাদশা, আঁটকুড়ে বাদশা এবং পরে রহিম নামে পুত্র সন্তান লাভ করেন।
- ইনাম আহমেদ - সায়েদ বাদশা
- আনোয়ার হোসেন - জংলি সরদার
- তেজেন চক্রবর্তী - উজীর, রূপবানের বাবা
- তন্দ্রা ইসলাম - রানী, রহিমের মা
- কাজরী - উজির পত্নী, রূপবানের মা
- হেলেন - ধাই মা
- রানু - জ্যোতিষী
- আকবর - দরবেশ
- রহিমা - মাসী
- নুরুল আনাম খাঁ - দাদু
- আয়াজ - জল্লাদ
- সুভাষ দত্ত - (অতিথি চরিত্রে)
সঙ্গীত
[সম্পাদনা]রূপবান চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন সত্য সাহা। গানের কথা লিখেছেন মাসুদ করিম। এছাড়া ছবিতে "রূপবানের পালা" থেকে প্রচলিত গান ব্যবহৃত হয়।[৫] গানে কণ্ঠ দেন আবদুল আলীম, নীনা হামিদ, ইসমত আরা, কুসুম হক, নজমুল হোসেন (শেলী)।
গানের তালিকা
[সম্পাদনা]| নং. | শিরোনাম | রচয়িতা | কণ্ঠশিল্পী(রা) | দৈর্ঘ্য |
|---|---|---|---|---|
| ১. | "ঢেউ উঠছে সাগরে" | মাসুদ করিম | আবদুল আলীম | ৩:২০ |
| ২. | "ধাইমা ধাইমা গো" | সংগৃহীত | নীনা হামিদ | ০:৩০ |
| ৩. | "বাড়িরও দক্ষিণপাশে" | সংগৃহীত | নীনা হামিদ ও কুসুম হক | ০:৩০ |
| ৪. | "শোনেন দাদু" | সংগৃহীত | নীনা হামিদ ও কুসুম হক | ১:৫৬ |
| ৫. | "মেরো না জল্লাদ" | সংগৃহীত | নীনা হামিদ | ০:১৮ |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ আলম, দেওয়ান মাহবুবুল (৮ ডিসেম্বর ২০১৩)। "বাংলা চলচ্চিত্রের উত্থানে 'রূপবান'"। বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭।
- ↑ মারিয়া, শান্তা (১৪ এপ্রিল ২০১৪)। "বাঙালির প্রাণের ছবি"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭।
- ↑ লিয়াকত হোসেন খোকন (২৬ ফেব্রুয়ারি, ২০১২)। "কিং ব দ ন্তি : রূপবান কন্যা সুজাতা"। দৈনিক আমার দেশ।
- ↑ জামান, মাহমুদ (২৭ ফেব্রুয়ারি ২০১৪)। "রূপবান খ্যাত বাংলা সিনেমার নায়িকা তাজেল"। সাম্প্রতিক দেশকাল। ৬ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭।
- ↑ "সিনেমায় বাঙ্গালি সংস্কৃতি: রুপবান থেকে খায়রুন সুন্দরী"। ঢাকাটাইমস। ১৪ এপ্রিল ২০১৫। ১৫ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে রূপবান (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে রূপবান