সুজাতা (অভিনেত্রী)
(সুজাতা থেকে পুনর্নির্দেশিত)
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
সুজাতা | |
---|---|
![]() | |
জন্ম | [১] | ১০ ডিসেম্বর ১৯৫২
মৃত্যু | ৬ এপ্রিল ২০১১ চেন্নাই, ভারত | (বয়স ৫৮)
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৬৮-২০০৬ |
দাম্পত্য সঙ্গী | জয়কর |
সন্তান | সজিত, দিব্য |
সুজাতা (১০ ডিসেম্বর ১৯৫২[১]-৬ এপ্রিল ২০১১)[২] ছিলেন একজন ভারতীয় অভিনেত্রী যিনি তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়ালাম ভাষার চলচ্চিত্রে কাজ করেছেন। সুজাতা অভিনীত প্রথম তামিল ভাষার চলচ্চিত্র ছিলো ১৯৭৪ সালে মুক্তি পাওয়া আভাল ওরু তোডার কাদাই যেটি তামিল চলচ্চিত্র শিল্পের খ্যাতনামা পরিচালক কৈলাস বলচন্দ পরিচালনা করেছিলেন।[৩] তিনি তার অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্রে সহ-শিল্পী হিসেবে কালজয়ী অভিনেতা কমল হাসনকে পেয়েছিলেন।[২] তিনি এছাড়াও তেলুগু সিনেমা শিল্পের কিংবদন্তী অভিনেতা এনটিআরের সঙ্গেও অভিনয় করার সুযোগ পেয়েছিলেন।[৪] তার জন্ম শ্রীলঙ্কায় হয়েছিলো, তিনি ১৫ বছর বয়সে ভারতে চলে আসেন পরিবারসমেত এবং স্থায়ীভাবে বাস করা শুরু করেন।[২] তার চলচ্চিত্র জীবন শুরু হয় মালায়ালাম ভাষার চলচ্চিত্রে কাজ করার মধ্য দিয়ে।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "Sujatha's last film"। ৯ এপ্রিল ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ ক খ গ Sujatha's career
- ↑ Dream debut
- ↑ "Actress Sujatha dies at 58, 7 June 2011"। ৩ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৭।