স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা (২০২০-২০২৯)
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
স্বাধীনতা পুরস্কার | |
---|---|
প্রথম পুরস্কৃত | ১৯৭৭ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২১ |
ওয়েবসাইট | www |
স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের জাতীয় এবং “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার”।[১] দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৭ সাল থেকে এই পুরস্কার প্রদাণ করা হচ্ছে।[২] এই তালিকাটি ২০২০ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের সম্পর্কিত সার-সংক্ষেপণ।
এ বছর সাহিত্যে স্বাধীনতা পদক পেলেও নানা সমালোচনার মুখে বিতর্কিত রইজ উদ্দিনের পদক বাতিল বলে ঘোষণা করা হয়[৩]।
২০২০[সম্পাদনা]
২০১৯ সালে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে তাদের অসাধারণ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।[৪][৫]
প্রতিকৃতি | প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|
গোলাম দস্তগীর গাজী | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | ||
আব্দুর রউফ | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | (মরণোত্তর) | |
আনোয়ার পাশা | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | (মরণোত্তর) | |
আজিজুর রহমান | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | ||
উবায়দুল কবীর চৌধুরী | চিকিৎসাবিদ্যা | ||
এ কে এম এ মুক্তাদির | চিকিৎসাবিদ্যা | ||
এস এম রইজ উদ্দিন আহম্মদ (পরবর্তীতে বাতিল) | সাহিত্য | ||
ফেরদৌসী মজুমদার | সংস্কৃতি | ||
কালীপদ দাস | সংস্কৃতি | ||
ভারতেশ্বরী হোমস | শিক্ষা | প্রতিষ্ঠান |
আরও দেখুন[সম্পাদনা]
- স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা (১৯৭৭–৭৯)
- স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা (১৯৮০–৮৯)
- স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা (১৯৯০–৯৯)
- স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা (২০০০–০৯)
- স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা (২০১০–১৯)
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ সানজিদা খান (জানুয়ারি ২০০৩)। "জাতীয় পুরস্কার: স্বাধীনতা দিবস পুরস্কার"। সিরাজুল ইসলাম। বাংলাপিডিয়া। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৭।
স্বাধীনতা দিবস পুরস্কার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার।
- ↑ "স্বাধীনতা পদকের অর্থমূল্য বাড়ছে"। কালেরকন্ঠ অনলাইন। ২ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭।
- ↑ "স্বাধীনতা পদক থেকে বাদ পড়লেন সেই রইজ উদ্দিন"। যুগান্তর অনলাইন। ১২ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২০।
- ↑ "স্বাধীনতা পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠান"। ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "কমান্ডার রউফ, আনোয়ার পাশাসহ ১০ জন পাচ্ছেন স্বাধীনতা পদক"। bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২০।
![]() |
উইকিমিডিয়া কমন্সে স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত মিডিয়া রয়েছে। |