সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা
অবয়ব

সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের জাতীয় জীবনে সমাজ ও জনগণের কল্যাণে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে প্রদত্ত একটি জাতীয় এবং এদেশের “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার”।[১][২][৩] এদেশের সমাজের কল্যাণ ও জনসেবার ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৭ সাল থেকে এই ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হচ্ছে এবং ১৯৭৭ সালে প্রথমবারের মতো “স্বাধীনতা পুরস্কার” প্রচলণকালীনই আবদুল হামিদ খান ভাসানী'কে সমাজকল্যাণে ও এনায়েত করিম'কে জনসেবায় মরণোত্তর “স্বাধীনতা পুরস্কার” প্রদান করা হয়।[৪]
বিজয়ীদের তালিকা
[সম্পাদনা]| মরণোত্তর সম্মাননা |
| বছর | চিত্র | বিজয়ী | পুরস্কারপ্রাপ্তির কারণ | সূত্র |
|---|---|---|---|---|
| ১৯৭৭ | মওলানা আবদুল হামিদ খান ভাসানী ( (১২ ডিসেম্বর ১৮৮০ – ১৭ নভেম্বর ১৯৭৬) |
তৃণমূল রাজনীতি ও গণমানুষের নেতা | [৪] | |
| এনায়েত করিম ( (১৯২৭ – ১৯৭৪) |
যুদ্ধবন্দী বিনিময়ে অনন্য অবদান | [৪] | ||
| ১৯৭৮ | প্রয়াত রনদা প্রসাদ সাহা ( (১৫ নভেম্বর ১৮৯৬ – ৭ মে ১৯৭১) |
দানবীর ও মানবসেবায় অনন্য অবদান | [৪] | |
| ডা. মোহাম্মদ ইব্রাহিম ( (১ জানুয়ারি ১৯১১ – ৬ সেপ্টেম্বর ১৯৮৯) |
ডাযাবেটিস রোগীদের সেবায় অনন্য অবদান | [৪] | ||
| ১৯৭৯ | তাহেরা কবির | ছিন্নমূল মানুষদের সেবায় অনন্য অবদান | [৪] | |
| ১৯৮০ | জহির উদ্দিন | জনসেবা | ||
| ১৯৮১ | মেজর আবদুল গণি ( (১ ডিসেম্বর ১৯১৫ – ১২ নভেম্বর ১৯৫৭) |
জনসেবা | [৫] | |
| শামসুন নাহার মাহমুদ ( (১৯০৮ – ১০ এপ্রিল ১৯৬৪) |
সমাজসেবা | |||
| ১৯৮২ | কাজী মোহাম্মদ মোশারফ হোসেন ( |
জনসেবা | ||
| ফিরোজা বারী | সমাজসেবা | |||
| ১৯৮৩ | দেওয়া হয় নি | |||
| ১৯৮৪ | কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট | সমাজসেবা | ||
| ১৯৮৫ | জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানী ( (১ নভেম্বর ১৯১৮ – ১৬ ফেব্রুয়ারি ১৯৮৪) |
সমাজসেবা | ||
| ১৯৮৬ | দেওয়া হয় নি | |||
| ১৯৮৭ | এম. হোসেন আলী (১ ফেব্রুয়ারি ১৯২৩ – ২ জানুয়ারি ১৯৮১) |
জনসেবা | ||
| ১৯৮৮ | মোঃ নূরুল আলম ( |
জনসেবা | ||
| ১৯৮৯ | দেওয়া হয় নি | |||
| ১৯৯০ | দেওয়া হয় নি | |||
| ১৯৯১ | দেওয়া হয় নি | |||
| ১৯৯২ | দেওয়া হয় নি | |||
| ১৯৯৩ | দেওয়া হয় নি | |||
| ১৯৯৪ | দেওয়া হয় নি | |||
| ১৯৯৫ | সৈয়দা ইকবাল মান্দ বানু | সমাজসেবা | ||
| ১৯৯৬ | আঞ্জুমান মফিদুল ইসলাম | জনসেবা | ||
| ১৯৯৭ | জাহানারা ইমাম | সমাজসেবা | ||
| সৈয়দ মোহাম্মদ হোসেন | সমাজসেবা | |||
| ১৯৯৮ | দেওয়া হয়নি | |||
| ১৯৯৯ | বেগম বদরুন্নেসা আহমদ ( |
সমাজসেবা | ||
| ২০০০ | ||||
| ২০০১ | ||||
| ২০০২ | ||||
| ২০০৩ | ||||
| ২০০৪ | ||||
| ২০০৫ | ||||
| ২০০৬ | ||||
| ২০০৭ | ||||
| ২০০৮ | ||||
| ২০০৯ | ||||
| ২০১০ | ||||
| ২০১১ | ||||
| ২০১২ | ||||
| ২০১৩ | ||||
| ২০১৪ | ||||
| ২০১৫ | ||||
| ২০১৬ | ||||
| ২০১৭ | ||||
| ২০১৮ | ||||
| ২০১৯ | ||||
| ২০২০ | ||||
| ২০২১ | ||||
| ২০২২ | ||||
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ সানজিদা খান (২০১২)। "জাতীয় পুরস্কার"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন ৯৮৪৩২০৫৯০১। ওসিএলসি 883871743। ওএল 30677644M। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭।
- ↑ আশরাফুল হক রাজীব (২ মার্চ ২০১৬)। "স্বাধীনতা পদকের অর্থমূল্য বাড়ছে"। দৈনিক কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭।
- ↑ "এবার স্বাধীনতা পদক পেলেন ১৬ ব্যক্তি ও সংস্থা"। এনটিভি অনলাইন। ২৪ মার্চ ২০১৬। ২৫ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭।
- 1 2 3 4 5 6 "স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি/প্রতিষ্ঠানের তালিকা"। মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭।
- ↑ "'মেজর আবদুল গণি কৃতী সন্তান হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন'"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১০ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২১।
